![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বেশ কয়েকদিন থেকেই চলছে ঢাকা শহরে দুই সিটির নির্বাচনের মেয়র এবং কাউন্সিলর পদ প্রাথীদের প্রচারনা ।
মার্কারো শেষ নেই নৌকা,ধান,ঘুড়ি,রেডিও,ডলফিন,ঠেলা গাড়ি,বই,আনারস,জিবগাড়ি,আরো কত কি তার হিসেব
করতে গেলে রাত শেষ হয়ে যাবে । যাই হোক মুল কথায় আসি,এলাকার ওলি,গোলির, দেয়ালে দেয়ালে বাড়ির দেয়ালে
দেয়ালে,তাছাড়াও বিদুৎ এর এক খাম্বা থেকে আরেক খাম্বা সুতা বা রশিতে মার্কা আর পদ প্রথীদের ছবি দিয়ে পোস্টার
লাগিয়ে ভরে ফেলেছেন ।আসলে ঢাকা শহরকে দেখতে এখন কেমন লাগছে সেটা আমি নাই বা বললাম,ব্লগার বা পাঠকেরাই
ভালো জানেন ।মনে হয় সম্ভব হলে বা মরনের ভয় না থাকলে বিদুৎ এর মেন তারেও পোস্টার লাগানো হতো। যাই হোক আমাদের কথা হলো আপনেরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে নানান ধরনের জন সেবা দেয়ার কথা বলে এসেছেন সেগুলো নাহয় নাই বললাম,কিন্তু পোস্টারের গায়ে যে ''মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ মুক্ত,এলাকার সার্বিক উন্নত ও সমৃদ্ধ,এবং পরিস্কার পরিচ্ছন্ন করার কথা লিখেছেন সেগুলো ঠিক মত করলেই হবে । তবে নির্বাচনের পর প্রতিটা মেয়র ও কাউন্সিলারদের প্রধান কাজ করতে হবে যেটা,সেটা হলো এলাকার ওলি গোলি ও বাড়ির দেয়ালে এবং বিদুৎ এর খাম্বায় যে পোস্টার লাগানো হয়েছে সেগুলো নির্বাচনের পরেরদিনই সকাল থেকে তুলে বা সরিয়ে ফেলতে হবে । আর সম্ভব হলে একটু দেখবেন,সেই পোস্টারের বর্জ্যগুলো কাগজ কলে দিয়ে আবার নতুন করে কাগজ বানানো যায় কিনা,আর সেটা হলে কিন্তু দেশের
বিপুল পরিমান অর্থ আয় হবে ।
২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কি বলেন তারাতো বেশ জনপ্রিয়তা আছে আমি দেখছি,তা ছাড়াও তাদের ভালো চাহিদাও আছে ।
২| ২৯ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৭
চাঁদগাজী বলেছেন:
১৭৫ জন ডাকাত হবে কাইন্সিলার; আর ২ জন ডাকাত হবেন মেয়র।
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি সিউর না হয়ে এখনি কিছু বলতে পারছি না চাচাজান ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩০
করুণাধারা বলেছেন: কাগজ পলিথিন মোড়ানো, এটা কাগজ কলে দেয়া যাবে না।
২৯ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৪
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কাগজ থেকে পলিথিন আলাদা করাতা বেশি সময়ের ব্যাপার না ভাই ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০১
রাজীব নুর বলেছেন: তাপস বা আতিকূল কেউই ঢাকার জন্য বিশেষ কিছু করতে পারবে না।