নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আগে অন্যকে আপনি সন্মান দিতে শিখুন,তাহলে আপনিও অন্যের কাছে সন্মান পাবেন;

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫৭


আমরা যে যাই বলি ভাই পৃথিবীতে সারাজীবন কিছু খারাপ আর কিছু ভালো মানুষ এই দুই প্রকিতির লোকের বসবাস থাকবেই ।
তবে খারাপদের প্রয়োজন আস্তে আস্তে ভালোরদিকে যাওয়া না হলে একটা পর্যায় ভালো মানুষ আছেন যারা তারাও খারাপ হয়ে
যাবেন আর আস্তে আস্তে পৃথিবীও খারাপের দিকে এগুতে থাকবে যেমন,ঠিক তেমন পুরনো অনেক খারাপদের অবস্থাও কাহিল পর্যায় যাবে
এমনো হতে পারে কোমর বেকা হয়ে যেতে পারে আর তাতে সমাজের সকলের বিপর্যয় ।

একটা কথা আছে আগে অন্যকে আপনি সন্মান দিতে শিখুন,তাহলে আপনিও অন্যের কাছে সন্মান পাবেন; না হলে সামান্য ভুলের
জন্য আপনাকে হারাতে হবে আপনার মূল্যবান সম্পদ আপনার সন্মান। দেখুন ছোটবেলা থেকেই লোকমুখে শুনে এসেছি আর তা হল
কাওকে লজ্জা দিতে নেই এবং নিজেকেও লজ্জা যেন পেতে না হয় সেভাবে নিজেকে সামাল দিয়ে চলতে হবে।

যেমন নারীদের দেখলে রাস্তাঘাটে আমরা কত ধরনের বাজে বাজে মন্তব্য করি,এবং কত ধরনের ইভ টিজিং করি যা কোনো ভাবেই
সমাজের কারো কাছ থেকে একজন নারীর কাম্য নয়। ধরুন আজ যদি আপনার বোনকে চলার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো বকেটে ছেলে কোনো বাজে মন্তব্য বা তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করে তাহলে আপনার বুকের ভিতের কেমন লাগবে ? ঠিক এরকম অবস্থা অন্যের ক্ষেত্রেও যে হবে সেটা আপনাকে ভাবতে হবে । তাই অন্যের বোনদের সাথে খারাপ আচরণের আগে আপনার বোন বা পরিবারের অন্য নারীদের কথা ভাবুন। দেখুন নারীদের সন্মান দেয়া ও শ্রদ্ধা করাটা একটা শৈল্পিক আঁট যা সকলে পারেনা বা জানেনা। ঠিক শুধু নারীই না নারী,পুরুষ নির্বিশেষে আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রে একে অপরের সাথে ভালো ও ভদ্রতামূলক আচড়ন করা প্রয়োজন। তাতে সমাজ পরিবেশ সব সুস্থ থাকবে।আর সমাজের পরিবেশ সুস্থ ভালো রাখা প্রতিটা মানুষের দায়িত্ব বা কতব্য সেটা আমাদের সকলের মনে রাখতেহবে।সমাজের কোনো ব্যক্তিই পরিবেশের বাহিরে না ছোট,বড়,ধনী,গরিব,সমাজের সকলেরি সুস্থ পরিবেশে বেঁচে থাকার আছে অধিকার ।

আমরা কেউই নিয়মের বাহিরে না সবাই নিয়মের ভিতরেই আবধ্য।তাই আসুন না ভাই এই পৃথিবীটাতো আমাদের জন্য বেশি দীর্ঘ মেয়াদের নয় মাত্র কয়েক মুহুর্তের জন্য । তাহলে কেন আমরা আমরা মিলেমিশে না থেকে দণ্ডে জড়াচ্ছি ? সকলে মিলে চলুন একটা
সুস্থ সুন্দর পরিবেশ গড়ে তুলি । নিজেরাও সুস্থ ভাবে বাঁচি অন্যকেও সুস্থ ভাবে বেঁচে থাকতে সহযোগিতা করি।আগামী অনাগত প্রজন্মের জন্য পৃথিবীটাকে একটা সুখের স্বর্গ হিসেবে গড়ে তুলি।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৩

চাঁদগাজী বলেছেন:


পৃথিবীর লোকজন খারাপ হয়ে গেলে, তেমন অসুবিধা হবে না; নতুন নবী/রসুল আসবেন, আবার সব ঠিক হয়ে যাবে; এই রকমই হয়ে আসছে বরাবরই

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:২৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: পৃথিবী আর নবী রাসুল আসার নেই,যারা ছিলেন তারা হাজার হাজার বছর আগে এছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ।
এখনো পৃথিবী খারাপ হয়নি খারাপ হয়েছি আমরা মানব সম্প্রদায় । ধন্যবাদ আপনাকে। শুভ সকাল।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "এখনো পৃথিবী খারাপ হয়নি খারাপ হয়েছি আমরা মানব সম্প্রদায় । ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। "

-এগুলো লজিকহীন পিগমীদের কথা; মানুষ ক্রমাগতভাবে ভালো দিকে যাচ্ছে ২ লাখ বছর; আপনি হয়তো কুপের মাঝে বাস করছেন।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনি যদি টয়েলেটে না যেয়ে রাস্তার মাঝে খোলামেলা মল ত্যাগ করেন তাহলে দোষ কার,টয়েলেট,রাস্তা,না আপনার ?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৭

বলেছেন: দূই প্রকৃতির লোক --- ভালো আর খারাপ।


মানুষ ভালো না খারাপের দিকে যাচ্ছে তর্ক না করে আমরা নিজেরা কোনদিকে যাচ্ছি তাই চিন্তা করি।

পৃথিবী সুন্দর হোক সব সুন্দরের হাত ধরে।


ধন্যবাদ। ভালো পোস্ট করেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় ল ভাই।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কি অসাধারন। :)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

ইসিয়াক বলেছেন: শুভসকাল।ভালো পোষ্ট।ধন্যবাদ

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভসকাল । আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া ।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

হাবিব বলেছেন: ভালো লাগলো আপনার কথাগুলো.......

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ স্যার।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: প্রচুর টাকা হয়ে গেলে তখন আর সম্মান পেতে সমস্যা হয় না।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: হ্যা অবশ্য এটারো একটা যুক্তি আছে । টাকাতো ভাই মেঠর,মুচি,সুইপার সবাই ইনকাম করে আর সে ক্ষেত্রে অনেকেই আছেন প্রচুর টাকা আর অর্থসম্পদের মালিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.