![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০০ অব্দের একটি পুরনো প্রস্তরযুগীয় সংস্কৃতি জাপানি দ্বীপমালায় প্রথম মানব জনবসতি গড়ে তুলেছিল বলে ঐতিহাসিকবিধরা ধারনা করেন। তারপর খ্রিস্টপূর্ব ১৪,০০০ অব্দ নাগাদ জামোন যুগের শুরুতে মধ্য প্রস্তরযুগ থেকে নব্য প্রস্তরযুগের মধ্যবর্তী সময়ে একটা সেমি-সেড্যানটারি শিকারী-সংগ্রাহক সংস্কৃতি গড়ে ওঠে। আর তাদের মধ্যে সমসাময়িক কালের আইনু জাতি এবং ইয়ামাতো জাতির পূর্বপুরুষেরাও ছিলেন। সেই মানুষেরা গুহায় বস বাস করতেন এবং তাদের জীবিকা ছিল মূলত কৃষিকাজ।সেই যুগে নির্মিত চিত্রিত মাটির পাত্রগুলি বিশ্বের প্রাচীনতম অধুনা বর্তমান মৃৎশিল্পের কয়েকটি নিদর্শন। খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ নাগাদ ইয়ায়োই জাতি জাপানি দ্বীপপুঞ্জে প্রবেশ করে জোমনদের সঙ্গে মিশে যেতে শুরু করেন। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দ নাগাদ শুরু হওয়া ইয়ায়োই যুগে ভিজে-চাল উৎপাদন, মৃৎশিল্পের একটি নতুন ধারার বিকাশ, এবং কোরিয়া ও চীনের অনুসরনে ধাতুবিদ্যার চর্চা শুরু করেন।চীনা বুক অফ হান-এ প্রথম জাপানের লিখিত ইতিহাস পাওয়া যায়। তিন রাজ্যের নথি অনুযায়ী খ্রিস্টীয় ৩য় শতাব্দীর জাপান দ্বীপমালার সবচেয়ে শক্তিশালী রাজ্যটির নাম ছিল ইয়ামাতাই-কোকু। কোরিয়ার বায়েকজে থেজে জাপানে প্রথম বৌদ্ধধর্মের আগমন ঘটেছিল। তবে জাপানি বৌদ্ধধর্মের পরবর্তীকালীন বিকাশ ঘটেছিল প্রধানত চীনা প্রভাবে।আর প্রথম দিকে জাপানে বৌদ্ধধর্ম বাধাপ্রাপ্ত হলেও পরে সেই ধর্ম জাপানের শাসকশ্রেণির পৃষ্ঠপোষকতা লাভ করে এবং অসুকা যুগে সর্বত্র মান্যতা পায়।৮ম শতাব্দীর নারা যুগে জাপানে শক্তিশালী রাষ্ট্রের উদ্ভব ঘটে। সে সময় রাষ্ট্রশক্তির কেন্দ্র ছিল হেইজো-ক্যো-র রাজসভা অর্থাৎ আধুনিক নারা। নারা পর্যায়ে জাপানি সাহিত্যের বিকাশ ঘটতে শুরু করে।সে যুগেই বৌদ্ধধর্ম-অনুপ্রাণিত শিল্পকলা এবং স্থাপত্যেরও বিকাশ ঘটতে শুরু করেছিল। ৭৩৫ থেকে ৭৩৭ খ্রিষ্টাব্দের বসন্তরোগ মহামারীতে সম্ভবত জাপানের এক-তৃতীয়াংশ অধিবাসীর মৃত্যু ঘটে।৭৮৪ সালে সম্রাট কাম্মু নারা থেকে নাগাওকা-ক্যো-তে রাজধানী সরিয়ে আনেন। এরপর ৭৯৪ সালে হেইয়ান-ক্যো-তে আধুনিক ক্যোটো রাজধানী অপসারিত হয়।সে সময় হেইয়ান যুগ শুরু হয়। সে যুগেই জাপানের স্বতন্ত্র সংস্কৃতির উদ্ভব ঘটে।আর সে যুগ শিল্পকলা, কবিতা এবং গদ্য সাহিত্যের জন্য বেশ খ্যাত ছিল। মুরাসাকি শিকিবুর দ্য টেল অফ গেনজি ও জাপানের জাতীয় সংগীত কিমিগায়ো-এর কথা এই যুগেই রচিত হয়।হেইয়ান যুগ থেকেই প্রধানত দুটি প্রধান সম্প্রদায়ের,সাইচোর টেন্ডাই এবং কুকাইয়ের শিংগন এর মাধ্যমে বৌদ্ধধর্ম ছড়িয়ে পড়তে থাকে। ১১শ শতাব্দীর শেষার্ধ্বে পিওর ল্যান্ড বৌদ্ধধর্ম,জোদ-শু, জোদ-শিংশু, খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল।
জাপান বর্তমান সময়
জাপান অর্থনৈতিক থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি এমন কিছু নেই যা তারা জানেন না । শুধু তাই না তারা প্রতিটা ক্ষেত্রে মনে হয় এক নাম্বার
স্থানে আছে ।অস্র,গোলাবারুদ,বোমা,ক্ষেপানাস্র,এমন কিছু নাই তারা পারেনা । জাপানের প্রতিটা শহর উন্নত মানের শহর।
তবুও জাপান কোনো দেশের সাথে শত্রুতা করতে রাজী নয় ।তারা সবার মিত্র বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় । আর যুদ্ধ বিরোধ থেকে
জাপান কয়েক হাজার কিলো মাইল দুরে থাকতে চায় । আমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে এত উন্নয়নশীল বা ক্ষমতা সয়ংসম্পূণ্য একটা দেশ কেন তারা তাহলে যুদ্ধ থেকে দুরে থাকতে চান ? তার কথা নিচে দিলাম ।
