নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Online ournalist | | Contractor | | Land Buyer/ Seller | It Expert | Organizer | Content Creator | Graphics Designer | Blogger | BG: A+(ve)| Founder of Priyo Barishal News Portal www.priyobarishal.com

ওয়াদুদ সোহেল মোল্লা

Online Journalist, Contractor, Land Buyer/ Seller, It Expert, Organizer, Content Creator, Graphics Designer, Blogger, BG: A+(ve), Founder-Priyo Barishal News Portal.

ওয়াদুদ সোহেল মোল্লা › বিস্তারিত পোস্টঃ

সম্মান থেকে হয়রানি: ২০১৮ থেকে আজ পর্যন্ত এক দীর্ঘ লড়াই

২১ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৬:২৪

আমাকে দোষী ভাবুন—তাতে আমার কোনো আপত্তি নেই।
কিন্তু একবার কি ভেবে দেখেছেন, আমার ওপর দিয়ে কী গেছে?
২০১৮ সালে বাস মালিক সমিতিতে একটি ছোট্ট দায়িত্ব পেয়েছিলাম। দায়িত্বটি খুব বড় কিছু ছিল না, তবে তা ছিল সম্মানের। সময়ের ব্যবধানে সেই দায়িত্ব কেড়ে নেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় সম্মানটুকুও। সে সময় দায়ের করা একটি মামলা আজও আমার পিছু ছাড়েনি—এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে।
এরপরও কি সবকিছু থেমে গেছে?
না।
২০২৪ সালের ৫ আগস্টের পর একে একে তিনটি মিথ্যা মামলা। আটক হলাম, জেলও খাটলাম। তাতেও কি কারও মনের ক্ষোভ কমেনি—এই প্রশ্নটাই আজ আমাকে তাড়িয়ে বেড়ায়।
আজ আমার কোনো পদ নেই, কোনো ক্ষমতা নেই। তবুও কেন আমাকে এত বড় করে দেখা হচ্ছে? কেন বারবার আমি লক্ষ্যবস্তু হচ্ছি?
আমি বুঝতে পারছি।
মানুষ আমাকে কেন পছন্দ করে, কেন স্নেহ করে—সেটাই হয়তো কারও কারও সহ্য হচ্ছে না। কিন্তু ভালোবাসা বা গ্রহণযোগ্যতা জোর করে পাওয়া যায় না। এগুলো অর্জন করে নিতে হয়।
সবকিছুর পরও আমার কোনো অভিযোগ নেই, নেই কোনো অভিশাপ।
সবার জন্য শুধু একটাই কামনা—
সুস্থ দেহ, প্রশান্ত মন নিয়ে সবাই যেন কর্মব্যস্ত জীবনে এগিয়ে যেতে পারে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৭:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ২০২৪ সালের ৫ আগস্টের পর একে একে তিনটি মিথ্যা মামলা।
................................................................................................
আপনি পুরাতন গ্রহ থেকে অন্য একটি গ্রহে চলে এসেছেন ।
এখানের বাসিন্দারা সহ্য করতে পারছেনা !
এদের কোন নির্দিষ্ট আইন কানুন নাই,
যা বলবে তাই আইন, মব হলো তাদের প্রধান অস্ত্র,
সুতরাং দেশ সঠিক লাইনে না আসা পর্যন্ত লো প্রোফাইলে চলে যান ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.