| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
প্রায় ৩৪ কোটির একটা দেশে ৮ লক্ষ মানুষ গৃহহীন, ৭০ লক্ষ মানুষ বেকার, যুদ্ধ বাঁধানো আর অস্ত্র বিক্রী যাদের মূল ইনকাম সোর্স তাদের দাদাগিরি বন্ধের একমাত্র উপায় হল অর্থনীতির সব দিকে দিয়ে কোণ ঠাসা করা। আমেরিকার কথা বলছিলাম। পাগলা ট্রাম্প কে দিয়েই সে কাজটা এগিয়ে নেয়া সম্ভব।
ইতোমধ্যে প্রেসিডেন্টের পাগলাটে নীতি বা কার্যকলাপ আমেরিকাকে দুর্বল করার কাজে আগুনে ঘি ঢেলেছে। বন্ধু ইলন মাক্স গেছে। বিভিন্ন দেশের উপর অকল্পনীয় অতিমাত্রায় শুল্কনীতি তার দেশের টাকা বের করে নিয়ে যাবে, ব্যবসা কমিয়ে দেবে। অনেক কোম্পানী আমেরিকায় নাম মাত্র ব্রাঞ্চ রেখে অন্য দেশে ইন্ডাস্ট্রি খুলবে কর ফাঁকির লোভে, মানে উৎপাদনের লাভের একটা মোটা অংশ আমেরিকার বাইরে থাকবে, যেমন ভারত বা তাইওয়ান, ইন্দোনেশিয়াতে... ইনকাম ট্যাক্স তো হারাবেই। কর বাড়ালে মানুষ ডলার খরচ কম করবে বা অসৎ উপায়ে ইনকাম কম দেখাবে। অনেকে আমেরিকা ছাড়বে।
আবার মধ্যপ্রাচ্য বা অন্যান্য অঞ্চল থেকেও কম বেশি সৈন্য আমেরিকায় ফিরিয়ে নিতে হবে। কুয়েত এবং সৌদি আরব গত মে মাসে ৮০০বিলিওন ডলারের চুক্তি ফিরিয়ে নিয়েছে। ধাপে ধাপে আরও চুক্তি বাতিল করবে টাকাওয়ালা দেশগুলো।
ইসরাইলকে দিয়ে খেলিয়ে ট্রাম্প এখন ফিলিস্তিনের অপদকালীন সরকার হতে যাচ্ছে। মানে ইসরাইল + ফিলিস্তিনের ভূ-খন্ড এখন অঘোষিত ভাবে আমেরিকার, যেটা বিশ্বের বেশির ভাগ নেতাদের পছন্দ হবে না। তেলের খনির মালিকরা এখন খনিজ তেল ডলারে না গিয়ে নিজস্ব মূদ্রায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে, যেটা ডলারকে বিপদে ফেলবে।
এদিকে ইয়ান, পাউন্ড, ইউরো, রিয়াল, দিনার বা রুবেল ইউএস ডলারের বিপরীতে শক্তিশালী হবার চেষ্টায় নিবিষ্ট হয়েছে, যেটা দশ বছর আগেও দেখা যায়নি। নিজ দেশের ব্যাঙ্ক গুলো ঋণগ্রস্থ, কোন কোন ব্যাঙ্কের রিজার্ভে টান ধরেছে। আমেরিকা আর কত টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেবে? আর কিছুদিন পর সেটা আর সম্ভব হবে না...
