![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]
বাবার আদরের মেয়ে । কোনদিন কষ্ট বুঝিনি তেমন । স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ার সময় বাবার সাধ্যমত টাকা দিয়েছে। বাবার টাকায় চলা মানুষ। টাকা যে কোন আজব জিনিস, আর এর কি অলীক শক্তি তা নিয়ে কখনও ভাবিনি। ভাবনার প্রয়োজনও হয়নি। এতটুকু জানতাম যে টাকার প্রয়োজনে মানুষ ঘুষ খায়। কিন্তু এই পয়সা, পাওয়ার, পজিশন মানুষের, শিক্ষিত মানুষের যে কত নৈতিক অবক্ষয় ঘটিয়েছে আর তা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়েছে কিভাবে আমাদের অজান্তে আমরা জানিনা,ভাবিনা । জানলেও এটাই আমাদের কাছে স্বাভাবিক এখন।মানুষ মানুষকে টাকার জন্য খুন করে এটা এখন এই দেশে ডাল ভাত। কিনতু আমি বলছি মধ্যবিত্তের কথা...
কালকে এক পুরোনো বন্ধুর সাথে কথা বলতে গিয়ে কিছু কথায় অবাক হলাম সাথে বিমর্ষ হয়ে গেলাম। ভাবলাম চলমান কুরে কুরে খাওয়া সমাজে এখন এতো বিশ্রীভাবে মধ্যবিত্ত সমাজ গা এলিয়ে দিলো কেনো?
আজ আমরা বাড়ির ড্রয়িংরুমে বসে সবাই মিলে একসাথে উ লা লা লা দেখি, কিচ্ছু মনে করিনা।
আমার চাচাত ভাই বলছিলো ওর ইউনিভার্সিটিতে এক টিচার নাকি উলা লা তু হ্যায় মেরি ফ্যানটাসি গানটা গায়..! আমাকে আমার এক ছাত্র বলেছিল ম্যাডাম উলালা গানটা আছে কি মোবাইলে? !!!!
আচ্ছা ধমক দিয়েছিলাম।
চাচাত ভাই শুনে বলেছিল বুড়োদের পাশাপাশি এখনকার পিচ্চিগুলাও তো দেখি কামুক!!!
ওকেও দিলাম এক বকা!!
কি বলিস না বলিস বড় বোনের সামনে?
যাইহোক আজকের লেখাটা আমার ঔ ছেলেবন্ধুর সাথে কিছু কথোপকথন দিয়ে শুরু করবো তারপর আমার একটা বাস্তব অভিঙ্গতা আর শেষে গুলশানের একটি স্বনামধন্য স্কুলে টিচার হিসেবে আমার আর একটি বাস্তবতার কাহিনী তুলে ধরবো। আর প্রশ্ন থাকবে আপনাদের কাছে
বন্ধুর সাথে কথোপকথন
কিরে তুই বিয়ে করবি কবে?
করবোনা,টাকা নাই
বয়সতো কম হয়নাই।
টাকা নেই বিয়ে করার বলছিতো।
তোর কত টাকা দরকার বিয়ে করতে?
মিনিমাম ৭০ লাখ।
৭০ লাখ!!!
কি বলিস?একমাত্র চোরাকারবারীরা এতো টাকা বিয়ের বাজেট করতে পারে!!এতো টাকায় কি করবি?
একটা ফ্ল্যাট কিনবো ৫০ লাখ টাকায়, আর একটা কার ২০ লাখ টাকায়।
বিয়ে করতে ফ্ল্যাট আর কার লাগবে ক্যানো?
এগুলো ছাড়া বিয়ে হচ্ছেনা সনি।কেউ মেয়ে দিতে চায় না।
বলিস কি মোমিন!! মাত্র ২৭/২৮ বছর বয়সে কার আর ফ্ল্যাট পাবি কেমনে তুই?
ঔতো যতদিন ওগুলো না হবে বিয়েও হবেনা।
এইটা কোন কথা? বিয়ে করতে গেলে কার,ফ্ল্যাট রেডি থাকতে হবে কেন? এগুলো তো সময়ের সাথে মানুষের হবে । সবকিছু কি মানুষ জন্মের সাথে সাথে পায় নাকি?
