![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি বড় ভুল করেছি
তোমায় ভালোবেসে ।
তাইতো নিয়তি আমার হাসে ।
আমায় ভুলে তুমি সুখে থাকলে
ভেবে নিও আমিও সুখি ।
ওগো দেহ নয়
মনের লুকিয়ে থাকা কষ্ট আর চোখের নোনা জল,
থাকবে হয়ে চিরকাল তোমার আমার প্রেমের ফসল ।
জীবনে প্রেম আসে একবার,
সে প্রেম দুঃখ দেয় বারবার।
মাঝে মাঝে স্বপ্নের বাজে বাজে,
দেখ তুমি খুঁজে ।
পেলেও পেতে পারো
আমায় তুমি তোমার সেই স্বপ্নের মাঝে।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ব্লগেতো আমি আসতে চাই ভাই কিন্তু সময় যে আমাকে টেণে হ্যচড়ে আকড়ে ধরে। অনেক শুভ কামনা।
২| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৫
রামিসা রোজা বলেছেন:
সত্যিকারে ভালবাসায় জয়-পরাজয়ের হিসাব করতে নেই
বিনিময় বিহীন ভালোবাসতে হয় ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক বলেছেন আপু । তবুুও আবেগের কাছে আমাদের হার মানতেই হয়। শুভকামনা আপু।
৩| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪২
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বিরামচিহ্ন আর বানানগুলো একটু দেখবেন। কবিতার স্বাদ পানসে হয়ে যায়। আর, ওগো সম্ভাষণটা বিলুপ্তপ্রায় কবিতায় এখন, কারণ এই সম্ভাষণ ব্যবহারে সম্পূর্ণ কবিতার ভাষা ও ভাব পরিবর্তন জরুরী হয়ে পরে। শুভ কামনা।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: থ্যাঙ্কস আপু । অবশ্যয় এর পর থেকে আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্ঠা করবো আপুু। আসলে আপু আমি এই লাইনে নতুন।এখনো এলেম কেলেম তেমন শিক্ষা নেয়া হয়নি।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
ইদানীং ব্লগে আপনাকে কম দেখি কেন?