নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রবাস জীবনের ছোট্ট কিছু অভিজ্ঞতা নিয়ে সাজানো আমার এই ব্লগ।

মোবারক হোসেন রুবেল

অগ্নিশিখা জ্বালিয়ে দা্উ দাউ দাউ করে জ্বলুক। অন্নগুলো কেড়ে নাও ক্ষুধার জালা বুঝুক।

মোবারক হোসেন রুবেল › বিস্তারিত পোস্টঃ

হোয়াট ইজ ব্লগ!!

২৪ শে মে, ২০১৫ দুপুর ১:৩৯

দুই ব্লগ বিশেষজ্ঞ কথা বলছিলেন, একজনের দাবী তিনি সূদুর ঢাকায় পাবলিক লাইব্রেরীতে অসংখ্য ব্লগ পড়েছেন তাই ব্লগ কি তাকে যেন তা বুঝানো না হয়। আরেকজনের দাবী, ব্লগ মানে লেখা, যা ইন্টারনেটে লেখা হয়। কেউ কারো দাবী মানতে নারাজ।

দ্বিতীয়জন সম্ভবত ব্লগ পড়েছেন কিংবা নিজেই ব্লগ লিখেন। আর প্রথমজনের দাবী দেখেই বুঝা যায়, তিনি সূদূর ঢাকা থেকে ব্লগীয় গিয়ানর্জন করে আসছেন। অতোএব ব্লগ কি ওনারে বুঝানোর ছেষ্টা করা বৃতা!!

প্রথম জন : ব্লগাররা তো লেখে টাকা পায়!
দ্বিতীয় জন : দূর মিয়া, ফাউল কথা কন ক্যান?

: আরো মিয়া আপনি আমার চে বেশী জানেন?
- কে কইছে টাকা দেয়?

: কইছে কইছে, অনেকেই কইছে, ইন্ডিয়া থেকে টাকা আসে, আমরিকা থেকে টাকা আসে। মাসে মাসে! আমরা জানি
- ভাইরে আমিও ব্লগ লিখি। আজ পর্যণ্ত একটা টাকাও কেউ দেয়নি।

আমি চুকের চশমাটা খুলে প্রথমজনকে বললাম, ভাই আসলেই ব্লগিং করলে টাকা পাওয়া যায়। প্রথমজন দ্বিতীয়জনকে ইশারা দিয়ে বললেন দেখছেন? কইছি না? দ্বিতীয় জন আমার দিকে চুক বড় বড় করে চাইলেন।

-হ্যা, ভাই ব্লগিং করলে টাকা পাওয়া যায়, আমি নিজেও ব্লগিং করি। মাসে মাসে টাকা পাই।

প্রথম জন দ্বিতীয়জনের প্রতি মুচকী হেসে আমার কাছে প্রশ্ন রাখিলেন, কত টাকা দেয় ভাই?
- এই যেমন ধরেন, প্রতি মাসে ৮/১০ লাখ!!

দ্বিতীয় জন এইবার আমার দিকে চাহিয়া একটু মুচকী হাসলেন। প্রথমজন ক্ষ্যাপলেন, ভাই কি ফাইজলামী করেন?

- ফাইজলামী না রে ভাই, আপনি দাবী করছেন আর আমি স্বীকার গেছি মাত্র। ঐ যে, পাচ তলা বাড়িটা দেখছেন, ঐটা আমার, ঢাকায় তিনটা দশ তলা বিল্ডিং করছি, ভাবছি মালয়ে একটা ব্লগিং হাউজ খুলবো। টেকার কুনু শেষ নাই।

প্রথম জন আর কোন কথা না পেয়ে কহিলেন, ওহ আপনি তাইলে নাস্তিক। কেমনে বুঝলেন? কহিলেন, ব্লগার মানেই নাস্তিক!!

আজকাল নাস্তিক এবং ব্লগার দুটো শব্দকে গিয়ানী সমাজে খুব করে সমার্থক বলৈ ধরে নেওয়া হচ্ছে। আসলেই কি তাই?

আমাদের ধর্মীয় সংক্রান্ত কোন দরকারে গুগুলে সার্চ দিলেই অনেক তথ্য পেয়ে যাই। কি চান আপনি? কুরান? হাদিস? এইসব তথ্যা কারা রাখে? ফেরেশতা? যারা রাখে তারাও কি ব্লগার নন? ফারাবীওতো একজন ব্লগার, মালালাওতো একজন ব্লগার, তারাও কি নাস্তিক??

ফেবু লিংক

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৩:০০

বাংলার দামাল সন্তান বলেছেন: আজ কাল দেখি ফেসবুকে অনেকে নামের আগে ব্লগার ব্যবহার করে, কোন এক ফেসবুক ব্লগারকে প্রশ্ন করেছিলাম আপনি কোন ব্লগে কি নামে লিখেন, জবাবে বলল আমি ফেসবুকের ব্লগার!

২| ২৪ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৫

জেন রসি বলেছেন: ব্লগ দিয়া ইন্টারনেট চালায়। ;)

৩| ২৪ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:২২

রিকি বলেছেন: প্রতি মাসে ৮/১০ লাখ টাকা ব্লগ লিখে পাওয়া যায়----!!!!!! :-* :-* :-* :-* :-* ভাই প্রথম জনের মত গোব্দুল জনগণরে পাইলে আমাদের সবার হয়ে একটা পেঁপে গিফট করে দিয়েন তো---- মেলা পেঁপে পাবে ১ টা পেঁপে থেকে যদি কাজে লাগায় !!! ;) আমাদের সামুতে একটিভ ব্লগার আছে ১০০০০ এর উপরে--- তাহলে যদি মাথাপিছু ৮ লাখ টাকা করেই ধরি-- তাহলে আমাদের সবার বার্ষিক ইনকাম তো কার্লোস স্লিম হেলুকে ছাড়ায় যায় !!!!! :D :D :D :D :D :D আহা বাতাসে ভাসছি B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.