নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

নীলাঞ্জনা নামক নীল দেবী

৩০ শে মে, ২০২০ রাত ১১:২৭


কত ভাঙ্গন, কত ধংশ,কত রক্তক্ষয় !
তবুও নীলাঞ্জনা নামক নীল দেবীদের জয়,
আর দেবী পুজারী মত্য দেবদের পরাজয় ।
মত্য দেবরা কত যে অসহায়,
সেটা বলে বোঝানো কারো সাধ্য নাই,
সব শেষে মত্য দেবদেরই সব দোষ সব দায় ।
আর নীলাঞ্জনা নামক নীল দেবীরা,
সদা পবিত্র থেকে ফুল পুষ্প আর দেবাঞ্জলির সৌরভতা ছড়ায় ।
শুনেছি দেবীদের মন মোমের মত নরম হয় !
প্রদিপ জ্বালিত মোমগুলো,অগ্নিশিখার তাপে গলে পানি হয়,
কিন্তু নীলাঞ্জনা নামক নীল দেবীদের মন না নরম না তরল,
নীল দেবীদের বাহির থেকে দেখতে ভাবা হয় যতটা সরল,
কিন্তু ভিতরে তারা তার চেয়েও বেশি ছলনাময়ী আর গড়ল ।
কত যে আহাজারি,
তবুও কমতি নাই নিশি রাতে সদ্য ফোটা ফুলে নীলাঞ্জনা নামক নীল দেবীদের পুজারী ।
তবু কি পুজা থেমে আছে ?
পুজা চলছে অবিরত ।
নীলাঞ্জনা নামক নীল দেবীদের মন বোঝা,
আর মেঘাছন্ন রাতের অন্ধ গহরে চাঁদ খোঁজা !
নাহ! নীলাঞ্জনা নামক এই পাথর নীল দেবীর মন গলানো নয় এত সোঁজা ।

ছবি: গুগল ।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ রাত ১১:৩৯

নেওয়াজ আলি বলেছেন: নান্দনিক

১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ৩১ শে মে, ২০২০ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় আপনার আবেগ খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।

১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৩| ১৪ ই জুন, ২০২০ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: একেতো দেবী, তার উপরে নীল!

১৪ ই জুন, ২০২০ রাত ১০:৫৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আবেগের কোনো দোষ নেই স্যার। আবেগতো আসলে আবেগই। চোখে দেখা এক আর ভাবনা আরেক।ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.