![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।
ইদানিং আমার একটা খারাপ স্বভাব হয়ে যাচ্ছে। আবার ভালো যে হচ্ছে না তার নিশ্চয়তাও দেওয়া সম্ভবপর নয়। আর তা হচ্ছে ফেসবুক ফাঁকি দিয়ে রাত জেগে বই পড়া।
হঠাত করে বইয়ের প্রতি কেন এত আকর্ষণ আসলো তারও একটি কারণ উপস্থাপন করা যায়।
কুরানের প্রথম শব্দটাই 'ইকরা'। মানে 'পড়'। রীড বাই দ্যা নেম অব আল্লাহ হু ক্রিয়েটেড ইউ।
শেখ সাদীর একটা ফার্সি গানে শুনেছিলাম,
''জ্ঞান যদি নাই থাকে এক কাজ করো, রাব্বি জিদনী ইলমা পড়ো।''
ঋকবেদের কোন এক অংশে পড়েছিলাম মহাপ্রভু নাকি নিজেও পড়তেন (!) তবে তিনি কি পড়তেন, লুঙ্গি না ধূতি তা ব্যাপক গবেষনা করেও উদ্ধার করতে পারি নি!!
লুঙ্গি পড়া হয় লজ্জা নিবারণের জন্য আর বই পড়া হয় লজ্জা কি তা জানার জন্য।
এক ভদ্রলোককে দেখেছিলাম তিনি দেদারছে জাফর ইকবাল স্যারকে গালি দিয়ে যাচ্ছেন। গালিতে জাফর স্যারের মেয়ের দৈহিক ও শারিরীক বর্ননা শুনে একটু এগিয়ে গিয়ে বললাম ভাই, আপনি কি জাফর স্যারকে চিনেন? কোন বই পড়েছেন? তিনি যেন আকাশ থেকে পড়লেন। জাফর স্যার যে একজন লেখক সেই বিষয়টিও তিনি জানেন না।
জিজ্ঞেস করলাম, ভাই আমার বন্ধু জালালকে চিনেন?
তিনি চোখ টানটান করে সিগারেটের ধোয়া ছাড়েন। ধোয়ার পর্দা ভেদ করে আমি তার মুখ নাড়ানোটা দেখলাম। না, তিনি আমার বন্ধু জালালকে চিনেন না।
জানতে চাইলাম, এখন বলুনতো জালাল ভালো ছেলে না খারাপ? তিনি এবার একটু রেগে গেলেন
: আরে মিয়া, কইলাম তো জালাল-টালাল চিনি না, যারে চিনি না তারে ভালো না খারাপ ক্যামুনে কমু?!!
তাহলে জাফর স্যারকে না চিনে, না জেনে তাঁকে খারাপ বলাটা কতটুকু যেৌক্তিক?
কোন এক কবি কোনকালে বলেছেন, 'কারো উপকার করতে না পারো, কখনো ক্ষতি করোনা।' আসলে কথাটা এমন বললেও ভালো শুনাতো, 'কারো প্রশংসা করতে না পারো, কখনো নিন্দা করোনা।'
একটি বিষয় সম্পর্কে না জেনেই তাকে যেমন স্বীকার করা যায় না ঠিক তেমনি অস্বীকারও করা যায় না। আর জানার শ্রেষ্ট মাধ্যম হচ্ছে বই।
বই হোক নিত্যসঙ্গী।
ফেবুতে চাইয়া দ্যাখেন
২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
দালাল০০৭০০৭ বলেছেন: ++++++
৩| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯
মোবারক হোসেন রুবেল বলেছেন: বেলা শেষে: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:১৯
বেলা শেষে বলেছেন: কুরানের প্রথম শব্দটাই 'ইকরা'। মানে 'পড়'। রীড বাই দ্যা নেম অব আল্লাহ হু ক্রিয়েটেড ইউ।
I like it to much, i like your writing style,
Respect & Salam to you....