নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর বিভিন্ন দেশের অদ্ভুত কিছু গাছ পর্ব ২

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫


এই গাছটি সকল মানুষের কাছে সিল্ক কটন ট্রি হিসেবেই বেশি পরিচিত। এই গাছটি বহু প্রাচীন ইতিহাসের একটা সাক্ষী। প্রায় ৭০ ফুট উচ্চতার এই গাছটি কম্বোডিয়ার সিয়েম রিপ প্রদেশের প্রাচীন অ্যাংকর নগরীর এক অন্যতম প্রাচীন নিদর্শন প্রোম মন্দিরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে বেড়ে উঠেছে। গাছটির শরীর থেকে বের হয়ে আসা বিশাল শিকড়গুলো মন্দিরে গাঁ ঘেষে মন্দির প্রাঙ্গনের প্রায় ৩৫ ফুট জায়গা জুড়ে বিস্তৃত লাভ করেছে। গাছটির মোটা শিকড়গুলো এমনভাবে মন্দিরকে জড়িয়ে রেখেছে যা দেখে মনে হবে অনেকটা কোনো অভিশপ্ত প্রাণী মন্দিরটিকে গিলে নিচ্ছে।
অরিগনের ক্রেটার লেকের প্রধান আকর্ষণ ৩০ ফুট উচ্চতার এই একটি ফ্লোটিং ট্রি।
এই লেকের সবচেয়ে পুরনো সদস্য হিসেবে গাছটিকে ওল্ড ম্যান অফ দ্য লেকও বলা হয়।
গাছটির শুধুমাত্র চার ফুটের মতো অংশ জলের উপরে দেখতে পাওয়া যায়।
আর গাছের জলের তলার অংশে মাছের বাসা । লেকের জল পরিষ্কার বলে সেই অংশটুকুও স্পষ্ট দেখা যায়।
গাছটির বয়স প্রায় ১০০০ বছরেরও বেশি। ১৮৯৬ সালে ভূতাত্ত্বিক জোসেফ ডিলার প্রথম গাছটির সন্ধান দেন।
সেই বিজ্ঞানী গাছটি নিয়ে বহু বছর ধরে গবেষণা চালিয়েছেন। গবেষণায় তিনি দেখেন প্রতি তিন মাসে
গাছটি ৬২.১ মাইল দূরত্ব অতিক্রম করে।আর অন্যদিকে গাছটিকে যখন লেক থেকে তুলে সরানোর চেষ্টা করা হয় তখন
একটুও গাছটি সরানো যায়নি।

এই গাছটি আছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডার্বি শহরে।
গাছটি লম্বা প্রায় ১২ মিটার, আর এর মাঝখানে প্রায় ৫ মিটার ব্যাসের ফাঁকা জায়গা আছে।
জানা যায় ১৮৯০ সালে অপরাধীদের এই গাছের কোটরে বন্দি করে রাখা হতো।
সেই থেকে এই গাছের নাম হয়ে যায় প্রিজন ট্রি। তবে এখন আর সেখানে কোনো অপরাধীদের বন্দি করে রাখা হয় না।
এখন গাছটি ট্যুরিস্টদের জন্য সংরক্ষিত।

১৯৪৭ সালে একজন সুইডিশ আমেরিকান কৃষক এক্সেল আর্লেন্ডসন পর্যটকদের আকর্ষণ করার জন্য
তার রোপনকৃত গাছগুলোর বিভিন্ন আকৃতি দিতে শুরু করেন।তিনি জীবিত গাছের ওপর নানা রকম শিল্পকর্ম নির্মাণে দক্ষ ছিলেন,
এবং এ নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষাও চালাতেন। যখন তিনি তার ৬০ থেকে ৭০টি জীবিত গাছে এমন শিল্পকর্ম তৈরি
করতে সক্ষম হলেন তখন তিনি সেই গাছগুলোকে নিজের খামার থেকে তুলে নিয়ে ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজ অঞ্চলে রোপন করেন
এবং তার সেসব শিল্পকর্ম দর্শকদের জন্য উন্মুক্ত করে দেন। আর্লেন্ডসন তার এই গাছের নামকরণ করেন সার্কাস ট্রি নামে।
সূত্র; Click This Link
https://www.sciencealert.com/this-tree-trunk-has-been-floating-upright-for-120-years-and-no-one-knows-why

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: পৃথিবী ঘুরলে সত্যিই আজব আজব জিনিস দেখতে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মন্তব্যে অনেক ভালো লাগলো ভাই। শুভকামনা থাকলো।

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

রাজীব নুর বলেছেন: অদ্ভুত ব্যাপারটাই প্রতি আমার সীমাহীন কৌতূহল।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: মনে হচ্ছে এটা আরেকটা ভালো লক্ষণ।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৮0 বছরের বৃদ্ধ মানুষের মত দেখতে অদ্ভুত গাছ!! যা দেখে আপনি চমকে উঠবেন!!!

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কিছু কিছু বৃদ্ধ মানুষ দেখতে যেমন অদ্ভুত তেমন কিছু আছেন তাদের কথাগুলোও অদ্ভুত।ভয় পাওয়া ছাড়া উপায় নাই।

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

রাইসুল সাগর বলেছেন: গাছ আমার প্রিয়। অনেক কিছু জানলাম। ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রাইসুল ভাই।

৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:২৭

চাঁনমিয়া বলেছেন: সব অদ্ভূত গাছ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জী সব অদ্ভুত বৃক্ষ।

৬| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪

কনফুসিয়াস বলেছেন: একটু অন্যরকম কিছু। শুভেচ্ছা নিরন্তন।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভকামনা।

৭| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মনে হচ্ছে এটা আরেকটা ভালো লক্ষণ।

ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৮| ২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ ।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৪৩

সূচরিতা সেন বলেছেন: ভালো অদ্ভুত গাছ সম্পর্কে জেনে।

২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.