নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Run for mankind...

মোবারক হোসেন রুবেল

অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।

মোবারক হোসেন রুবেল › বিস্তারিত পোস্টঃ

মাই ডিয়ার বেকার পুলাপান...

০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

নিজ জেলা ও থানা ভিত্তিক স্থায়ীভাবে সরাসরি নিয়োগ:



এরিয়া ম্যানেজার-৬৫জন- বেতন ২২,০০০/- যোগ্যতা: এইচ.এস.সি/স্নাতক



অডিট অফিসার-৯০জন- বেতন ১৮,০০০/- যোগ্যতা: এস.এস.সি/এইচ, এস, সি পরীক্ষার্থী।



সুপারভাইজার-১৫০জন- বেতন ১৫,০০০/- যোগ্যতা: ৫ম শ্রেণি/ এস, এস, সি পরীক্ষার্থী।



সুবিধা :

কোম্পানীর কোয়ার্টারে থাকা-খাওয়া ফ্রি, ঈদ বোনাস, মোবাইল বিল (৩০০০/-), দ্রুত প্রমোশন, প্রশিক্ষনকালীন ৮০০০/- টাকা ভাতা। ৭ দিনের ভেতর ডাক/কুরিয়ারে ফেরত খামসহ যোগাযোগ করুন। মোবাইল: ০১৭১০০০০০০০০।



এই সব লোভনীয় বিজ্ঞাপন সেই ২০০৪ সাল থেকে দেখে আসছি। কিন্তু আজ পর্যন্ত কারো চাকুরী হয়েছে বলে শুনিনি। ২০০৫ সালের শেষের দিকে আমিও এইসব কোম্পানীতে চাকুরীর জন্য ট্রাই করেছিলাম। চাকুরীতো হয়নিই বরং খুইয়েছিলাম হাজার বিশেক টাকা।



মগবাজারে তাদের অফিসে যাওয়ার প্রথমেই আমাকে রেজিষ্ট্রি করিয়েছিল ২০০ টাকার বিনিময়ে। ভাবলাম এত কষ্ট করে আসলাম ২০০ টাকার জন্য এত বড় চাকুরীটা হাতছাড়া করাটা ঠিক হবে না। দিলাম ২০০/-।



পরদিন বলল, দেখেন আপনি তো আমাদের অফিসের কাজে দক্ষ না তাই আপনাকে আমাদের অফিসে প্রশিক্ষন নিতে হবে। প্রশিক্ষন ফি ৩০০০ টাকা। মাত্র ৩০০০ টাকার জন্য ২২,০০০০ টাকা বেতনের চাকুরী ছেড়ে দেওয়ার মতো বোকা আমি ছিলাম না। দিলাম ৩০০০/-।



দিন পাঁচেক পরে আমাকে বলেছিল, আপনি অত্যত্ন দক্ষতার সাথে আপনার কোর্স সমাপন করেছেন এজন্য আপনার চাকুরী নিশ্চিত। আমার সেকি আনন্দ! কিন্তু....



আপনার এলাকায় কিন্তু আমাদের শাখা অফিস নাই। আপনাকে আপনার এলাকায় শাখা অফিস খোলতে হবে। এজন্য আপনার প্রয়োজন পড়বে লাখ দুয়েক.....



এভাবে কত ছেলেকে যে প্রতারণা করেছে কে জানে...



আজ সকালে আমার সুনামগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এরকম একটি বিজ্ঞাপন দেখতে পেলাম। ‘তানিয়া এন্টারপ্রাইজ নামে’। তারা ঢাকা নিয়ে গিয়ে প্রশিক্ষন করিয়ে মোটা বেতনের চাকুরী দিবে। তাও আবার নায়িকা পূর্ণিমার বডিগার্ড.....



সুনামগঞ্জ এমনকি অন্যান্য শহরের বন্ধুদের অনুরোধ করব যাচাই বাছাই না করে কারো হাতে একটা টাকাও দিবেন না।



আর হ্যা, কথা দিলাম, ঐ জোচ্চুর প্রতিষ্টানকে আমাদের সুনামগঞ্জ এলাকা থেকে প্রতিহত করব...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৪

মোবারক হোসেন রুবেল বলেছেন: fb link Click This Link

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

মেহেদী হাসান মানিক বলেছেন: যথার্থ বলেছেন

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

খেয়া ঘাট বলেছেন: তাও আবার নায়িকা পূর্ণিমার বডিগার্ড - =p~ =p~ =p~

কতবড় বাটপারি !! X(( X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.