নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পাদক, www.priyobarisal.com , প্রিয় বরিশাল ডট কম।

সোহেল ওয়াদুদ

কঠোর পরিশ্রম করতে ভালবাসি, নম্র থাকি নম্রতা পছন্দ করি, সুখ ছড়িয়ে দিতে ভাল লাগে, যা হবার তা হবেই হবে চেষ্টার ত্রুটি কেন রবে, BG: A+(ve)

সোহেল ওয়াদুদ › বিস্তারিত পোস্টঃ

ঢাকায় ভ্রমণ সময় অনেক সতর্ক থাকা প্রয়োজন

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:১১


আমি সহ দুজন সিনিয়র নেতার সাথে গত ২২ শে জুন রাতে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন)  থেকে প্রাইভেট কারে হোটেলে ফিরছিলাম। কাওরান বাজার গাড়িটি আসার পর জানালা দিয়ে ‘টানা পার্টি’(ছিনতাই চক্র) চিলের মতো ছোঁ মেরে আমার মোবাইল ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। মোবাইলে আমি মনোযোগ দিয়ে  নিউজ করতে ছিলাম মোবাইলটি পাওয়ার ব্যাঙ্কে চার্জে অবস্থায় আমার হাতে ছিল।

ঢাকায় ভ্রমণ সময় অনেক সতর্ক থাকা প্রয়োজন। গাড়ীতে কখনও গ্লাস খোলা রাখা উচিত না। গ্লাস খোলা রাখা মোটেও নিরাপদ না।’



চলন্ত প্রাইভেট কার বা মোটরসাইকেল কিংবা রিক্সা থেকে লোকজনের ব্যাগ, মোবাইল ফোন ইত্যাদি ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রতিনিয়তই ঘটছে। এই ছিনতাইকারীদের একটা নামও ইতিমধ্যে চালু হয়েছে: ‘টানা পার্টি’। পুলিশ কর্তৃপক্ষ এই টানা পার্টির সদস্যদের সম্পর্কে অবগত আছে। কিন্তু তারপরও এদের দৌরাত্ম্য কমেছে না।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২২

রাকু হাসান বলেছেন: এই রকম ঘটনার প্রত্যক্ষ দেখেছি...কানের দুল টেনে ছিঁয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ..যদিও ব্যর্থ হয়েছিল ..

২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৩

কাওসার চৌধুরী বলেছেন: নেতাদের যদি এই অবস্থা হয়; তাহলে পাবলিকের কি অবস্থা হবে? ভাবতেই গা শিউরে উঠে!! ধূর এত্তো ভাবছি ক্যান, মুই ঢাকায় কোনদিন যামু না।

০২ রা জুলাই, ২০১৮ ভোর ৪:৩৩

সোহেল ওয়াদুদ বলেছেন: গাড়ীতে কি নেতা লেখা ছিল?

৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৯

সিগন্যাস বলেছেন: আহা মোবাইল নেওয়ার পরে আপনি কি করলেন?

০২ রা জুলাই, ২০১৮ ভোর ৪:৩১

সোহেল ওয়াদুদ বলেছেন: হাসাহাসি করছি...পরে ৯৯৯ ফোন করলাম

৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৫

আবু তালেব শেখ বলেছেন: তাহলে আপনারা কি জনগনের জানমাল রক্ষায় ব্যর্থ? আপনার পজিশনের মত ব্যক্তি যদি এরকম বাজে ভাবে ফাসে, তাহলে আমাদের কি অবস্হা হবে?

৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি ঢাকা শহরে চলাচলের সময় খালিহাতে চলাফেরা করি, এবং আমার কোন মোবাইল ফোন নেই।

৬| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: তাদের চাকরি দেন। তাহলে চুরী ছিনতাই করবে না। মানুষ খারাপ কাজ কি শখ করে?

