![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না বিবেচনা করে দেখলাম নির্বাচন ভালো মন্দ যেমনি হোক সরকার দলের সবাই কম বেশি বিজয় উপলক্ষে যেহেটু পিঠা উৎসব
পালন করছে;সেহেটু আমরা দেশের সাধারন মানুষেরা এমন একটা উৎসব থেকে বাদ যাই কি ভাবে ।
তাছাড়াও নির্বাচনের পর থেকে গত কয়েকদিন ব্লগটাও তেমন একটা জমে উঠছেনা । ব্লগের মালিকদেরও তেমন যাতায়েত নাই।
তারাও হয়ত নির্বাচনের বিজয় উপলক্ষে পিঠা উৎসব নিয়ে ব্যাস্ত আছেন তাই আমরাও চলেন এই ফাকে ব্লগে পিঠা উৎসবের
কাজটা ছেড়ে ফেলি । যেহেটু ব্লগে জনসংখ্যা কম সেহেটু সকলে আগে আগে আইসা নিজ দায়িত্বে পিঠা খাইয়া যান । পরে না হলে
ভাগে না পাইলে আসপোস করলেও কোন কাম হইব না।
যদিও কম পরার কথা না। নিন শুরু করে দিন পিঠা ভোজন।
এখানে দেশি বিদেশী নানা ধরনের পিঠা আছে যার যেটা যত মন চায় খেয়ে নিতে পারেন দাম দেয়া লাগবো না।
এই পিঠার নাম পাকন পিঠা।
আর পাকন পিঠা বানানোর উপকরণ হলো, চালের গুঁড়া আধা কেজি,মুগডাল ১ কাপ, ডিম ১টি, ১ চা চামচ ঘি, চিনি ২ কাপ এবং তেল পরিমাণ মতো।
প্রস্তুত প্রণালী;
১ কাপ পানিতে চিনি ঢেলে বেশি ঘন বা পাতলা না করে মাঝামাঝি অবস্থায় সিরা করে ঠাণ্ডা করে নিতে হবে। মুগডাল সেদ্ধ করে শুকনা করে বেটে নিতে হবে। ২ কাপ পানি ফুটিয়ে চালের গুঁড়া খামির করে নিয়ে ডাল মিশিয়ে ভালোভাবে মাখতে হবে। লেই একটু ঠাণ্ডা হলে তাতে ডিম ভেঙে ও অল্প তেল দিয়ে নরম একটা কাই তৈরি করুন। গরম কাইয়ের সঙ্গে ডিম দেবেন না। ডিম এবং ঘি দিয়ে খামির বানিয়ে রুটি বানিয়ে কেটে নকশা করে নিতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে। এবার আপনার ইচ্ছা মতো আকার ও নকশা দিয়ে পিঠা বানিয়ে নিন। যত পাতলা হবে তত মচমচে হবে। ডুবো তেলে ভেজে গুঁড়ের সিরায় ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ রেখে তুলে পরিবেশন করুন পাকন পিঠা। পিঠা ভেজে সঙ্গে সঙ্গে সিরায় দিতে হবে। ঠাণ্ডা অথবা গরম অবস্থায় খেতে ভালো লাগবে।
আরো বানাতে পারেন ডিম পিঠা,ঝাল পিঠা,ঝিনুক পিঠা,সুজি পিঠা। সব পিঠাপুলির মধ্যে অন্যতম হচ্ছে ভাপা পিঠা, চিতই পিঠা, ছাচ পিঠা, ছিটকা পিঠা, সুন্দরি পাকন, পানতোয়া, মুঠি পিঠা, পুলি পিঠা, কাটা পিঠা, কলা পিঠা, খেজুর পিঠা, লর্গি লতিকা, রসফুল পিঠা, হাঁড়ি পিঠা, জামদানি পিঠা, ঝিনুক পিঠা, নকশি পিঠা সহ ইত্যাদি পিঠা।
হাজার বছরের সমৃদ্ধশালী সংস্কৃতির উত্তরাধিকারী আমরা। খাদ্যরসিক বাঙালি প্রাচীনকাল থেকে প্রধান খাদ্যের পরিপূরক মুখরোচক অনেক খাবার তৈরি করে আসছে। তবে পিঠা সর্বাধিক গুরুত্বের দাবিদার। লোকজ এই শিল্প আবহমান বাংলার অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেও এ যুগে সামাজিকতার ক্ষেত্রে পিঠার প্রচলন কমে এসেছে। শুধু খাবার হিসেবে নয় বরং লোকজ ঐতিহ্য এবং নারীসমাজের শিল্প নৈপুণ্যের স্মারক রূপেও পিঠা বিবেচিত হয়। বাংলার নারীসমাজ অতীতে শিক্ষাদীক্ষায় অনগ্রসর ছিল সত্য, কিন্তু স্বীকার করতে হবে এদেশের নারী সমাজ লোকজ শিল্পকর্মে অত্যন্ত নিপুণ ছিলেন তবে এখন মনে হয় নারীরা দিনে দিনে অলস হয়ে যাচ্ছেন ।
এগুলো হলো চাঁদপুরের পিঠা ।
আরো আছে আমাদের ব্লগের শায়মা আপুর পিঠা শালায় টোনাটুনি পিঠাঘর,একবার ঘুরে আসতে পারেন । !! - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!!