সনি মেয়ের বাবা মারা সেটা জানতে,বুঝতে চায়না। তারা এভরিথিং রেডি চায়। সনি এটাই এখন বাংলাদেশের কালচার।
চুপ থাক।কয়টা কালচারের বই পড়েছিস?
আমি গলাবাজি করতে থাকি...
হঠাত চুপসে গেলাম বন্ধুর এক কথায়..কারন ও বলেছিলো..
সনি তোর বাবা মা কি করেছিল মনে করে দেখ!!
সত্যিতো
কালচারের ডেফিনেশন কেউ জানুক আর না জানুক দ্যট ইজ কালচার অফ বাংলাদেশ নাউ
ফিরে যাই তাহলে পিছনে।
আমার জীবনের সেই বাস্তব ঘটনা
আমাকে বলা নেই কওয়া নেই আমার বাবা একেবারে এক ছেলে কে বাড়িতে নিয়ে হাজির।
আমি ইউনিভার্সিটির প্রেজেনটেশন বাদ দিয়ে এসেছি বাসায়!!!
আমার অনেক গুরুত্বপূর্ন কাজ ফেলে আমি বাসায় সেই ছেলের দেখা পেতে।
কে সে?
বুয়েট থেকে পাস। ইনজিনিয়ার(বিসিএস ক্যাডার)।
ইংল্যান্ড থেকে এম.এস করে এসেছেন। আবার ইংল্যান্ড এ যাবেন পি.এইচডি করতে।
সবচেয়ে বেশী আমার বাবার জান ধরকে গেছে যে কারনে(আনন্দে)
ছেলের ধোকার শহর ঢাকার উত্তরায় আছে ফ্ল্যাট, কার মালে মালামাল
আমার একটাই প্রশ্ন সরকারী চাকরী করে এসব এলো কোথা থেকে?
আমাকে বিনদুমাত্র জানানোর বা মতামত নেয়ার প্রয়োজন মনে করেনি কেউ। কারন আমি মানুষ না বোধয়। প্রত্যেকটা মানুষের বিয়ে নিয়ে কিছু স্বপ্ন থাকে থাকে নিজস্ব কিছু চিন্তার জগত। আর একটা ফ্ল্যাট বা কার শধু এইটুকু কি পরিমাপক একটা মানুষের ভালত্বের পরিমাপের?
মানুষের চিন্তাভাবনার ভিন্নতা থাকেই কিনতু কেউ যদি হয় উত্তর মেরু আর কেউ দক্ষিন মেরু সেই সংসার কতটা সুখের হতে পারে?
আমার কাছে মনে হতো বিয়ে হয় দুইটা মানুষের ভালোলাগা, বয়সের মিল, পরিবারের সমতা আছে কিনা ,দুইটা মানুষের সবরকম খোলাখুলি আলোচনার মাধ্যমে।
কিন্তু এখন দেখছি এই সমাজ বুঝে শুধু ফ্ল্যাট,টাকা,কার, প্লট।
আচ্ছা বাংলাদেশের সব লোক যদি চাইতো ঢাকায় তাদের ফ্ল্যাট থাকতে হবে, তাহলে ভাবুনতো এই ডাস্টবিনের নগরী তাইলে কই গিয়ে দাঁড়াতো?
মানুষের মুখে দুইটা ভালো বই নিয়ে কথা শুনিনা। দুইটা ভালো কাজের জন্য উতসাহো পাইনা । চোরাকারবারী, ঘুষ, ডাকাতি সবই আজ এই দেশে প্রশংসিত।
মানুষ জানতে চাইনা আপনি কত ঙ্গানের আলো, জানতে চায় মাল কিতনা হ্যায়?