আমাদের সকলেরি কম বেশি জানা আছে ১৯৪৫ সালের ৬ই আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে এবং তার তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ফ্যাট ম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।আর এটে অনুমান করা হয় যে ১৯৪৫ সালের ডিসেম্বরের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১৪০০০০ লোক মারা যান।নাগাসাকিতে প্রায় ৭৪০০০ লোক মারা যায় এবং পরবর্তীতে এই দুই শহরে বোমার পার্শ্বপ্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যান আরো ২১৪০০০ জন।জাপানের আসাহি শিমবুন-এর করা হিসাব অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের ওপর হাসপাতাল থেকে পাওয়া তথ্য গণনায় ধরে হিরোশিমায় ২৩৭০০০ এবং নাগাসাকিতে ১৩৫০০০ লোকের মৃত্যু ঘটে। দুই শহরেই মৃত্যুবরণকারীদের অধিকাংশই ছিলেন বেসামরিক ব্যক্তিবর্গ।জাপানের আত্মসমর্পণের পেছনে সেই বোমাবর্ষণের ভূমিকা এবং এর প্রতিক্রিয়া এবং যৌক্তিকতা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরে অধিকাংশের ধারণা সেই বোমাবর্ষণের ফলে যুদ্ধ অনেক মাস আগেই সমাপ্ত হয়, যার ফলে পূর্ব-পরিকল্পিত জাপান আক্রমণ সংঘটিত হলে উভয় পক্ষের যে বিপুল প্রাণহানি হত, তা আর বাস্তবে ঘটেনি।অন্যদিকে জাপানের সাধারণ জনগণ মনে করে এই বোমাবর্ষণ অপ্রয়োজনীয় ছিল কেননা জাপানের বেসামরিক নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য গোপনে কাজ করে যাচ্ছিল।
সেই যে জাপান হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণর এটা যাতা খেয়েছিলেন সেই ভয়টা আজও কাজ করছে,আজও
জাপান কোনো যুদ্ধের কথা শুনলে জাপান ভয় পান সেই হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের কথা মনে করে ।
আর এজন্য জাপান কখনো কারো সাথে কোনো যুদ্ধ,দণ্ড,বা বিরোধের আগে পিছে নেই । জাপান কারো সাথে কোনো সমস্যা হওয়ার
আগেই সেলেন্ডার করে ফেলেন । যদি ঠিক হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমাবর্ষণের মত কোনো ঘটনা ঘটাতে পারতো বড়
বড় যুদ্ধবাজ দেশগুলোর ওপরে তাহলে হয়ত তারাও কিছুটা সোজা হয়ে যেত । সে অ্যামেরিকা হোক আর ইরান,ইরাকই হোক ।
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঐসব দলিল ফলিল ভাই আজকাল কোনো বিষয় না বিষয় একটাই যার মাথা ব্যাথা আছে সেই বুঝে মাথা ব্যাথার অনুভুতি।
ধন্যবাদ।
২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
ইরানের বড় শয়তান'এর (সুপ্রীম লীডার) মাথায় এটম বোমা না পড়া অবধি তার শয়তানী বন্ধ হবে না।
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ইরান বলে কোনো কথা নেই চাচাজান,আর নেই ট্রাম্প বলে কোনো কথা । সবাই এক রকমই ।
৩| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৩
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " ইরান বলে কোনো কথা নেই চাচাজান,আর নেই ট্রাম্প বলে কোনো কথা । সবাই এক রকমই । "
সবাই এক রকম নয়, আপনি এনালাইসিস করতে পারছেন না সঠিকভাবে।
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সেটা ঠিক আমি আবার সল্প বুঝের মানুষ কি না সেজন্যই হয়ত এমন ভাবনা ।
৪| ১০ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৫৭
সোহানী বলেছেন: দ্বিতীয় মহাযুদ্ধে সমর্পনের অন্যতম শর্তই ছিল জাপান কোন সেনাবাহিনী রাখতে পারবে না। আর সে কারনেই এখনো জাপান তা মেনে চলছে। তবে তারা যা করেছে তা হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর বাইরের রাস্ট্রে নাক গলানো বন্ধ হবার কারনে নিজের ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশান ঘটে। আজকের জাপান এর উপর দাড়িয়ে আছে।
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ আপু । আমি সল্প বোঝার মানুষ তাই কি বুঝতে কি বুঝেছি আর কি লিখতে কি লিখেছি কে জানে !
৫| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২৪
রাজীব নুর বলেছেন: জাপান যাওয়ার ইচ্ছ আছে।
১০ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৩০
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চলেন দুই ভাই মিলে হাতে হাত ধরে কাধে কাধ লাগিয়ে হাটতে হাটতে চলে যাই । তবুও হয়ট গিনেজের বুকে রেকড হয়ে যেতে পারে আমাদের এই ঘটনা ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪২
আসোয়াদ লোদি বলেছেন: জাপানের আত্মসমর্পণের দলিলে কোন দেশে সেনাবাহিনী প্রেরণ ও মরণঘাতি যুধাস্ত্র তৈরি করতে পারবে না এরকম শর্ত আছে।