অন্যদিকে প্রতিবেশী দেশ মেক্সিকো বা কানাডার সাথেও সাপে নেউলে সম্পর্ক তৈরী হয়েছে। নিজ দেশেও ২ অঙ্গ রাজ্যে গতকাল সেনাবাহিনী নামিয়েছে। আমেরিকায় যারা ওড জব করত, তারা এখন পলাতক বা চাকরি ছেড়ে দিয়েছে ট্রাম্পের বিভিন্ন বিধি নিষেধের জন্যে। কোন কোন শহর, হসপিটাল, মার্কেট ময়লার ভাগারে পরিনত হচ্ছে।
প্রায় ৬০% ইসরাইলী(ইয়াহূদি) আমেরিকার সরকারী দপ্তরগুলোতে বা গবেষণা প্রতিষ্ঠানে চাকরী করে, যাদের ট্রাম্প সরাতে চাচ্ছে। মনে হয় না তা পারবে। মানে সামনে একটা অন্ত:কন্দল শুরু হবে। প্রকৃত আমেরিকানরা অলস, যন্ত্রনির্ভর, স্থূলদেহী, মোটাবুদ্ধির এবং ঠকবাজ। পরিবেশ প্রতিবেশ সুন্দর ছিল ভিনদেশীদের জন্যে। যে সৌন্দর্য কমে আসবে, কোঠর ইমিগ্রেশন নীতির জন্যে। আহা ! ভাবতেই ভাল লাগে।
ট্রাম্প আমেরিকাকে শুধু ধনীদের দেশ বানাতে চাচ্ছে। রাষ্ট্রীয় খরচ কমাতে চাচ্ছে। সে যেভাবে এগোচ্ছে, সেভাবে আমেরিকা বসে যাবে। আমেরিকার জায়গা দখল করবে হয়ত চীন। আমি আমেরিকানদের অপছন্দ করি। তাই ২০জানুয়ারী ২০২৯ সালের পরের নির্বাচনে ২য় মেয়াদেও ট্রাম্প থাকুক সেটাই চাই। ৮০ বছরের খবরদারির ইতিহাস পাল্টে যাক। আমেরিকানরা অনেক কষ্টে জীবন যাপন করুক, সারা দুনিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ুক। কানাডা আমেরিকার দুধ নেয়া বন্ধ করেছে, ভারত ভুট্রা-আলু নেবেনা বলেছে। সামনে মদ নেয়াও বন্ধ করবে। ইরাক, ইরান ম্যান পাওয়ার দেয়া বন্ধ করেছে, তেল দেয়া বন্ধ করেছে। ইউক্রেন ট্রাম্পের উপর ভরসা হারিয়ে এখন ন্যাটো দিকে কুত্তার মত হা করে আছে। মানে ভবিষ্যতে ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স সহ বহু দেশ আমেরিকার দিকে ফিরেও তাকাবে না।
যদি সেন্টমার্টিন কে ড. ইউনুস সাহেব বিকিয়ে দেয় আমেরিকার হাতে তাহলে ইউনুস সাহেব কে ইউনূস গোমেস্তা (চামচা) বলে ডাকব। ইউনূস সংশ্লিস্ট যা থাকবে বা গ্রামীন শব্দ যে প্রতিষ্ঠানের আগে পিছে থাকবে, তারা হাসিনা মত জয় বাংলা হয়ে যাবে।
সেন্টমার্টিন আমেরিকা দখল নিলে মিরসরাই ও সোনাগাজীতে ভারত সেনাক্যাম্প বসাবে, টেকনাফের আশেপাশে মিয়ানমারে চীন। মানে মধ্যপ্রাচ্য আমেরিকার সেনা কোরিডোর দেয়াতে যে ভুল করেছিল, এখন পস্তাচ্ছে, আমরাও পস্তাবো। দেশে থাকাটাই দায় হয়ে দাড়াবে।
তাই জয় হোক ট্রাম্পের, ধ্বংস হোক আমেরিকা... সবাই বলেন আমিন।
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০০
অপলক বলেছেন: আপনি যেহেতু সবজান্তা। বলে ফেলুন। পারলে রেফারেন্স দিবেন আশা করি।
২|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ২:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
সামুতে এত বড় বড় পলিটিক্যাল থিংক-ট্যাংক আছে জানলে, আমেরিকা সামুর সব ব্লগারকে আমেরিকা নিয়ে যেতে পারে।
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৬
অপলক বলেছেন: আপনি তো আমেরিকায় থাকেন। এ্যাম্বাসিকে জানিয়ে রাখুন।
৩|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ৩:০০
এইচ এন নার্গিস বলেছেন: আসলেই তাই
৪|
০১ লা অক্টোবর, ২০২৫ ভোর ৫:৫১
গোবিন্দলগোবেচারা বলেছেন: @ জেনারেশন রাজাকার - একটি ব্যাং ফুলে ষাঁড়ের সমান হতে চাওয়া কী রোগ জানি না, তবে একশিরা হয়ে একটী কুকুরের বিচি বড় হবার পর সে নিজেকে হাতি ভাবতো। ইহাকে ধোনগাজি সিনড্রোম বলে।
৫|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৮:০৯
নতুন নকিব বলেছেন:
ভাবগতিকে মনে হচ্ছে, ট্রাম্প আমেরিকাকে রসাতলে নিয়ে তবেই ছাড়বেন।
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:০৮
অপলক বলেছেন: সেটাই দরকার...
৬|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫৯
কলাবাগান১ বলেছেন: বাংগালী আমেরিকান এম্ব্যাসির সামনে ভিসার জন্য লাইনে দাড়িয়ে, আমেরিকার আবিস্কৃত গেজেট/ইন্টারনেট ব্যবহার করে আমেরিকান ফেসবুকে স্ট্যাটাস দেয় " আই হেইট আমেরিকা"
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৯
অপলক বলেছেন: ইন্টারনেট/ফেসবুকের আবিষ্কারক আমেরিকা হতে পারে, কিন্তু সেগুলো এখন গ্লোবাল। মানুষ পে করে সার্ভিস কেনে। সেটা তখন আর সে আবিষ্কারকের নিজস্ব সম্পদ/সম্পত্তি হিসেবে থাকে না। আপরাধ করলে প্রতিবাদ হবে, সেটাই উচিত।
ধরুন, আপনার বাবা মদ খেয়ে এসে আপনার মা কে অযথা পেটায়। আপনি সেই অন্যায়ের প্রতিবাদ করবেন না? নাকি বাবা বলে ছেড়ে দেবেন?
