![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মানুষের বয়স বেধে কিছু সময় আসে যে সময়টাকে তার উপযুক্ত কাজে লাগালে তার জীবনের সঠিক সময়টুকো
বৃথা চলে যায়না।যেমন ধরা যাক একজন শিশুর চার থেকে ছয় বছরের মধ্যে প্রাথমিক শিক্ষ্যায় যোগ দেয়া।তাহলে সে
তার চাকুরি বা কর্মের জীবনটি পুরোপুরি সঠিক সময়ে কাজে লাগাতে পারবেন। আর যদি ছয় বা সাত বছর পর শিশুটিকে
প্রাথমিক বিদ্যালয় পাঠানো হয় সে ক্ষেত্রে তার শিক্ষ্যা জীবনেতো পিছিয়ে পরবেই পাশাপাশি শিক্ষ্যা জীবন পার করতে যেয়ে চাকুরি জীবন তার বেশ ঝুঁকিপূর্ণ ভাবে পার করতে হবে । যেমন নারীদের বিয়ের ক্ষেত্রে সঠিক বয়স আঠারো থেকে কুঁড়ি তদরূপ পুরুষের বাইশ থেকে
পচিশ বছরের ভিতরে হতে হবে।মানুষের জীবনে চলার পথে এভাবে প্রতিটা ক্ষেত্রে সময় মেপে চললে ক্ষতি হওয়ার সম্ভবনা অনেক কম।
যেমন সেদিন এক লেখকের একটা গল্প পড়লাম । লেখকের গল্পতো ভালো লেগেছেই সব থেকে আর্শ্চয্য বিষয় হল লেখকের বয়স আর
শিক্ষ্যা নিয়ে ওই লেখক কেবল ক্লাস থ্রী থেকে পাশ করে চতুর্থ শ্রেণীতে উঠেছেন।তার মেধাবুদ্ধি এত মান সম্পণ্য যা ভাবতেই নিজেকে অবাক লাগিয়ে দেয় । তার গল্পটি ছিল বিদেশী একটি গল্প থেকে অনুবাদ করা।
তার গল্পের নাম হল ঘাসফড়িং ও পিপড়া।তাহলে গল্পটি তুলে ধরা যাক । এসে গেল বৃষ্টি, বর্ষা বাদলা দিন। চারদিকে অতন্ত বিচ্ছরি বয়রি
একটা আপহাওয়া চলছে । বাতাসের অবস্থাও বেশি ভালো না। কয়েকদিন লাগা বৃষ্টি হচ্ছে ।এ সময়টা পিপড়াদের জন্য খাবার সংগ্রহ করা
বেশ কঠিনই না শুধু পোকামাকড়দের জন্য খাদ্য সংগ্রহ করা বেশ মুশকিলও বটে।হঠাৎ করে একদিন রোদ উঠল। আর সে সুযোগে পোকামাকড়ের দল তাদের কাছে থাকা ভিজে যাওয়া খাদ্য শস্য যা ছিল সব শুকাতে দিল। আর এমন সময় ক্ষুধার্থ পেট নিয়ে এক ঘাসফড়িং এসে তাদের সামনে এসে হাজির,অনেক আকুল মিনতির কন্ঠে ঘাসফড়িংটা পোকামাকড়ের দলের কাছে খাবার চাইতে লাগল,তখন পোকামাকড়ের দল তাকে জিজ্ঞেস করল,শুকনো মৌসুমে তুমি খাবার জোগাড় করে রাখনি কেন ?
ঘাসফড়িং উত্তর দিল তখন আমি সারাবেলা গান গেয়ে গেয়ে সময় পার করেছি তাই তখন খাবার জোগাড়ের সময় পাইনি।পোকামাকড়ের দল বললো ঠিক আছে শুকনো গরম মৌসুমে যখন গান গেয়ে পার করেছ তাহলে এখন নাচতে নাচতে দিন পার কর,যাও এখান থেকে।
তাহলে এই ছোট থ্রী থেকে ফোরে পড়ুয়া এমন একজন লেখকের অনুবাদ গল্প পড়ে আমাদের বুঝতে বাকি থাকেনা অলস্য সময় পার না করে সময়কে তার উপযোগি সময় কাজে লাগাতে পারলেই সকলের জন্য ভালো।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই। দেশের সমস্যা নিয়ে লেখা মানেই নীতি নেই এমন ধরনের রাজনীতি নিয়ে লেখা। আর আমি মনে প্রাণে ঘৃণা করি এরকম রাজনীতিকে যে রাজনীতিতে আমাদের মত সাধারন মানুষের জন্য কোনো সুবিদাজনক নীতি নেই ।
বিশেষ করে আমাদের দেশের মিডিয়াগুলো এখন খুবই হুমকির সমুখীন শুধু মাত্র দেশের ভেজাল রাজদরদীদের ভেজাল কারবারের কথা লেখার জন্য। তাই বেঁচের থাকার তাগিদে কাজকর্ম করি দুইটা ডাল ভাতের জন্য আর সময় পেলে একটু সময় দেই ফেসবু আর ব্লগে সেটাই ভালো। প্রয়োজন মনে করিনা রাজনীতি নিয়ে লেখা। শুভেচ্ছা থাকল।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১
আকিব হাসান জাভেদ বলেছেন: গল্পের চরিত্রটাই একটা গল্প । কখন কে কি করে বসে বলা যায় না । তবে সময়ের উপযুক্ত ব্যবহার জানাটা খুব দরকার ।
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সুন্দর কথা বলেছেন ভাই সহমত।
৩| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘাসফড়িং ও পিপড়া সমস্যা নিয়ে আমাদের জীবন চলবে না
আমাদের বাস্তবতা আরও কঠিন এবং জটিল,
সেদিকে মনযোগ দিন ।
৪| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
বাংলার মেলা বলেছেন: আঠারো বছর বয়েস ক্যারিয়ারের গতিবিধি নিয়ে সিদ্ধান্ত নেবার বয়েস। এ বয়েসেই যদি একটা মেয়ে বিয়ে করে ফেলে, তবে স্বাধীন ক্যারিয়ার গড়বে কিভাবে? একটা মেয়েকে পঁচিশ বছর পর্যন্ত সময় দেয়া উচিত। এই সময়ে যদি নিজ যোগ্যতায় কিছু করতে না পারে, তবে বিয়ে দিয়ে দেয়াই ভাল।
৫| ০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১
সূচরিতা সেন বলেছেন: ভালো লেখা।
৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
মামুন ইসলাম বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭
রাজীব নুর বলেছেন: দেশের সমস্যা গুলো নিয়ে লিখুন।