![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের এই পৃথিবীতে কতই না শব্দ ।পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পযন্ত শব্দের শেষ নেই। তবে সব থেকে ক্ষুদ্র এবং মায়া মমতায় ঘেরা শ্রেষ্ঠ শব্দটি হল মা। আহা!রে কতইনা মধু পূর্ণিত এই একটি শব্দ মা। মাত্র একটা অক্ষরেই এই শব্দের তৈরি। মা শব্দটি অতি ক্ষুদ্র হলেও কিন্তু মধু মায়ার কোনো কমতি নাই যা অন্য কোনো শব্দে আর খুঁজে পাওয়া সম্ভব নয়।
যখন কোনো কাজের উদ্ধেশ্যে আমি বাসার বাহিরে যাই বিশেষ করে কেউ যদি আমায় প্রশ্ন করেন ভাই দুপুরের খাবার খাবেন না ? আমি বলি না ! এর কারন হল,ছোট বেলা থেকেই আমি খুব কম ভ্রমন পছন্দ করতাম আর সেজন্য আমার মায়ের হাতের রান্না ছাড়া অন্য কারো হাতের রান্না আমার তেমন একটা পছন্দ না।
আর এখন এত বড় হয়েছি, বিয়ে করেছি ছেলে মেয়ের বাবা হয়েছি বয়সো খারাপ হয়নি তার পরেও এখনো আমার মায়ের হাতের রান্ন ছাড়া অন্যকারো হাতের রান্না ভালো লাগেনা । শুধু তাই না প্রায় সময় আমার স্ত্রীর সাথে শুধু মাত্র খাবার নিয়ে কথা কাঁটাকাটি হয়। ও যতই ভালো রান্না করুক তবুও আমার মুখে ওকে শুনতে হয়;ভালো হয়েছে তবে আমার মায়ের হাতের মত নয়।
সত্যি বলতে কি আমি আমার শশুরবাড়িতেও খুব কম বেরাতে গেছি । বিয়ের বয়স চলছে প্রায় ষোল, আর এই ষোল বছরে কতবার শশুরবাড়ি গেছি তার সঠিক কোনো হিসেব নেই ঠিকি;তবে ষোল বারো যে যাইনি এটা একশত ভাগ সত্য। একজন সন্তানের কাছে পুরো পৃথিবী একদিকে আর মা আরেকদিকে,তবু দেখা যে সন্তানের কাছে তার মায়ের পা্ল্লাই ভারি।
পাঠক একটা বিষয় কি কখনো লক্ষ করে দেখেছেন কোনো বিষয়ে যদি যেমনঃ এটা কে ? ওটা কে? এরকম কোনো প্রশ্নে যখন
কাউকে বলা হয়,"আমার মা" তখন মনের অনুভূতি কেমন লাগে । সন্তানের সকল সুখ দুঃখে এক মাত্র মা"ই সবার আগে সন্তানের
পাশে বেশি দাঁড়ান।
একটা নবজাতক শিশুর জন্মের পর যখন সে অসহায় থাকে তখন তার পাশে পৃথিবীর সবটুকো দরদ উজার করে দিয়ে এক মাত্র
সহায় হীন শিশুটির সম্বল হিসেবে মায়ের ভূমিকা অপরিহার্য।
এত বড় হয়েছি আমি এখনো আমার মাকে ছাড়া আর কারো সাথে আমার সুখ দুঃখ শেয়ার করিনা।আমার মা হলেন আমার সব থেকে
কাছের বন্ধু। আমার জীবনে ঘটে যাওয়া নানান রকমের সুখ দুঃখের ঘটনাগুলো সর্ব প্রথম আমি আমার মায়ের সাথেই শেয়ার করি।
যাতে দুঃখ পাওয়ার মত কিছু হলে আগেই মায়ের কাছ থেকে মধু মাখা আন্তরিকতা ভরা শান্তনার বাণীগুলো শুনে নিজেকে শক্ত ভাবে
ধরে রাখতে পারি।আর ভালো সুখের কিছু হলে সেটা শুনেও যেন মা সর্বপ্রথম খুশি হন ।
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আল্লাহু তাআলা রাবুল আলামীন আপনার দোআ কবুল করেন যেন আমিও একই প্রথনা করি।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
রাজীব নুর বলেছেন: ভালো লাগলো আপনার আত্মকথা।
আপনাকে অনুরোধ করবো লেখা শেষ হবার পর, অর্থ্যাত লেখা পোষ্ট করার আগে একবার মন দিয়ে পড়ে নিবেন। তাহলে আরও ভালো হবে।
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। চেষ্টার কোন ত্রুটি রাখি না ভাই । মনের আবেগ ভালো কিন্তু ধরা খাই শুধু বানানে । তবুও আরো চেষ্টা থাকবে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০
নাইম রাজ বলেছেন: ভালো লাগলো আপনার কথা।
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভরাত্রী ভাইয়া।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০
পবিত্র হোসাইন বলেছেন: "রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানী সাগিরা"
আল্লাহ যেন ভাল রাখেন মা তোমায়
ভাল থেকো সব সময়
ভাল থেকো ।