নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Founder : Priyo Barisal

সোহেল ওয়াদুদ

কঠোর পরিশ্রম করতে ভালবাসি, নম্র থাকি নম্রতা পছন্দ করি, সুখ ছড়িয়ে দিতে ভাল লাগে, যা হবার তা হবেই হবে চেষ্টার ত্রুটি কেন রবে, BG: A+(ve)

সোহেল ওয়াদুদ › বিস্তারিত পোস্টঃ

বরিশালের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক

০১ লা জুন, ২০২০ সন্ধ্যা ৭:১২



বরিশালের সবচেয়ে দৃষ্টিনন্দন রাজা রায় বাহাদুর সড়ক । সুন্দর, পরিচ্ছন্ন, সাজানো গোছানো এই সৌন্দর্যে ভরপুর সড়কটি।

হয়তো শৈশবে বেশি দেখেছেন খেজুর গাছে উজ্জ্বল হলুদ বর্ণের খেজুর। এখন সেই শৈশব যারা বড্ড মিস করেন তারা গিয়ে দেখতে পারের বরিশাল জিলা স্কুলের মোড়ের রাজা রায় বাহাদুর সড়কটিতে রয়েছে এমন দৃশ্য।

এছাড়া সেখানে ফুটেছে কৃষ্ণচূড়া সেজেছে প্রকৃতি তাও দেখতে পাবেন।

ভিডিও দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে

Sohel Molla
1st Joint General Secretary, Bangladesh Awami League, 25 No Ward, Barishal Metropolitan

Facebook Page:

Facebook Profile:

Instagram Profile :

Twitter Profile:

LinkedIn Profile:

Email: [email protected]

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ৮:১৩

মুজিব রহমান বলেছেন: বরিশাল শহরে আমি অনেকবার গিয়েছি। গত বছর গিয়েও পরিচ্ছন্ন মনে হয়েছে। পুকুরগুলো রক্ষা করা হয়েছে দেখে ভাল লেগেছে।

০১ লা জুন, ২০২০ রাত ১০:৩০

সোহেল ওয়াদুদ বলেছেন: মুজিব রহমান ভাইয়া আমাদের বরিশালে আপনাকে আবারও আমন্ত্রণ রইল। এখনও পরিচ্ছন্ন আছে। পুকুর সাথে খাল রক্ষা হয়ে। ধন্যবা।

২| ০১ লা জুন, ২০২০ রাত ৮:২৩

আহমেদ জী এস বলেছেন: সোহেল মোল্লা,




ঐ রাস্তাটা আজ থেকেই দৃষ্টি নন্দন শুধু নয়, গত কয়েক যুগ থেকেই তন্বী-শ্যামা হিসেবেই ছিলো। নাম ছিলো "বেল'স পার্ক রোড"।
ঐ রোডে শৈশব যৌবনের কতো যে পায়ের চিহ্ন আঁকা আছে !

০১ লা জুন, ২০২০ রাত ১০:৩১

সোহেল ওয়াদুদ বলেছেন: আহমেদ জী এস ভাই, জ্বী সঠিক বলছেন। ধন্যবাদ

৩| ০১ লা জুন, ২০২০ রাত ৮:৪৪

রাজীব নুর বলেছেন: বরিশাল শহর টা আসলেই অনেক সুন্দর। আমি প্রথম বার গিয়ে খুব অবাক হয়েছিলাম।

০১ লা জুন, ২০২০ রাত ১০:৩৩

সোহেল ওয়াদুদ বলেছেন: প্রিয় রাজীব নূর ভাই, ধন্যবাদ মোদের শহরের প্রশংসা করার জন্য। দ্বিতীয় বার আসার জন্য আমন্ত্রণ রইল।

৪| ০১ লা জুন, ২০২০ রাত ১০:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রাচ্যের ভেনিস খ্যাত
ধান নদী খালের আমার
প্রিয় শহর বরিশাল

৫| ০১ লা জুন, ২০২০ রাত ১১:৩৩

শের শায়রী বলেছেন: আমি কিন্তু বরিশালের ছেলে। রাজা রায় বাহাদুর রোডে সে অনেক অনেক আগে আমার বন্ধুর বাবা বি আই ডব্লিউ টি সি তে চাকুরী করার সুবাদে ওখানে বাসা ছিল। সে বাসায় যাতায়াত ছিল। এই তো ডিসেম্বরে ঘুরে আসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.