সকল ছবির উৎস গুগল।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কেন ভাই পার্সেলের চিন্তা করেন কেন ঘরে ভাবি কি অলস হয়ে গেছে।
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১
শায়মা বলেছেন: ভাইয়া ......
অনেক কাল আগের কথা আমি বাংলাদেশের ১০১ রকমের পিঠাপুলি নিয়ে উৎসব সাজিয়েছিলাম......
১০১ পিঠা অব বাংলাদেশ
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু । আপনার পোস্ট-আমার পোস্টের সাথে লিঙ্ক করে দিয়েছি।
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩
নজসু বলেছেন:
জুয়েল ভাই, দাওয়াত দেন পিঠা খেয়ে আসি।
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এই বছরতো ভাই শরৎ চলিয়া গেল, দেখি আগামী শরৎ এর জন্য কিছু একটা করা যায় কিনা । অনেক ধন্যবাদ সুজন ভাই।
৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৭
শায়মা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া ......
ঐ পোস্ট আমি এক মাস ধরে লিখেছিলাম ইতিহাস হিসাবে মানে বাংলাদেশের যত পিঠা ....
২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপু কন কি,তাহলেতো ব্যপক পরিশ্রম করা লাগছে । তয় আপু একদিন কয়েক আইটেমের পিঠা বানিয়ে আমাদের দাওয়াত দিয়েন খাইয়া আমুনি। অবশ্য আমার ঘরে একজন আছেন তয় উনি বড় অলস হইয়া যাইতেছেন তাই গত কয়েক বছর ধরে
আর পিঠার মুখ দেখিনা।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯
শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহা
ভাইয়ামনি আমি রন্ধন পটিয়সী বটে ....... মোগলাই, মাইক্রো ওয়েভ বেকিং কুকিং কোর্সও করেছি তবে পিঠা বানাতে গিয়ে মোস্ট অব দ্যা টাইম ফেইল তাই বাংলাদেশের পিঠা নিয়ে আমার এই গবেষনা ছিলো .........
তবে আজও পুরাপুরি সাকসেস হইতে পারি নাই .....
এ কারনে নিজের দুঃখের মত আরও অন্যদের যেন দুঃখ না হয় তার এক সামান্য চেরেষ্টা ছিলো এই পিঠা পোস্ট .....
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কন কি আপু
৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
স্রাঞ্জি সে বলেছেন:
একজন অশিক্ষিত মানুষ। নাকি নতুন বোতলে পোরান মদ _____ যাক পিঠা খিয়া আপাতত দূর হই _____
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নতুন বোতলে পুরান মদ মানে ওই মিয়া আপনে কি আমারে মদ খোর মনে করছন নাকি।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৪
আখেনাটেন বলেছেন: হা হা হা।
প্রথমে মনে করেছিলুম 'ব্লগে পিটাও (মানে মারামারি) উৎসবে যোগ দিন'। যাক, বাঁচলুম। এটা পিটাও কিংবা পাঠাঁও উৎসব নয়, পিঠাও উৎসব।
যাহোক, আপনার পাকন পিঠা সহ হাজারো পিঠা দেখে তো জিহ্বাতে উৎসব লেগে গেছে।
ভালো লাগল পিটাপিঠির লেখা।
*ওদিকে ব্লগার শায়মা তো দেখছি পিঠার বৈশ্চিক আয়োজন করেছে।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কি কন পিটাও উৎসব হইলেতো আমি থাকমু আগে দৌড়ের ওপরে। কেননা ময়মুরব্বীরা বলেন মাইরের পরে আর দাওয়াতের আগে।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন:
৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
সাইন বোর্ড বলেছেন: ফপিঠার স্বাদ ভালই ছিল, শুধু শীতটা একটু কমে গেছে ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এবার একটু শীত কম ছিল। গরমে কি হবে কে জানে ?
১০| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
শায়মা বলেছেন: আখেনাটেনভাইয়া
এই আয়োজন আজিকের নহে......
বহু আগেই এই পিঠাপিঠির ঐতিহাসিক আয়োজন রচনা করিয়া আমি একজন ঐতিহাসিক পিঠাও ওরফে পিটাও শ্রেণীর মাস্টার হইয়াছি !
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সে আর বলতে হবেনা আপু। এমনেই আপনি অনেক পরিশ্রমী মানুষ।
১১| ২২ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি পোষ্ট দিয়েছেন।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
১২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: পিঠা খাইতে মুন্চায়
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: খাইতে কেউ বারন করে নাইতো ভাইয়া। যত মন চায় খাইয়া লন আর কিছু পকেটে কইরাও নিয়েন অন্তত ভ্রমণের সময়ও চলবে খাওয়া।
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
প্রামানিক বলেছেন: পিঠা দেইখা লোভ লাগল।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভাবিরে কইবেন সব গুলো পিঠা বানাইতে আমরাও পিঠা খাইতে আসবো ।
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: পিঠা দেখে জিব আর মুখে জল এসে গেল।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জিহ্বা সাবধানে রাইখেন ভাই।
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০
হাবিব বলেছেন: পিঠা কি পার্সেলের ব্যবস্থা আছে ভাই??