নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা রাজনীতি দন্দ মুক্ত একটি ব্লগ পরিবেশ গড়ে তুলতে সর্বদা সজাগ থাকি

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আমি নতুন মানুষ এবং ব্লগ জগতে নতুন তেমন কিছু বুঝিনা । তবে লেখা লেখীর ইচ্ছে অনেক ছোট থেকেই । সংসারিক অভাব আর
টাণাটাণি থাকায় তেমন লেখা পড়া করা হয়নি আর লেখালেখী ইচ্ছেও পূরণ হয়নি। তবে আমি মনে করি বা আমর মনে হয় আমার মত
সল্প লেখা পড়া বা শিক্ষ্যা যোগ্যতা কম থাকলেও ব্লগিং করা সম্ভব যদি মনে সত সাহস এবং ইচ্ছে থাকে ।আমি নতুন লেখা পড়া তেমন
করিনি ৬কি ৭ক্লাস পড়েছি তাই ব্লগ কালচার সম্পর্কে তেমন কিছু জানা বা ধারণা নাই,তবে মনে ইচ্ছে শক্তি প্রচুর ব্লগিং করার আর একজন
ব্লগার হওয়ার।

নতুন হিসেবে আমি পুরণো সকল ব্লগারদের কাছে সাহায্য কামনা করি।লেখা পড়া কম বলে হয়ত আমার বানানে কিছু সমস্যা হতে পারে
সে ক্ষেত্রে কোনো ব্লগার নিজেও বিভ্রান্ত হবেন না এবং আমাকেও বিভ্রান্ত করবেন না।আর পুরাতন সকল ব্লগার হলেন আমার গুরু আমিই না শুধু আমার মনে হয় আমাদের মত সকল নতুন ব্লগারদের আপনাদের পুরাণদের কাছে অনেক কিছু শেখার আছে।

যেমন আমরা মায়ের গর্ভ থেকে কেউ কোন কিছু শিখে আসিনি জন্মে পর থেকে প্রথম কথা মায়ের মুখে শুনে আমাদের শেখা তেমন
লেখা পড়াও কারো না কারো থেকেই শিক্ষা নেয়া । আবার হাটার বয়স হলে কারো না কারো হাত ধরেই হাটা শেখা।

এর পর যখন কর্ম জীবনের বয়স হয় তখনো কারো না কারো কাছ থেকেই শিখতে হয়। তেমনি আমার মনে হয় লেখা পড়া করলেই
যে কেউ ব্লগার হয়ে যাবো তা নয়। লেখা পড়া কম জানলেও দেখতে দেখতে আর পড়তে পড়তেও আমাদের মত একজন সল্প লেখাপড়া করা ব্লগ করা শিখতে পরে আর এর জন্য মনের জোরই বড় জোর আর কিছু জ্ঞান।

তাই আমার সকল পুরণো ও নতুন ব্লগারদের কাছে অনুরোধ বা আহ্ববান আসুন আমরা রাজনীতি দন্দ মুক্ত একটা ব্লগ পরিবেশ সর্বদা
সজাগ থাকি।

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

বিডি আইডল বলেছেন: ঠিকাছে..শুভ কামনা এবং ওয়েল্কাম

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকেও নতুন হিসবে আমার সালাম।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: সাধু সাজবেন না। সাধু হোন।
আপনার অবশ্যই কোনো উদ্দেশ্য আছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এই হল আমাদের বড় সমস্যা ভাই। কারো ভালো কথা কারো কাছে ভালো লাগেনা । আর ভুলবুঝাবুঝি আমাদের ভিতর লেগেই
থাকে এসব আমাদের সাধারন মানুষ থেকে শুরু করে সর্বদায় লেগেই আছে। যাইহোক আমি অতি সাধারন পরিবারের সাধারন
মানুষ আর উদ্দেশ্য যদি বলেন তাহলে বলবো একজন লেখক একজন ভালো ব্লগার হওয়া। ধন্যবাদ ভাইয়া। আশা করি সব সময়
আমরা পাশাপাশি থাকবো।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিদায় ২০১৮ আগমনী ২০১৯ কে স্বাগত। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা জানাই।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন:





ব্লগে স্বাগতম ।

তবে আশা রাখি আপনি একজন মানুষ হিসেবেই সবাইকে বিবেচনা করবেন ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভাই আমরা সকলেই মানুষ আর কবির ভাষায়ও বলা হয়েছে মানুষ হল পৃথিবীর সবার উপরে । আমাকে কেও মানুষ না ভাবলেও
আমি সবাইকে সন্মান জানাই ।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১

ব্লগার_প্রান্ত বলেছেন: ২ নং মন্তব্য নিয়ে টেনশন করার কিছু নাই,
উনি কারো পোষ্ট একলাইনও না পড়ে উল্টাপাল্টা মন্তব্য করার উস্তাদ। পোষ্ট টোষ্ট দেন, দেখবেন রাজীব নূরই ভালো কমেন্ট করবেন।

আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, আপনি যা বলছেন বা বলতে চাইছেন তা যদি সত্যি হয়, তবে আমি আপনাকে বলবো প্রচুর বই পড়তে। সার্টিফিকেটে কিছু যায় আসেনা। আপনি বেশি বেশি বই পড়েন, আপনার নিজের আলোয় আলোকিত হতে হবে। যে পেশায়ই থাকেন না কেন, বই পড়েন। আপনার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসেন। ইংরেজিতে দক্ষ হোক (এটা অনেক জরুরী)

