![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়ত এটা আমার ভুল ধারনাও হতে পারে কেননা কোনো বিষয় না বুঝলে হতে পারে তার সম্পর্কে এরকম ফলাফল ।হয়ত অনেকে বলতে পারেন আপনি কি পৃথিবী অন্যসব ভাষার ওপর পি, এইচ, ডি,করেছেন নাকি যে কারনে পৃথিবীর অন্যসব ভাষা আপনার কাছে সহজ মনে হচ্ছে আর নিজের জন্মভূমির মাতৃ ভাষাকে কঠিন মনে হচ্ছে ।
না ভাই তেমন কিছুইনা । পি, এইচ, ডি, তো দূরের কথা ক্লাস সেভেন ওঠার পর মধ্য সাময়িক পরীক্ষা দেয়ার পর আর স্কুল মুখী হতে পারিনী।তাহলে ভাষা সম্পর্কে এরকম ধারনা কেন ? হুম এটাও একটা বিষয় । আমাদের এই আধুনিক যুগে যেমন টিভি চ্যানেলের অভাব নেই তেমনি আমরা কম্পিউটারে বসলেই ইউটিভিতে পেয়ে যাচ্ছি নানান দেশের নাটক সিনেমা,গান,মুভি আরো কত কি ! আর সেগুলো থেকেও কিছুটা অনুমান করা যায়। আর আমার ধারনটুকো সেরকম কিছুই।যাইহোক আসলে আমি এই লেখাটির কোনো মূল বিষয় খুঁজে পেলাম না। লেখতে কি বা চাইলাম আর হইল বা কি ? ফলা ফল আপনারা পাঠকরাই আমাকে জানাবেন।
যেমন আমরা যদি বাংলায় লেখি বাংলা,অথবা, ধরা যাক বাঙলা,বা বাঙ্গালী, এখানে প্রথম বাংলা শব্দের মাঝে কিন্ত অনেশ্বর ং যোগ করা লাগবে না হলে হবে বালা যার অর্থ দাঁড়ায় নারীদের হাতের বালা অন্যনাম যাকে বেশি ক্ষেত্রে চুড়ি বলা হয়।যে কোনো শব্দই আমরা লেখিনা কেন বেশির ভাগ ক্ষেত্রে প্রতিটা শব্দেই আকার া,ওর্শিকার,ি,দির্ঘীকার ী লাগবে। যেমন বাংলা = Bangla,
আবার দেখুন একই শব্দের কয়েকটি রূপ,যেমন = বাংলা,বাঙলা ।হিন্দি ভাষাগুলোর অবস্থাও প্রায় একি যেমন বাঙলায়,চুড়ি = আর হিন্দিতে,चूड़ियाँ হিন্দি ভাষায় চুড়ি লেখতে মনে হয় হয় তাদের সব ব্যঞ্জনবর্ণগুলো লাগবে,চুড়ি = चूड़ियाँ,ওস্সু ু আবার ি ও া আবার ঁ এখানে সাধারন বর্ণ ছাড়াও আরো চারটি সঙ্গী বর্ণ যোগ করা লাগছে । এতেই স্পষ্ট বোঝা যায় পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতিটা শব্দ,বস্তু, "প্রাণী"র সঙ্গী প্রয়োজন আর "সঙ্গী"বিহীন পৃথিবী অচল।
ভাত খেতে হলে লবন আর পান খাইতে হলে চুন লাগবেই না হলে খাওয়ার আসল মজা বোঝা যাবেনা,যেমন মাছের আসল মজা কিন্তু কাঁটা আর মাংসের মজা হাদ্দি তেমন শাকের মজা ডাটা ।মুশরি ডাউলের পানি যেমন টেষ্ট তেমন শরীররের জন্যও বেশ উপকারী।
আশা করি ভোজন রসিকরা এ কথায় এক মত হবেন।
বানান ভুল হতে পারে আমি নিশ্চিত।
আর লেখার ছবিটি গুগল থেকে নেয়া তবে আমি বুঝলামনা এই লেখার সাথে এই ছবিটির সম্পর্ক কি ? আমি গুগলে সঙ্গী লেখে সার্চ দেয়াতে এরকম কেয়কশত ছবি সামনে এসেছে তার মধ্যে এটাকে আমি ডাউনলোড করে লেখায় যোগ করলাম।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আর অনুগ্রহ করে দেখবেন ভাই যত প্যাচ মার আমাদের বাংলা লেখায় ।আর তার জন্যয় বানান ভুলের কারনও বেশি।
অনেক ধন্যবাদ মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৫
ল বলেছেন: আপনি স্ব শিক্ষিত আধুনিক মানুষের উপমা --
বিখ্যাত চলচ্চিত্র হতে পারে আপনাকে নিয়ে +++
দারুণ লেখা।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এতবড় উপমা দিলেন ভাই জানিনা আমি সেটা ধরে রাখতে পারবো কি না । তবে অবশ্যয় চেষ্টা করবো । আপনার মন্তব্যে অনুপেরিত হলাম ভাই । শুভেচ্ছা থাকল।
৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩
রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার পোষ্ট।
বানান ভুল আছে। সেটা কোনো সমস্যা না। এডিট করে ঠিক করে নেওয়া যাবে।
ভালো থাকুন।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনি নিয়মিত মন্তব্য করে আমাকে বেশ অনুপেরণা দিয়ে যাচ্ছেন ভাবতে ভালো লাগছে ।সত্যিই আপনাদের মন্তব্যে আমি অনেক অনুপেরিত, ধন্যবাদ ভাই।
৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বানান ভুল সেটা কোনো ব্যাপার না তবে আপনি লিখেন ভালো।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ।
৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
জনতার আদালত বলেছেন: অসাধারন ভাষা সম্পর্কে ভালো লিখেছেন।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫০
ল বলেছেন: পি, এইচ, ডি,
সেভেন।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ সকাল ভাই। ঠিক করে দিছি।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
মনিরা সুলতানা বলেছেন: সু প্রভাত !
আরও লিখুন আমাদের জন্য।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ সকাল আপু। সারাটা সময় আপনার ভালো কাটুক সেই প্রত্তাশা থাকল।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলা ভাষায় অক্ষর অনেক বেশী ছিল। কিছু অক্ষর কমানোর পরও অনেক অক্ষর আছে।