নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Online ournalist | | Contractor | | Land Buyer/ Seller | It Expert | Organizer | Content Creator | Graphics Designer | Blogger | BG: A+(ve)| Founder of Priyo Barishal News Portal www.priyobarishal.com

ওয়াদুদ সোহেল মোল্লা

Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.

ওয়াদুদ সোহেল মোল্লা › বিস্তারিত পোস্টঃ

কীর্তনখোলা নদীতে ভেসাল জাল দিয়ে মাছ ধরা

০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:১০


আবহমান বাংলার রূপের মধ্যে ভেসাল জাল দিয়ে মাছ শিকারের দৃশ্যটি বেশ চিরচেনা। তবে সময়ের পালা বদলে এ ভেসাল জালে মাছ শিকারের দৃশ্য এখন সর্বত্র চোখে পড়ে না। ‘ভেসাল জাল’ বইয়ের ভাষা হলেও স্থানীয়ভাবে এটি ‘বেয়াল জাল’ নামে মানুষের কাছে অধিক পরিচিত। বিশেষত, গ্রামের নদী ও খাল-বিলে এ জাল দিয়ে মাছ শিকারের দৃশ্য চোখে পড়ে। তবে সচরাচর নয়। বলতে গেলে এটি যেন অনেকটা বিলুপ্তির দুয়ারে এসে ঠেকেছে।

ভেসাল জাল ব্যবহারের মাধ্যমে একজন জেলে খুব সহজে মাছ শিকার করতে পারেন। এর থলি বেশ বড়। জালের সামনের প্রান্ত নগী বা খাল-বিলের পানির গভীর ছুঁয়ে মাছকে থলিতে বন্দি করে। তখন জেলে দু’হাত দিয়ে জালে ঢুকে পড়া মাছগুলোকে ঝাঁকাতে ঝাঁকাতে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন। যার কারণে এ জালকে মাছ ধরার বিশেষ ফাঁদ হিসেবেও বিবেচনা করা হয়।

মাছ শিকারের দারুণ এ কৌশল বেশি চোখে পড়বে উপকূলবর্তী এলাকা এবং গ্রামাঞ্চলে। তবে উপকূলবর্তী এলাকায় জলবায়ুর পরিবর্তনে সৃষ্ট নদীভাঙনের কারণে এবং বহু খাল হারিয়ে গেছে। যার কারণে ভেসাল জাল দিয়ে মাছ ধরার সংখ্যাটাও দিনে দিনে কমে যাচ্ছে।


ভেসাল জাল দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয়। যেমন চিংড়ি, টেংরা, লইট্টা, পুঁটি, বাইলা, বাইমসহ নানান প্রজাতির মাছ।

ভেসাল জালে মাছ ধরার মাধ্যমে অনেক জেলের জীবনে পরিবর্তনের ছোঁয়াও লেগেছে। সংসারে মাছের চাহিদা পূরণের পরেও ভেসালে ধরা পড়া মাছ স্থানীয় বাজারে বিক্রি করেন তারা।

নদীতে ও খালে সাধারণত জোয়ারের পর ভাটা পড়লে ভেসাল জাল পাতেন জেলেরা। এতে কম স্রোতে নদীর দিকে ফিরে যাওয়া মাছ জেলেদের জালে আটকা পড়ে। তবে ছোট মাছ ছাড়াও জেলেরা মাঝে মাঝে বড় বড় মাছও পেয়ে থাকে ভেসাল পেতে। যা গ্রাম-বাংলার অপরূপ গল্পের সাথে আমাদের পরিচয় করিযে দেয়।
স্থান :
কীর্তনখোলা নদী বিসিসি ২৬ নং ওয়ার্ড কালিজিরা বাজার সংলগ্ন উত্তর জাগুয়া।

ভিডিও দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে

Sohel Molla
1st Joint General Secretary, Bangladesh Awami League, 25 No Ward, Barishal Metropolitan

Facebook Page:

Facebook Profile:

Twitter Profile:

LinkedIn Profile:

Email: [email protected]

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৮

সুপারডুপার বলেছেন:



আপনার পোস্ট দেখে চাইম ব্যান্ডের 'কীর্তনখোলা নদী আমার ' গানটি মনে পড়লো :

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪২

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: অসাধারণ গানটির কথা মনে ছিল না। ভিডিও সাথে গানটি যুক্ত করা হলে মনে হয় আরও ভাল হতো ধন্যবা!

২| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


মাছ ধরার ভিডিও দেখলাম; ৩ জন মানুষ কাজ করছেন, ১ বার জাল ফেললেন, কিছু পাওয়া যায়নি; কীর্তন খোলায় কি মাছে একেবারেই নেই?

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৩

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: জ্বি মাছ দেখতে পাড়লে আমার ভাল লাগতো!

৩| ০৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কি চাকুরী করেন, কোন পেশা আছে, নাকি ক্যাডার?

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৫

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: চাকুরী করি না, ব্যাবসা করি, আমি বিসিএস ক্যাডার না

৪| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: কীর্তন খোলায় মাছ ধরি নি। তবে সন্ধ্যা নদীতে মাছ ধরেছি।

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৬

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: আমি বেস কয়েক বার মাছ ধরেছি ঝাকি জাল দিয়ে

৫| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: সোহেল মোল্লা,




সাথের লিংকে দেয়া আপনার ভিডিওর ক্যামেরার জালে একঝাঁক লাফানো মাছের দেখা মিললে ভালো লাগতো। শিরোনামের সাথে মিল খেত।

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৭

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: আমারও ভাল লাগতো

৬| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সোহেল মোল্লা চমৎকার। মাছ ধরা বিষয় টি খুব আকর্ষণীয় আমার কাছে।

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৮

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: ধন্যবাদ! জ্বি ভাইয়া

৭| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের মতো এসব নদীতে এখন আর
তেমন মাছ পাওয়া যায়না।

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৮

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: সঠিক

৮| ০৭ ই জুন, ২০২০ রাত ১২:১৪

নেওয়াজ আলি বলেছেন: চোরকে চোর বলা মহা অন্যায় দেশে

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৮

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: কেনো?

৯| ০৭ ই জুন, ২০২০ রাত ১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আলি ভাই নাস্তিককে নাস্তিকও বলা যায়না!ী!

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৯

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: ?

১০| ০৭ ই জুন, ২০২০ রাত ২:০৩

রিফাত হোসেন বলেছেন: সুন্দর হয়েছে, ১ম যৌথ সাধারণ সহকারী সাহেব।

০৭ ই জুন, ২০২০ রাত ২:৪৯

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন:

১১| ০৭ ই জুন, ২০২০ রাত ২:০৬

রিফাত হোসেন বলেছেন: পদটা মনে হয় ১ম যৌথ সাধারণ সম্পাদক এর হবে। :) এরকম ভিডিও আরও দিবেন আশা করছি, এতে আমাদের ব্লগ সমৃদ্ধ হবে!

১২| ০৭ ই জুন, ২০২০ রাত ২:৫০

ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.