নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোর পরিশ্রম করতে ভালবাসি, নম্র থাকি নম্রতা পছন্দ করি, সুখ ছড়িয়ে দিতে ভাল লাগে, যা হবার তা হবেই হবে চেষ্টার ত্রুটি কেন রবে, BG: A+(ve)
করোনা ভাইরাসের সংক্রমনের সর্বোচ্চ পর্যায়ে দোকান খোলা রাখা ও মার্কেটে গিয়ে ঈদ কেনাকাটা কে আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলছেন কর্তৃপক্ষ প্রশাসন কারো পক্ষে ক্রেতাদের শারীরিক কিংবা সামাজিক কোনো দূরত্বই তৈরি করা সম্ভব নয় তবে দোকান মালিক সমিতির বক্তব্য মাঝারি দোকানদারদের সামনে আর কোন পথ খোলা নেই । অন্যদিকে বাস্তবতায় ক্রেতা ও বিক্রেতা দু'পক্ষকে অনলাইন প্লাটফর্ম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা |
বিস্তারিত দেখতে ভিডিও দেখতে পারেন
Join us on facebook:
Sohel Molla Facebook
Sohe Molla Page
Priyo Barishal Page
Follow us on twitter
Follow us on Instagram
যোগাযোগ :
Email: [email protected]
২| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: শুধু বরিশাল না সব জেলার একই অবস্থা।
৩| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষের হাতে টাকা আছে। তারপর আবার করোনার নতুন টাকা দেবে সরকার। কেনাকাটার ধুম তো পড়বেই।
৪| ১৮ ই মে, ২০২০ রাত ৮:০৩
নেওয়াজ আলি বলেছেন: লকডাউন তুলেই বরবাদ করেছে । যার কারণে সারা দেশের গ্রামে ঢুকে পড়ছে করোনা
৫| ১৮ ই মে, ২০২০ রাত ৯:০০
আহমেদ জী এস বলেছেন: সোহেল মোল্লা,
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, জীবন আর জীবিকার প্রশ্নে আপোষ করতেই হচ্ছে। অপ্রতুল সম্পদ নিয়ে একটি দেশের এছাড়া আর করার থাকেও না কিছু। শুধু মানুষজন যদি একটুখানি সচেতন হতে পারতো।
কেন, দোকান পাট খোলা আছে ভালো, মানুষজন কি নিজেরাই তিনফুট দুরত্ব বজায় রেখে, মাস্ক পড়ে কেনা কাটা করতে পারেনা? না হয় লাইনে দাঁড়ালে সময় বেশীই লাগবে! এই সাধারণ জ্ঞানটুকুও কেন মানুষজনের নেই ????? দিন রাত চব্বিশ ঘন্টা শারীরিক দুরত্ব বজায় রাখার এতো এতো প্রচারণা তার পরেও কি এই মানুষগুলোর হুশ হবেনা ???? নাকি প্রশাসনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হুশ ফেরানোর কাজটিও করতে হবে ?????????
সত্যিই , কি বিচিত্র এই মানুষগুলো!!!!!!!
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০২০ বিকাল ৩:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ঈদ বাজার মনে হয় জমে উঠেছে।