![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়ে বড় হয়েছে ।
পাত্র পেলে বিয়ে দরকার ।
পাত্রের পিড়াপিড়িতে মেয়ের মায়ের কাছে বিয়ের পয়গাম নিয়ে গেলাম ।
কিন্তু মা কি জিনিস ।
মেয়ে কে একবার বিয়ে দিতে এক পা এগুলে পাঁচ পা পিছুয় ।
এমন যদি হত হয়ত মমতাময়ী মা কোন দিনও তার মেয়েকে অন্যের হাতে তুলে দিত না ।
মায়ের অন্তরের আকুতি ভাবি ভয়ের আশংকায় ছল ছল জল যে কি প্রকাশ করেছে তা একটু হলেও উপলব্দি করতে পেরেছি যাহোক পাত্রের গুণকীর্তন করতে করতে ক্লান্ত ।
দুঃখের বিষয় হল বাংলার এই দুহিতারা বাসর দোসর সাজাতে কতই না দুষের স্বীকার হয় ।
অন্তর দিয়ে অনুধাবন করেছেন কখনো ।
©somewhere in net ltd.