![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.
খালেদ মুহিউদ্দীন, গোলাম মাওলা রনি পিনাকী ভট্টাচার্য আলোচিত কন্টোভার্সি অনলাইন অ্যাক্টিভিস্ট। এদের কাজ কন্টোভার্সি কন্টেন্ট তৈরি করা আর আলোচনায় থাকা।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: আপনার এমটা কেন মনে হইল???
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যে যার দৃষ্টি ভঙ্গি ধারন করে
সে তার বক্তব্য দিয়ে যাবে ।
.............................................................
কিন্ত রাজনীতি আর দেশ চালানো এক কথা নয় ।
আবেগ আর অনভিজ্ঞতা দিয়ে জনগন থামায়ে
রাখা যাবে না ।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০২
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: সঠিক
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৪
এক্সম্যান বলেছেন: খালেদ মহিউদ্দিন অনলাইন একটিভিষ্ট? আগে জানা ছিল না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৫
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: তার কন্টেন্ট কোথায় পাবলিশ হয়?
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৮
প্রহররাজা বলেছেন: বিভিন্ন দেশে এরা রিফিউজি হিসেবে আছে, কন্ট্রোভার্সি এদের ভিসা স্ট্যাটাস বজায় রাখতে সাহায্য করে
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৩৫
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: জ্বি ঠিক বলছেন
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০১
এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: তার কন্টেন্ট কোথায় পাবলিশ হয়?
অনলাইনে কন্টেন্ট পাবলিশ হলেই যদি অনলাইন একটিভিষ্ট হয় তাহলে সেই হিসেবেতো যারা খবর পড়ে, নাটকে অভিনয় করে তারাও অনলাইন একটিভিষ্ট। কি বলেন?
ওনাকে আমি একজন বিখ্যাত সাংবাদিক হিসেবেই চিনি। উনি বাশ দেয়ার সময় লীগ-বিম্পি-জামাত দেখেনা। লীগ অবস্য তারে একটু বেশি অপছন্দ করে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: আমি সেই টাই বলছি
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:০০
কামাল১৮ বলেছেন: দুই জনারই প্রচুর পড়াশুনা আছে।রনি মনে হয় দেশেই আছে।পিনাকি ফ্রান্সে।ফ্রান্সের নাগরিক হলে পুরো ইউরোপেই তার যাতায়াত আছে।একটা ভালো চাকরিও করে।রনির চেয়ে পিনাকির উপস্থাপনা ভালো পিনাকিদের নেতৃত্বেই শাহবাগ আন্দোলন গড়ে উঠে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: হ্যা
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: খালেদ মহিউদ্দিন সম্পর্কে কিছু লিখার আগে আরেকটু পড়াশোনা করে নিয়েন। কারো সম্পর্কে না জেনে লিখাটা নিজের দীনতা প্রকাশ করে।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৬
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: কেনো সেকি ওহি?
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৬
অপু তানভীর বলেছেন: খালেদ মহিউদ্দিন সম্পর্কে আপনার ধারণা কমই মনে হচ্ছে । পোস্টারটিও সম্ভবত কোন থার্ডক্লাস ফেসবুক পেইজ থেকে টুকে নেওয়া ।
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৭
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: কিভাবে বুঝলেন???
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার তিনজনই খুবই মেধাবী তারমধ্যে খালেদ মহিউদ্দিন তুখোড়, অসম্ভব তুখোড়। বিতর্কে জ্ঞানে খালেদ মহিউদ্দিনের ধারে দাড়াতেই পারবেননা
২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮
ওয়াদুদ সোহেল মোল্লা বলেছেন: হ্যা! অসম্ভব মেধাবী।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৪
আমি সাজিদ বলেছেন: আপনার সাথে আদর্শিক মিল নেই বলে অপছন্দ করেন?