নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বামী স্ত্রী ভাবনা

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬


আসলে আমরা অনেকেই আছি যারা বিয়েসাদির আগে স্বামী কেমন হবে বা স্ত্রী কেমন হবে ? আবার কেও আছি কালো ছেলে বা কালো মেয়ে পছন্দ করিনা । এসব নিয়ে নানান টেনশন বা ভাবনায় পরে যাই । আসলে পছন্দ হল যার যার ব্যক্তিগত
একটা বিষয়,যেমন কেও সাদা মেয়ে পছন্দ করেন,কেও কেও আবার এর ব্যতিক্রম বা কালো মেয়ে পছন্দ করেন ।
কিছু নারী আছেন সুন্দর স্মার্ট বা হেমসাম সুন্দর লম্বা চৌরা ছেলে পছন্দ করেন।ঐ ছেলেটা বা তার স্বামী কি ঠিক মত খাওয়াতে
পড়াতে বা সব চাহিদা ঠিকমত পূরণ করতে ইনকাম সহ সবদিক দিয়ে সক্ষম আছে কিনা সেটা দেখার প্রয়োজন নেই । কিন্তু
বিয়ে সাদি হয়ে গেলে পরে ঠিকি পরের কালো স্বামীর উপরে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পরকিয়ায় লিপ্ত হন ।
আর অনেক নারী আছেন যারা স্বামী কালোই হোক আর ধলা বিলাই হোক তাতে কিছু আসে যায়না,স্বামী ঠিকমত তিনবেলা খাওয়াতে,
১২ হাত দুইটা সুটি কাপর আর রাতে মাথাগোজার মত একটা সুন্দর ঘর দিতে পালেই হল।এক কথায় ভালো নারীরা চান
স্বামীকে নিয়ে একটা সাজানো গোছানো সংসার ।

আর কিছু সুন্দর হেমসাম পুরুষ আছেন যারা বিয়ে করার আগেই ভাবেন শালার জীবনে বা কপালে যা আছে বিয়ে যখন
করবোই তখন বউটা সুন্দরি দেইখ্খাই করবো । কথা হল বউয়ের চরিত্র ভালো না খারাপ,বিয়ের পরে ঘরে সুখ শান্তি হবে
কি না,বউ কি স্বামীর বাবা,মা,কে,এবং ননদ,দেবর,দের সাথে মিলেমিশে সংসার করতে পারবে কি না সেটা বুঝা বা জানার
বিষয় মনে করেননা ।বিয়ের পরে শরু হয় খেলা । কথায় আছে বাসর ঘরেই বিড়াল মারতে হয়,কিন্তু এখনকার যুগে কয়জন স্বামী
আছে যে বাসর ঘরে বিড়াল মারতে পেরেছে । আসলে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে কোনো পুতুল খেলা নয়,তাই যে কোনো
ছেলে মেয়ের বিয়ের আগে কম হলেও বা অল্প কিছুদিন হলেও তাদের সময় দেয়া দরকার যাতে করে দুইজন দুইজনকে চিনতে পারে,
বুঝতে পারে,একে অপরের সম্পর্কে ভালো মন্দ সবকিছু জানতে পারে । তাহলে বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে সহজে কোনো ঝগরা
বা কন্দোল লাগার কথা না ।

তবে সংসার সুখের হয় যেমন রমনীর গুনে তেমন আবার প্রয়োজন স্বামীরও ভালো ইনকাম । তাছাড়াও সংসারকে সুখের স্বর্গ রাজ্য
করতে হলে স্বামী স্ত্রী দুইজন দুইজনের মনের চিন্তা ভাবনা এক হতে হবে । দুইজন দুইজনকে বুঝতে হবে। একে অপরকে ভালো সঙ্গ
দিতে হবে । স্বামী মেজাজ খারাপ বা স্বামী কোনো কারনে রাগী হলে,সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে নিজের মেজাজ বা রাগ কন্ট্রোল করতে হবে।ঐ অবস্থায় স্ত্রীকে চুপচাপ নিরব থাকতে হবে । স্ত্রীর বেলায় স্বামীকেও একই পথ অনুসরন করতে হবে ।সনসারে যদি স্বামী,স্ত্রী দুইজনই রাগী হন তাহলে সেই সংসারে না হবে সুখ,না থাকবে কোনো শান্তি ।






মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো লেখা। সাথে বানান ভুল তো আছেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আমি নিজেই একটা অগোছালো মানুষ । বানান দুই একটা ভুল হতে পারে। বানানের চেয়ে মনের ভাবনা বড় বিষয়।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর হয়েছে ভাই। :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: বিয়ের ব্যপারে প্রত্যেকের উচিৎ অতি আবেগকে প্রশ্রয় না দেওয়া। বাস্তবতার মোকাবেলা আবেক দিয়ে হয়না। আর জীবনের চরম বাস্তবতা হলো সাংসারিক জীবন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সহমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.