![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.
বরিশাল সিটির নগরপিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ আমরাই গড়বো আগামীর বরিশাল ক্লিন সিটি গড়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। তাঁর এই সাফল্যের পেছনের কারিগর হচ্ছেন এক ঝাঁক পরিচ্ছন্ন কর্মী।
যারা রাত জেগে নগরীর ৩০ ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করে যাচ্ছেন। আর নির্ঘুম এই শ্রমিকদের ঘামে পরিচ্ছন্ন নগর উপভোগ করতে পারছি আমরা নগরবাসী।
নগরীর বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, হাতে ঝাড়ু নিয়ে হেঁটে-হেঁটে সড়কে ঝাড়ু দিচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। ময়লাগুলো টিনের বক্সে করে তুলে নিয়ে ফেলছেন আবর্জনা বহনকারী গাড়িতে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন সড়কে দেখা মিলেছে বরিশাল সিটি করপোরেশনের এমন এক ঝাঁক পরিচ্ছন্ন কর্মীর। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করে আমাদের উপহার দেন তারা পরিচ্ছন্ন নগরী।
২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৫:০১
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: , ২০২০ ভোর ৪:৩২০
নেওয়াজ আলি আপনাকে ধন্যবাদ
২| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রাচ্যের প্রাচ্যের ভেনিস বরিশাল আমার গর্ব।
নগর পিতাকে শুভেচ্ছা ও নগরবাসীদের জন্য
শুভকামনা।
৩| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:১৯
রাসেল বলেছেন: Good news. Others may follow this.
৪| ২৯ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৪৬
রাজীব নুর বলেছেন: ৫/৬ বছর আগে একবার আমি বরিশাল গিয়েছিলাম।
বরিশাল গিয়ে আমি মুগ্ধ। শহর খুব পরিস্কার পরিচ্ছন্ন।
৫| ২৯ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:১৮
যাযাবর চখা বলেছেন: মেয়রের জন্য শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৩২
নেওয়াজ আলি বলেছেন: Good