নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা আমাদের সন্তানদের মনের ওপরে যেকোনো প্রকার নির্যাতন করা থেকে বিরত থাকি

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৫


যে কোনো বাবা মায়ের উদ্ধেছেই আমি বলছি, দয়া করে আপনার শিশুর প্রতি কোনো পদক্ষেপ নেয়ার আগে, আপনার
শিশুর মনযোগ সম্পর্কে জানুন বা তার ইচ্ছেটা জানুন এবং তার মতামত বুঝার চেষ্টা করুন।হয়ত আপনি চাচ্ছেন আপনার
শিশুটিকে কোনো ভালো মাদ্রাসা বা আরবি অথবা হাফেজি লাইনে পড়াতে,কিন্তু সে চায় জেনারেল বা ইংলিশ মিডিয়ামে
পড়তে,দেখা গেল আপনি আপনার শিশুর মনযোগকে মূল্যয়ান না করে আপনার মত করে তাকে মাদ্রাসা দিলেন পড়তে,
কিন্ত সে মাদ্রাসা যেতে চাইবে না আর কোনো মত গেলেও হয়ত সেখান থেকে পালিয়ে আসবে আর তখন আপনি রাগে বা
জিদ্দে তার শরীরে টরচার শুরু করে দিলেন,একবার ভেবে দেখেছেন এতে করে লাভের পরিবর্তে এক দিকে আপনার শিশুটা
শরীরে আঘার্ত প্রাপ্ত হলো,অন্যদিকে তার মনের বা ইচ্ছে শক্তির উপরেও বিশাল একটা প্রভাব পড়বে ।আসলে প্রতিটা
মানুষেরই শিক্ষাজীবন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা।তবে সেটা হতে হবে অন্তত তার নিজের ইচ্ছে মত বা তার আগ্রহের
মাধ্যমে ।

আমাদের প্রতিটা মা,বাবাকে বুঝতে হবে যে তার সন্তানের আগ্রহ আসলে কোন দিকে ? আমাদের সমাজের
চারোপাশে তাকালে যেটি আমরা স্বচোখে দেখতে পারি বা অনেক সময় দেখা যায় আমাদের সন্তানের আগ্রহ একদিকে
আর আমাদের অর্থাৎ সেই সন্তানের মা,বাবাদের আগ্রহ আরেকদিকে।আর এসব জটিলতার কারনে যেমন চাপ প্রয়োগ হয়
শিশুটির মনের উপরে তেমন সে ধীরে ধীরে হতাশাগ্রস্তের ভুক্তভুগি হয়।অবশেষে একটা সময় এসে দেখা যায় সেই শিশু সন্তানটি
লেখা পড়ার দিক থেকে তার মনযোগ এবং আগ্রহ হারিয়ে ফেলেন ।একটা কথা আমাদের মনে রাখতে হবে সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হলে,প্রতিটা অভিভাবকদের উচিৎ সন্তানের বন্ধু হয়ে উঠা এবং খুব কাছ থেকে মিশতে হবে সন্তানের সাথে,তবে সন্তানের মনোভাব বুঝতে সহজ হবে।তাই আসুন আমরা আমাদের সন্তানদের মনের উপরে চাপ দেয়া এবং সকল প্রকার মানষিক নির্যাতন থেকে বিরত থাকি আর তাদেরকে তাদের মত করে গড়ে উঠতে সাহায্য করি ।

ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ ।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২১

করুণাধারা বলেছেন: ভালো বিষয়ে লিখেছেন। আমরা অনেকেই সন্তানের ভালো করছি ভেবে আসলে মানসিক নির্যাতন করি।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩০

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া । আপনার মন্তব্যে অনুপেরিত হোলাম ।

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

অভি চৌধুরী বলেছেন: মুসলমানের অনেক বুদ্ধি, পুরো পরিবারের সবাই মিলে একসাথে পাপ করবে আর একজনকে দিবে মাদ্রাসায় হাতে ঝাড়ু দিয়ে বলবে - যা বাবা আমাদের সব পাপ ধুয়ে মুঝে ঝেড়ে দে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আসলে সত্যি বলতে এগুলো আমাদের সকলের ভুল ধারনা । কারো কেহ মুছতে পারেনা। আল্লাহু যার যার হিসাব তার তার
কাছ থেকে বুঝে নিবেন ।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮

রাজীব নুর বলেছেন: নিজ সন্তানকে কি কোনো বাবা মা নির্যাতন করে? করতে পারে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নির্যতন কত ধরনের আছে সেটা জানেন ?

৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৩

(লাইলাবানু) বলেছেন: আমার সন্তানদের নিয়ে আমিও চিন্তিত।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আশা করি সব ঠিক হয়ে যাবে ।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বর্তমান সময়ের একটা সত্যিকার চিত্র তুলে ধরেছেন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.