![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সময় অতি দীর্ঘ নয়,
তবু মনে নাই কোনো ভয় !
কেন এমন হয়,
হয়েছে যা শুধুই পাপের সঞ্চয় ।
প্রান্ত পথ,কোথাও উঁচু কোথাও নিচু,
আছে অগ্নিগিরি,আছে বরফ পাহাড়,
আছে শীতল আবোহাওয়া,
ওর তুলনায় এ পৃথিবী কিছু নয় ।
আজ শহরটাকে মনে হচ্ছে, যেন বনের হিংস্র জন্তুর পরিপূর্ণ,
নিজেকেই দেখে মনে হচ্ছে,অসহায় এক ঘৃণ্য প্রাণী !
মধুর কন্ঠে দুষ্টের অনুচরণ,
পারলাম না হয়তো দিতে কাব্যের বাক বিবরন ।
ছবি: অন্তজাল ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ !
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ ছন্দ বর্ণ । শুভেচ্ছা সতত ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় কবি । শুভকামনা ।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪
রাজীব নুর বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কাব্য ভালো লেগেছে । এটাকি আপনি কব্যের সিড়িজ শুরু করলেন ?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২
নিভৃতা বলেছেন: অসাধারণ!