নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Online ournalist | | Contractor | | Land Buyer/ Seller | It Expert | Organizer | Content Creator | Graphics Designer | Blogger | BG: A+(ve)| Founder of Priyo Barishal News Portal www.priyobarishal.com

ওয়াদুদ সোহেল মোল্লা

Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.

ওয়াদুদ সোহেল মোল্লা › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ব্লগারদের পরামর্শ চাই

২২ শে মে, ২০২০ ভোর ৫:১৭


আসসালামু আলাইকুম
সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন। আমি সামহয়্যার ইন ব্লগ-এর সাথে যুক্ত ২০১৩ সাল থেকে। তখন তেমন ভালো ব্লগ বুঝতাম না। যার কারণে আমার ব্লগের ইউজার নেইম জায়গায় মোবাইল নাম্বার দিয়েছিলাম । যারকারনে ব্লগে কোন লেখা শেয়ার দিলে মোবাইল নাম্বারটি প্রকাশিত হয়। যেটা আমার জন্য খুব বিরক্তিকর। তাই প্রিয় দক্ষ ব্লগারদের কাছে অনুরোধ কিভাবে ইউজার নাম পরিবর্তন করা যায় কারো জানা থাকলে আমাকে পরামর্শ দিয়ে উপকার করবেন আমি কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২০ ভোর ৫:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার কথামত কোথাও ফোন নম্বর দেখলাম না,
.............................................................................
আপনার ব্লগ নাম : সোহেল মোল্লা দেখছি , অতএব
আরও সতর্ক থাকুন, করোনা থেকে নাহলে,
দারোয়ান হিসাবে মানসম্মান এর পাহাড়ায় ভুল হলে
এবেলায় চাকুরীটা যাবে ।

২২ শে মে, ২০২০ ভোর ৫:৪৭

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আপনার প্রোফাইলে কি ইউজার নেম শো করে

২২ শে মে, ২০২০ ভোর ৫:৫২

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: somewhereinblog.net/blog/01722558491

২| ২২ শে মে, ২০২০ ভোর ৫:৩০

নেওয়াজ আলি বলেছেন: সোহেল মোল্লা সুন্দর নাম। মোল্লা কি ?

২২ শে মে, ২০২০ ভোর ৫:৪৮

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: অলি দাদা বুঝতে পারিনি

৩| ২২ শে মে, ২০২০ ভোর ৫:৫৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রোফাইলে আমার (স্বপ্নের শঙ্খচিল) এই নামটাই
দেখায় ।

২২ শে মে, ২০২০ ভোর ৬:০২

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল প্রোফাইল লিংক কপি করে দেখেন

৪| ২২ শে মে, ২০২০ ভোর ৬:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার প্রোফাইলে কোন মোবাইল নাম্বারই নাই ।
কোন লিংক থেকে দেখা যায় না ।

২২ শে মে, ২০২০ ভোর ৬:৩৯

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: স্বপ্নের শঙ্খচিল আমার আমার প্রোফাইলে কোন ফোন নাম্বার নাই কিন্তু আমার ইউজার নাম জায়গায় নাম না লিখে মোবাইল নম্বর দেয়া যেমন আমার ফেসবুক প্রোফাইল ইউজার নাম সোহেল মোল্লা বিএসএল তেমনি ব্লগ ইউজার নাম জায়গায় মোবাইল নাম্বার ধন্যবাদ

৫| ২২ শে মে, ২০২০ সকাল ৭:২৩

সোহানী বলেছেন: হাঁ, আপনার ইউজার নেইম আপনার ফোন নাম্বার। ইউজান নেইম চেইন্জ অপশান আছ কিনা জানা নেই তবে আপনি হেল্প এ যেয়ে কমপ্লেইন জানান। সমাধান পেলেও পেতে পারেন।

৬| ২২ শে মে, ২০২০ সকাল ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগারদের সমস্যা আপা ঠিক করে দেবেন, চিন্তার কারণ নেই।

৭| ২২ শে মে, ২০২০ সকাল ৮:৩৪

সামু পাগলা০০৭ বলেছেন: ব্লগের "সাধারণ প্রশ্ন উত্তর" সেকশনে আপনার সমস্যাটি নিয়ে বলা হয়েছে।



বেসিক্যালি সামু কর্তৃপক্ষকে ইমেইল করে জানাতে হবে। সার্চ বারের পাশে, "সহযোগিতা" বলে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করলে অনেকগুলো অপশনের মধ্যে "আপনার সমস্যা জানান" অপশনটিতে সবকিছু ডিটেইলে লিখুন। যদি সেখানে সেন্ড করতে কোন সমস্যা হয় তবে [email protected] এডরেসে ইমেইল করুন। সেভাবে ইমেইল করলে নিজের ব্লগ ইউআরএল এড করতে ভুলবেন না।

আশা করছি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। ভালো থাকুন।

৮| ২২ শে মে, ২০২০ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.