মেয়ের বাবা ডাকাতির টাকা দিয়ে লাখ টাকার হীরার আংটি দিয়ে দরবার হলে বিয়ের দরবার করবে আর বিবাহ পরবর্তী মেয়ে করবে পরকীয়া , ছেলে অফিসে নিংরামী। কিন্তু কোই বাত নেহি। যতই নোংরামী করিনা কেনো আমরা এলিট ক্লাসে নাম লিখিয়েছি আমরা এলিট
গুলশানের নামকরা স্কুলের এলিট ক্লাসের বাচ্চাদের এলিট কান্ড
কয়েকমাস গুলশান ২ এর একটা অত্যন্ত নামকরা স্কুলে আমি ইংলিশ টিচার ছিলাম।
আই স্কুলের প্রিন্সিপাল এক ভদ্রমহিলা ,যিনি ক্লাস ১২ পর্যন্ত ছিলেন ইংল্যান্ডে।তারপর ঢাকা ইউনিভারসিটির ইংলিস থেকে মাস্টার্স তারপর দেশেই স্কুল চালাচ্ছেন। আমি উনাকে দেখছি সামনাসামনি একবার।কথাও হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি!!(উনার সাথে দেখা হলে সবাই অপ্রীতিকর ঘটনার ভয়ে থাকে)
কারন উনার মুখের ভাষা নাকি খুব খারাপ।উল্লেখ করছিনা ভাযাগুলো কারন অনেক কুতসিত অনেক পাঠক অনেক রকম প্রশ্ন করতে পারেন। তবে এই স্কুলটা চিনেনা ঢাকায় এমন মাণুয কম। এন্ড এই ভদ্রমহিলার কারবার সবাই জানেন কম, বেশী। সম্মান কি জিনিস টিচাররা একানে জানেন না। যে সমাজে একজন টিচার কাজের লোকের চেয়ে নীচু শ্রেনীর অন্তর্ভুক্ত সেই সমাজ আজ কোথায়,কোন বিপদের সন্ধিক্ষনে আছে আপনারা একটু বিবেচনা করবেন কি?
যাই হোক মূল ঘটনায় আসি।
একদিন স্কুলে গিয়ে শুনি ক্লাস টুয়ের কয়েকটা বাচ্চা ক্লাসের বাথরুমে খুব বাজে কথা লিখেছে।
কি লিখেছে এমন ক্লাস টুয়ের বাচ্চা?
আমি শুনে হতভম্ব
লিখেছে
আই ফাক উ।
আই লাইক ফাকিং। আই ওয়ান্ট টু ফাক ..একজনের নাম।
দুইটা ছেলে এমন লিখেছে।
বাথরুম লক করা হয়।
ওরা নাহয় বাথরুমে লিখে ভুল করেছে।
কিন্তু ওরা অলটাইম এই ভাষা ব্যাবহার করে এটা আমরা টিচার রা জানি।
এই বাচ্চাদের আবার কিছু বলা যাবেনা।
কারন এদের এলিট বাবামা লক্ষ লক্ষ টাকা ঢেলে এদের এখানে পড়াচ্ছে।
দুইটা বাচ্চা কে একটা কিছু বললে ইনকাম কতো কমবে খবর আছে?
যে সমাজ দুইটা বইয়ের কদর করেনা। যে সমাজে আজ ভালোমানুষের মাপকাঠি ফ্ল্যাট।প্লট আর টাকা,ব্যভিচার, অথবা টিভি দেখা বলতে একমাত্র হিন্দি সিরিয়াল। আর বাচ্চাগুলো চলে গেছে এই পরযায়ে সেই সমাজের কাছে কি প্রত্যাশা আপনাদের?
এখনতো সবার প্রত্যাশা এলিট হওয়ার
দোষ কার? ঢাকার পরিবহন ব্যবস্হার?
অর্থনৈতিক মন্দার?
টিভি সিরিয়াল?
দেশের সরকার?
নাকি আমাদের মত একদল শিক্ষিত তরুন তরুনী যারা সমস্ত নোংরামি কে কোন না কোনভাবে সাপোর্ট দিচ্ছি।
কারন আমরা চুপচাপ আছি।
নিজের মতামত জানানোর মত বুদ্ধিও আমাদের লোপ পেয়ে গেছে।
আর মৌনতা তো সম্মতির লক্ষন তাইনা?