আবার ধরুন, একটা রাখাল বালক দিন শেষে দেখল তার মালিক দুধে অনেক পানি মিশিয়ে বিক্রি করে। রাখাল বালক বলতে্ই পারে, তুই একটা হারাম খোর। সমস্যা টা কোথায় ?
৭|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:০৩
সৈয়দ কুতুব বলেছেন: উহা ই্য়ামপসিবল।
৮|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৯
কামাল১৮ বলেছেন: দেশের সার্থে তার বুদ্ধি টনটনে।
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:২১
অপলক বলেছেন: আগে আমিও ভাবতাম ট্রাম্প দেশপ্রেমিক এবং ব্যবসায়ী। ভাবনায় পরিবর্তন আসতে শুরু করেছে...
৯|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৮
কলাবাগান১ বলেছেন: আমার কিছু জামাতি-রাজাকার 'বন্ধু' একজন আবার নর্থ-সাউথ এর প্রফেসর। যখনই তাদেরকি বলি এত আমেরিকা হেইট করিস, তখন আমেরিকা বয়কট কর...বিজ্ঞান নিয়ে কোন গবেষনা নাই কিন্তু গৎ বাধা আপনার মত উত্তর- আমরা কি মাগনা ইউজ করি আর খুব বেশী না পারলে তখন আমার বাবা-মাকে মদ খাইয়ে মারধর করায়
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৫০
অপলক বলেছেন: হা হা হা ... ভাল বলছেন। যান আমেরিকা যান। দেশে থেকে জীবনটা ত্যানা ত্যানা কইরেন না... যাওয়ার সময় সুরেষ খাঁটি সরিষার তেল নিয়ে যাবেন। ট্রাম্প তেল খুব পছন্দ করে...
১০|
০১ লা অক্টোবর, ২০২৫ সকাল ১১:০৬
আমি নই বলেছেন: আমার কাছেও মনে হয় ট্রাম্প একটা বেকুব। আর বড় বেকুব হচ্ছে আমেরিকানরা যারা বিলিভ করে শুল্ক আরোপ করায় তাদের ব্যায় বাড়বেনা।
@কলাবাগান১, চীনতো আমেরিকার অন্যতম শত্রু তার পরেও ইলেট্রনিক্স চিপ চীন থেকেই কেনে কেন? আমেরিকা যে কারনে শত্রুদেশ চীন থেকে প্রযুক্তি কিনে ব্যাবহার করে তেমনি আমরাও করি, সমস্যা কোথায়?? আর বিজ্ঞান নিয়ে কোন গবেষনা নাই কে বলেছে, করোনার সময় ভ্যাকসিন নিয়ে কাজ করা গ্লোব বায়োটেকের কথা মনে আছে? তাদেরকে আপনারা কোনো হেল্প করার বদলে উল্টা কোম্পানি বিক্রির চাপ দিয়েছিলেন, ফলে তাদের ভ্যাকসিন আর আলোর মুখই দেখেনি।
০১ লা অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
অপলক বলেছেন: উদাহরণটা জুত সই হয়েছে... ধন্যবাদ।
১১|
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: ট্রাম্প ভালো। তবে বেকুব। বেকুব ভালো হলেও লাভ নাই।
১২|
০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৮:৫০
অপলক বলেছেন: সেন্টমার্টিনে প্রমোদ কেন্দ্র ও সাবমেরিন ঘাঁটির প্রস্তাব যুক্তরাষ্ট্রের
১৩|
১৪ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৬
অপলক বলেছেন: আমি এই ব্লগের শুরু্তেই ধারনা থেকে বলেছিলাম, আমেরিকান কম্পানি অন্যান্য দেশে সিফট করবে... তারপ্রমান:
ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে গুগল
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫ রাত ১:৫৮
গোবিন্দলগোবেচারা বলেছেন: সেন্ট মার্টিন দ্বীপের এরিয়া কত বড়? ওখানে কয় হাজার মার্কিন সৈন্য বসতি করতে পারবে বলে আপনার মনে হয়?
ভারত কবে আমেরিকার কাছ থেকে আলু আর ভুট্টা কিনতো?
গত কয়েক মাসে বোয়িং কতগুলো বিমানের অর্ডার পেয়েছে জানা আছে কি?