![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এখনো উদাস হয়ে যাই,যখন শুনি কারো মোবাইল ফোনে বা কারো স্পিকারে বাজছে,
সেই হারানো সুর,সেই হারানো গান !
যে গানে জুরায় হৃদয় আমার !
সরল মন,সুরের অনুভবতায় রঞ্জিত প্রাণ ।
এখন আর রাত দশটা কি এগারোটা বাজলেই রবিবার হয়না বিটিবি সামনে বসা নিয়ে কোনো দন্ড,
হয়না দেখা রুপালী পর্দার,আর হয়না শোনা কোকিল কন্ঠ সুরের ছায়া ছন্দ,ছায়া ছন্দ ,
এখন আর হয়না দেখা শুক্রবার দুপুর তিনটায় বিটিবির পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা দেখা !
তাই বুঝি এখন আর হয়না,
পরিবার মিলে দেখার মত কোনো চিত্রনাট্য বা নাটক লেখা ।
এখন হয়না যাওয়া ঈদ এলেই,এক দল বেধে কিশোর কিশোরিদের কোনো পার্কে যাওয়া,
হয়না ঈদে সালামি হিসেবে নতুন কোনো দুই টাকার চকচকে নোট পাওয়া ।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: কেন মিছে অভিমানের ভান করছেন । আপনি কি বুকে হাত দিয়া কইতে পারবেন ? আপনার কি সেই আগের কৈশর শৈশবের
দিনে ফিরে যেতে মন চায়না ?
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৪
নেওয়াজ আলি বলেছেন: মনোহর লেখা।
০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: ওকে। বুঝতে পেরেছি।
তাহলে আবার আগের মতোণ হয়ে যান।