নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকা আটলান্টিস শহর যাকে আজও খোঁজা হচ্ছে

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮


আটলান্টিস হল পৌরাণিক উপকথা অণুযায়ী সমুদ্রতলে হারিয়ে যাওয়া একটি দ্বীপ। এর প্রথম উল্লেখ পাওয়া যায় খৃষ্টপূর্ব ৩৬০ অব্দের প্লেটোর ডায়ালগ টাইমাউস এন্ড ক্রিটিয়াসে। প্লেটোর মতে প্রায় ৯০০০ বছর আগে আটলান্টিস ছিল হারকিউলিসের পিলারের পাদদেশে একটি দ্বীপ যা এর নৌ-সক্ষমতা দিয়ে ইউরোপের অধিকাংশ স্থান জয় করেছিল। কিন্তু এথেন্স জয় করার একটি ব্যর্থ প্রয়াসের পর এক দিন ও এক রাতের প্রলয়ে এটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায়।

প্লেটোর এই ঘটনা কোন পৌরাণিক কল্পকাহিনী অণুপ্রানিত কি না এ ব্যাপারে ইতিহাসবিদরা এখনও একমত হতে পারে নি। তবে প্লেটো ক্রিটিয়াসে দাবি করেন যে তিনি এই গল্প সোলোনের কাছ থেকে শুনেছেন। সোলোন ছিলেন খৃষ্টপূর্ব ষষ্ঠ শতকের এথেন্সের বিখ্যাত নীতিনির্ধারক। প্রাচীন মিশরে প্যাপিরাসের কাগজে এথেন্স এবং আটলান্টিস সম্পর্কে হায়ারোগ্লিফিতে কিছু নথি ছিল যা গ্রিকে অনুবাদ করা হয়। সোলোন সেখান থেকে আটলান্টিস সম্পর্কে জানতে পারেন। তবে কিছু পণ্ডিত মনে করেন যে প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রানীত হয়ে এই কাহিনী গড়েছেন।আটলান্টিসের সম্ভাব্য অস্তিত্ব নিয়ে প্রাচীনকালে অনেক বিতর্ক হয়েছে তবে পরবর্তীতে বিভিন্ন লেখক এর সমালোচনা এবং ব্যাঙ্গ-বিদ্রুপ করেছেন। এলেন ক্যামেরুনের বলেন প্রাচীনকালে আটলান্টিসের ঘটনাকে কেউ এত গুরুত্বের সাথে না নিলেও বর্তমানেই এই প্রাচীন কাহিনীকে গম্ভীরভাবে দেখা হচ্ছে।
এটা সত্য যে রূপকথার গল্পের মতো এবং অনেক আধুনিক সিনেমায় প্রায়শই আমরা দেখতে পাই যে কোনও শহর জলের তল
থেকে উঠে এল এবং একটি নির্দিষ্ট সময়ের পর সেটি আবার তাঁর পূর্ব স্থানে চলে যায়। এই ধরনের ঘটনা যে শুধু সিনেমাতেই
ঘটে থাকে তা নয়। বাস্তবেও এরকম অনেক শহর জলের তলায় তলিয়ে যায়। সে রকমই একটি শহর হল আটলান্টিস যার
ব্যাপারে আমরা অনেকেই অনেক ধরনের গল্পে পড়েছি বা শুনেছি।

প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বেশ কিছু শহর, সভ্যতা আজ আমাদের মাঝ থেকে বিলুপ্ত। সেই রকমই একটি শহর বা সভতার মধ্যে অন্যতম হলো এই আটলান্টিস শহর।

পৃথিবীর বুকে বেশ কিছু রহস্য আছে যার আজ পর্যন্ত কোনও রকম উত্তর মেলেনি। মানব জাতির উন্নতির পর বেশ কিছু সভ্যতার উন্মেষ হয় যার ব্যাপারে আমরা ইতিহাসে পড়ে এসেছি। তাদের মধ্যেই এমন কিছু সভ্যতা বা শহর আছে যার ব্যাপারে আমরা শুনলেও স্বপক্ষে যার কোনো প্রমাণ মেলেনি। তাদের মধ্যে অন্যতম হল আটলান্টিসের হারিয়ে যাওয়া একটা শহর।
আটলান্টিসের হারিয়ে যাওয়া শহর পৃথিবীর সবচেয়ে পুরনো এবং রহস্যজনক শহরগুলির মধ্যে অন্যতম একটা শহর। প্রাচীনকাল থেকেই বিশেষজ্ঞরা এই শহর কোথায় অবস্থিত ছিল এবং কিভাবে তা ধ্বংসের পথে চলে যায় তা জানার চেষ্টা করে আসছেন।বিশেষজ্ঞদের ভিতরে অনেকের মতেই বড় কোনএবং ভূমিকম্প বা সুনামির কারণে এই শহর ধ্বংসের পথে চলে যায়।

ছবি সংগ্রহ করা ইন্টারনেট থেকে ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মাইথোলজি।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: জী।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রহস্যময় কাহিনীগুলো জানতে খুব আগ্রহ হয়। ভাল লাগে।

সত্যি কত অজানার মাঝে আমরা জানার বাহাদুরি করি!
মহাকালে এমন কত রহস্য, রহস্যই রয়ে গেছে কে রাখে তার খবর!

+++

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১২

রাজীব নুর বলেছেন: গ্রীক পুরাণে বলা হয়েছে তারা রাগ করলে কিংবা কারো ওপর ক্ষুব্ধ হলে সমুদ্রের তলদেশে নানা ধরণের ঝড় ও প্রাকৃতিক বিপর্যয় এর সৃষ্টি করতো। কিন্তু বিজ্ঞানীরা বলেন অন্যকথা।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: বিজ্ঞানীরা কি বলেন ভাইয়া ?

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩২

ইব্‌রাহীম আই কে বলেছেন: কেউ যদি বলে এসব রহস্য উম্মোচনে অর্থ খরচ না করে ক্ষুধার্তকে খাওয়ানো ভালো, এর উত্তরে কি বলা উচিৎ?

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটাই ভালো হবে, এটা আমার বিবেচনা ।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৮

(লাইলাবানু) বলেছেন: পোরনিক কাহিনীগুলো েকটু এরকমি হয়।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক বলেছেন আপু ।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লিখা ।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাইয়া ।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৮

শের শায়রী বলেছেন: দারুন লেখা পোষ্টে +++

এই পোষ্টটা দেখতে পারেন নিমজ্জিত সভ্যতাঃ বিশ্বের সাত জলতলের বিস্ময় ভালো লাগবে নিশ্চয়ই।।

৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: লিং টা দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.