নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের আর সাংবাদিকদের কেউ মানুষ ভাবে না

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩


সেদিন আমার একটা লেখায় এক সহ ব্লগার রাজীব নুর বললেন দেশের ভালোমন্দ নিয়ে কিছু লিখেন। আমার কথা হল দেশের ভালো মন্দ কি লেখব ভাই ? তবে হ্যা বর্তান প্রেক্ষাপটে দেশ নিয়ে কিছু লেখতে চাইলে দেশের যে সকল সমস্যা আছে তা নিয়ে লিখলে পুরো এক যুগেও হয়ত শেষ হবার নয়। বিশেষ করে আমাদের মত ক্ষুদে লেখকদের একটা বড় সমস্যা যেটা সেটা হল আমাদের হাত আছে কম্পিউটার আছে,কিবোর্ড মাউস সবই ঠিকি আছে তবে সমস্যা নিয়ে লেখার অনুমতি নাই ।আগে ব্লগাররা লিখলেও নিরাপত্তা হীনতায়
ছিলেন এখনো সেই নিরাপত্তা হীনতায় আছি।সমস্যা হল আমরা ছেলের পক্ষও নিতে পারবো না অন্যদিকে মেয়ের পক্ষও নিতে পারবো
না।এখন আমরা এমন অবস্থায় আছি যা এক বাক্যে বলতে হয় ব্লগারদের আর সাংবাদিকদের কেউ মানুষ ভাবে না ।অথচ রাজনীতিবিধরা না মানলেও আমাদের মানতে কোনো বাধা নেই যে চাইলে দেশের রাজনীতির এখন যে অবস্থা তাতে যদি আমরা ব্লগাররাও দেশের হাল ধরি নিজেদের হাতে,তাতে দেশকে আমরা অনেক দূর পযন্ত ভালো পথে নিতে সক্ষম হবো অথচ আমাদের কোনো মূল্যয় দেয়না কেউ।
তবে আমার মতে ব্লগার এবং সাংবাদিকদের বাক স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন যাতে রাজপথে না বলতে অন্তত ব্লগে দুটো কথা শান্তিতে
লিখতে পারি।আর যাই হোক অন্তত কোনো ব্লগার বা সাংবাদিকদের হাতে যেন হাতকড়া বা শিকল আর শরীরে যেন দা,চাপাতি,কুড়ালের
আঘাত না লাগে সেটাই সরকার,আইন প্রশাসন আর আওমীলিগ, বিএনপি সকলের কাছে বিশেষ অনুরোধ থাকল।আমরা ব্লগার সাংবাদিকরাও রক্ত মাংসে আল্লাহু সৃষ্টি সেরা জীব মানুষ,তাই ব্লগার বা সাংবাদিক বলে দয়া করে অবহেলা করবেন না। আর যে আইনই
করেন আমাদেরকে সঠিক আইনের আওতায় রাইখেন।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫১

বলেছেন: সহমত -- আইনের শাসন হোক সবার আগে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় লতিফ ভাই । যদিও আমি আপনার সঠিক নাম জানিনে ভুল হলে ক্ষমা করবেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০১

S.M. Arif বলেছেন: যেখানে দেশের স্বাধীনতা অন্যের দেওয়া সেখানে ব্যক্তিসাধীনতা প্রত্যাশা করাটা বোধহয় ঠিক হবেনা।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আবেদন করতেতো ভাই মানা নেই আবেদন করলাম এখন দেশের কৃতপক্ষরা দলমত নীর্বিশেষ ভেবে দেখবেন এই আর কি।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: অন্যায় অপরাধের বিরোধিতা করা, সত্যের পক্ষে কথা বলাই ব্লগারদের ধর্ম। বাংলাদেশে সাংবাদিকদের সংখ্যা খুবি কম। (আমরা যাদের সাংবাদিক হিসেবে জানি, এরা আসলে সাংবাদিক নয়; এরা হল ছাম্বাদিক।)

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুনায়েদ ভাই মন্তব্যের জন্য।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

S.M. Arif বলেছেন: ছাম্বাদিক থেকে হাম্বাদিক বেটার মনে হয়।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কবিরাই আসল বাক্য ঘঠনের যে মালিক সেটা ব্লগে না আসলে না পড়লে কেউ জানবে না।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮

আরোগ্য বলেছেন: দারুণ একটা বিষয় লিখেছেন। আপনাকে সাধুবাদ জানাই।

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৪

বলেছেন: আমার সঠিক নামই আপনি বলেছেন - শিক্ষক মানুষ আপনি!!

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: না লতিফ ভাই আমি কোনো শিক্ষক না আমি একজন টাণপোড়া জীবনের ছাত্র মাত্র।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬

রাজীব নুর বলেছেন: সাংবাদিকরা অবহেলিত হলেও তারা দালালি করে টাকা পায়। কিন্তু ব্লগাররা কি পাচ্ছে?

১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখন কদর না হলেও একটা সময় এই ব্লগ সমাজটাকেই সমাজের চিন্তাধারার একটা বড় অংশ ধরা হবে।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

দেবদাস বাবু বলেছেন: যারা সত্যর পথে থাকে তাদের সব সময় বিপদ থাকে, পরিশেষে তারাই জয়ি হয়।

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সঠিক সিদ্ধান্ত ।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭

আর. এন. রাজু বলেছেন: দেখা যাক আগামদিনে কি হয়!

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখন সেটাই দেখার সময়।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম মনের কথা কইছেনগো ভাই ।

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮

টারজান০০০০৭ বলেছেন: কেন ভাবে না তাহা খুঁজিয়া দেখা উচিত ! প্রয়োজনে জরিপ চালানো হউক !!

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জী ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.