নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ

ধন্যবাদ সকলকে !

একজন অশিক্ষিত মানুষ › বিস্তারিত পোস্টঃ

পরাজিত ভালোবাসা

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪২


জানি বড় ভুল করেছি
তোমায় ভালোবেসে ।
তাইতো নিয়তি আমার হাসে ।
আমায় ভুলে তুমি সুখে থাকলে
ভেবে নিও আমিও সুখি ।
ওগো দেহ নয়
মনের লুকিয়ে থাকা কষ্ট আর চোখের নোনা জল,
থাকবে হয়ে চিরকাল তোমার আমার প্রেমের ফসল ।
জীবনে প্রেম আসে একবার,
সে প্রেম দুঃখ দেয় বারবার।
মাঝে মাঝে স্বপ্নের বাজে বাজে,
দেখ তুমি খুঁজে ।
পেলেও পেতে পারো
আমায় তুমি তোমার সেই স্বপ্নের মাঝে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

ইদানীং ব্লগে আপনাকে কম দেখি কেন?

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ব্লগেতো আমি আসতে চাই ভাই কিন্তু সময় যে আমাকে টেণে হ্যচড়ে আকড়ে ধরে। অনেক শুভ কামনা।

২| ২৪ শে আগস্ট, ২০২০ রাত ৩:৪৫

রামিসা রোজা বলেছেন:
সত্যিকারে ভালবাসায় জয়-পরাজয়ের হিসাব করতে নেই
বিনিময় বিহীন ভালোবাসতে হয় ।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ঠিক বলেছেন আপু । তবুুও আবেগের কাছে আমাদের হার মানতেই হয়। শুভকামনা আপু।

৩| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৪২

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বিরামচিহ্ন আর বানানগুলো একটু দেখবেন। কবিতার স্বাদ পানসে হয়ে যায়। আর, ওগো সম্ভাষণটা বিলুপ্তপ্রায় কবিতায় এখন, কারণ এই সম্ভাষণ ব্যবহারে সম্পূর্ণ কবিতার ভাষা ও ভাব পরিবর্তন জরুরী হয়ে পরে। শুভ কামনা।

০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪২

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: থ্যাঙ্কস আপু । অবশ্যয় এর পর থেকে আপনার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্ঠা করবো আপুু। আসলে আপু আমি এই লাইনে নতুন।এখনো এলেম কেলেম তেমন শিক্ষা নেয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.