৭| ৩০ শে জুন, ২০১৮ রাত ১০:২৪

নীল মনি বলেছেন: একবার এমন অভিজ্ঞতায় পড়েছিলাম।

৮| ০১ লা জুলাই, ২০১৮ রাত ১২:২৫

অর্থনীতিবিদ বলেছেন: পুলিশ চাইলে এসব টানা পার্টির তৎপরতা খুব সহজেই বন্ধ করতে পারে। কিন্তু করবে না। এদের পিছনে বড় বড় গড ফাদাররা আছে। আর গড ফাদারদের সাথে আছে রাজনৈতিক নেতারা। তাই এদের তৎপরতা বন্ধ হয় না। আর ভুক্তভোগী হয় সাধারণ জনগণ মানে আমি, আপনি, আমরা সবাই।

৯| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:১৭

নতুন বলেছেন: ঐ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করুন... তারা খুজে দিতে পারবে। :)

১০| ০২ রা জুলাই, ২০১৮ সকাল ৭:৫১

নিশি মানব বলেছেন: [sbঅর্থনীতিবিদ বলেছেন: পুলিশ চাইলে এসব টানা পার্টির তৎপরতা খুব সহজেই বন্ধ করতে পারে। কিন্তু করবে না। এদের পিছনে বড় বড় গড ফাদাররা আছে। আর গড ফাদারদের সাথে আছে রাজনৈতিক নেতারা। তাই এদের তৎপরতা বন্ধ হয় না। আর ভুক্তভোগী হয় সাধারণ জনগণ মানে আমি, আপনি, আমরা সবাই।[/sb

এখানে নেতার কথা আসছে। আর আপনিও নেতা মানুষ। নেতাদের সাথে আপনার উঠাবসা। তাই পারলে নেতাদের বলিয়েন এসব বন্ধ করার চেষ্টা করতে।

১১| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২১

অর্থনীতিবিদ বলেছেন: নিশি মানব বলেছেন: এখানে নেতার কথা আসছে। আর আপনিও নেতা মানুষ। নেতাদের সাথে আপনার উঠাবসা। তাই পারলে নেতাদের বলিয়েন এসব বন্ধ করার চেষ্টা করতে।

আমি নেতা মানুষ নই। কোনোদিন নেতাদের সাথে উঠাবসাও করিনি। আমি সাধারণ জনতার একজন। আর নেতারা সাধারণ জনতার কথা কখনো শোনে না।

১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১

নীল আকাশ বলেছেন: ভালো একটা বিষয়ে লিখেছেন। আমিও একই বিপদে পড়েছিলাম। চিটাগাং এর চাক্তাই এলাকায় রাতে মিনিবাসে করে বাসায় ফিরছি । জানলা খোলা ছিল আর হাতে মোবাইল । সারা দিন জার্নি করে ঢাকা থেকে ফিরে আসছিলাম। হালকা হালকা ঘুম চোখে । হটাত হাতে হ্যাচকা টান দেখে তাকিয়ে দেখি একটা ১৪-১৫ বছরের ছেলে আমার মোবাইল দৌড় দিয়েছে। আমি চিৎকার দিলাম.......রাস্তায় সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ ধরে না। দেশ টা একেবারে পঁচে গেছে.....। সবাই স্বার্থপর।
ভালো থাকুন, সব সময়।
আমার ব্লগে পড়ার জন্য আমন্ত্রন দিয়ে গেলাম।

১৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

শায়মা বলেছেন: হা হা প্রথম লাইনে নেতা কথাটা পড়ে হাসছিলাম ভাইয়া। তারপর কমেন্টে সবার নেতা নেতা শুনে আরও হাসলাম!

আমার হাসাহাসি দেখে বা পড়ে তোমার অবশ্য পিত্তি জ্বলে যেতে পারে ভাইয়ামনি!

কিন্তু এইভাবে লিখলে সবাই লেখা অবশ্যই পড়বে তবে হাসবে অথবা কাঁশবে।

এইখানে হয়তো সরল মনে লিখে ফেলেছো আমিসহ দুজন নেতা কিন্তু কথাটা একটু হামবড়ামী টাইপ হয়ে গেছে যা যেখানেই খাটুক ব্লগে খাঁটে না ভাইয়া!


কাজেই নেতা সাবধান স্যরি সাধু সাবধান!

তবে টপিক ইজ রিয়েলী গুড!

আরও তবে হলো সাবধানী মানুষেরা এই রকম বেক্কলের মত মানে ছবিটার বেক্কলের মত আক্কলহীনভাবে রিক্সায় বসে মোবাইলে বুঁদ হয় না! :P

দেখলে না চাঁদগাজী ভাইয়া কত্ত সাবধান মোবাইলই ইউজ করে না। আমিও করি না ! :)

মানে ড্রাইভার ডেকেই ব্যগে ফোন ভরে ফেলি!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.