আর ব্লগ আলোচনার জায়গা, আমরা লিখি, পড়ি, সমালোচনা করি (অবশ্যই ইতিবাচক)। কিছু দলকানা মানুষ আছেন, থাকবেন, তাদের এড়িয়ে যাওয়াটাই শ্রেয়
হ্যাপি ব্লগিং

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো কিছু শিখালেন আমাকে সে জন্য অনেক ধন্যবাদ। আশা করি এভাবেই একে অপরের পাশে থাকবো।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রাজনীতি নিয়ে পোস্ট থাকুক কিন্তু দ্বন্দ্ব না হোক।

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: থাকুক তবে অবশ্যয় সভ্য ভাষায় । অসভ্য বা অস্লীন ভাষায় কোনো আলোচনা সমালোচনায় লাভ হয়না বরং দন্দে পরিনত হয়।
সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: 'ব্লগার_প্রান্ত'@ সুন্দর বলেছেন। উনার বক্তব্যের সাথে সহমত।

তবে ব্লগে আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক থাকবেই। মূলত আলোচনা সমালোচনা'ই ব্লগের প্রাণ।

শুভ কামনা- হ্যাপি নিউ ইয়ার।

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। আপনাদের সাথে আমিও একমত।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

কালীদাস বলেছেন: মুটামুটি উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার পলিটিকাল গার্বেজ প্রসব না করলে ভাত হজম করতে পারে না। এম্নে এদের পেটে থুক্কু কিবোর্ডে লাত্থি দিবেন? :D

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: না ভাইয়া ওভাবে বলবেন না। মারামারি বা রক্ত সংঘষে কখনো কোনো সমাধান খুঁজে পাওয়া যায়নি শুধু কষ্ট দেয়া আর পাওয়া ছাড়া । অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

ডার্ক ম্যান বলেছেন: একটা সময় সবাই ব্যক্তিগত পরিচয় হাইড করে ব্লগিং করতো , এখন আর সেই সময়টা নেই ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাইলে ভাইয়া এখনো করা যায়। ব্লগের বিষয়ে আসলে যারা না জানে না বুঝে তাদের বুঝতে এবং জানতে আমাদের উচিত হবে তাদের ব্লগ পড়তে এবং লিখতে আমন্ত্রণ জানাতে । আর পাশাপাশি আমাদেরও ভালো ভালো কিছু লিখতে হবে যা পড়ে তারা ব্লগ
সম্পর্কে ভালো ধারণা করতে বা বুঝতে পারবেন । অনেক ধন্যবাদ ভাই।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৭

রাকু হাসান বলেছেন:


বাংলা বানান সমস্যা সমাধানে আমার এই পোস্টি ফলো করতে পারেন । শুদ্ধ বাংলা বানানের নিয়ম ;বাংলা বানান শেখার ২০টি বইয়ের লিস্ট এবং ৪৯ টি গুরুত্বপূর্ণ লিংক !! (একের ভিতর সব)

লিখতে গিয়ে ভুল ,হওয়াটা স্বাভাবিক । তবে সেটা যদি দিন দিন কমে আসে তাহলেই ভালো । আমিও প্রচুর ভুল করি ।তবে চেষ্টা থাকে না করার । আপনি এই পোস্টটি ভালো করে পড়লে ,বানান সমস্যা অনেকটাই সমাধান হবে। আপনার মনোবলকে আমি শ্রদ্ধা জানাই । ব্লগের জগতে আপনাকে স্বাগতম । থাকুন আমাদের সাথে ,দেখবেন একদিন নিজের অজান্তেই লিখে যাচ্ছেন ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মতামত এবং একজন নব ব্লগারের পাশে দাঁড়িয়ে বুদ্ধিদিপ্ত পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার বিষয়টা অনেক ভালো লাগল। অবশ্যয় আপনার পরামর্শটা কাজে লাগবো । অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনি নতুন সে হিসেবে আপনি অনেক ভালো লিখেছেন। বাংলা ব্লগ জগতে আপনাকে স্বাগতম । :) হ্যাপী নিউয়ার 2019

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। দোআ করবেন আমার জন্য।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

নজসু বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৭

বলেছেন: একবুক ভালোলাগা জানিয়ে গেলাম প্রিয় ভাই।



শুভ হোক পথচলা।

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ল ভাই। আপনাদের মন্তব্যগুলো আমার ব্লগ চলার পথে অনুপেরনা হয়ে থাকবে। শুভেচ্ছা রইল।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল লাগলো আপনার লেখা।

ব্লগে আপনাকে স্বাগতম।
আচ্ছা, আপনাকে দেখে তো খুব জ্ঞানীগুণী ব্যক্তি মনে হয়! নিক এরম কেরে? এর কি আলাদা কোন রহস্য আছে?

০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ সৈয়দ তাজুল ইসলাম ভাই। না ভাই এটা আপনার ভুল ধারনা, আমার মাঝে কোনই রহস্য নাই আমি সাদাসিদে একজন
মানুষ। আর রহস্য কাকে বলে সেটাও জানিনা।শুভেচ্ছা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.