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:২৫
শামীম আরা সনি বলেছেন: আবার ছাগু টাগু টাইনেন না ভাই। পোস্টের বিযয়ে কথা বলেন।আর কি করা যায় সেইটা বলেন। এভাবে আর কত?
২| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১২
নিষ্কর্মা বলেছেন:
বহুদিন পরে সমাজের এক্কেভাবে ভেতরের, এক্কেবারে সত্যিকারের ঘটনা তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। এমন ঘটনার প্রত্যক্ষদর্শী হলেও আমরা এতো গুছিয়ে এই সব কথা বলতে পারি না।
একবার খুব নাম করা এক বিশ্ববিদ্যালয়ে পড়াবার সময় আমার একটা ক্লাশের প্রায় সব ছেলে মেয়েই ফেল করে গেল। এ নিয়ে খুব হৈ চৈ হল। আমি পরীক্ষার খাতা আর আমার ক্লাস লেকচার দেখিয়ে পার পেলাম, কেননা ধারণা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাস করানোর দায়িত্ব শিক্ষকদের।
এর অনেক দিন পরে আমার এক আত্মীয়ের কাছ থেকে শুনলাম যে আমি নাকি খুব খারাপ ধরনের মানুষ, আমি নাকি শিক্ষক সমাজের কলংক। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, নিয়ম-নীতি মেনে কি আমি আমার উপরে অর্পিত দায়িত্বটূকুও পালন করতে পারবো না? তা হলে আমি কি তৈবি করছি শিক্ষতার নামে?
এর পরে উচ্চ বেতনের ঐ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাকুরি ছেড়ে এখন সরকারি বিশ্ববিদ্যালয়ে আছি। টেনেটুনে চলে, কিন্তু মনে হয় জনগণের একটা বিশাল অংশের কাছে আমি পৌঁছাতে পেরেছি।
আপনার লেখায় উল্লেখিত ঐ কৃত্রিম সমাজের কাছে তো আর আমাকে জবাবদিহি করতে হচ্ছে না। ইংলিশ মিডীয়াম স্কুলের "ফার্মের মুরগি"-র মত ধনীর আদরের দুলাল-দুলালীদের পাশ করানোর বাধ্যবাধকতায় থাকতে হচ্ছে না। নিজের বিচার বিবেচনা দিয়ে তো চলতে পারছি।
তবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতি ব্যাপারটাই খারাপ। সেইটাই আমার কাছে খারাপ লাগে। এই অংশ টা যদি না থাকতো, তাইলে সরকারি উচ্চ শিক্ষার পীঠস্থানগুলো আরো অবদান রাখতে পারতো আমাদের দেশের উন্নয়নে।
কিন্তু যে সমাজে আমরা বাস করছি, সেই সমাজের ভেতরেই আমরা। সমাজের অন্য অংশের থেকে কি ভাবে আলাদা হবো? তা কি সম্ভব? ঘুণে ধরা এই সমাজ কি আদৌ বদলাবে? আমি খুব একটা আশাবাদী না।
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪০
শামীম আরা সনি বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
আপনারাই কিনতু আমাদের মুখপাত্র। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশী। নিজের সাধ্যের মধ্যে থাকলে কখনও কোন অন্যায় কে প্রশরয় দিয়েন না ।এইটাই আমাদের মত তরুন তরুনীদের কামনা আর আমরা সবসময় আপনাদের পাশে চাই।
আমি আশাবাদী। বদলাবে।
এইভাবে একটা সমাজ বেশীদিন চলতে পারেনা।
ভাঙবে আবার গড়বে।
ভালো থাকবেন।
৩| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১৫
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: Valo likhecen..dhonnobaad..dekun..Shomaje valo moto cholte gele takar obossoi proyojon ace..apnar post er mul kotha hocce 'shb khanei keno shudu takar khela?' dekun je shorkari chakri kre tar jemon tkr proyojon temni je vikka kre taro tkr proyojon..amadr dese shorkari chakri jara kren tara naame matro salary paan..onk somoy salary o thik moto paan na..tai ble ami ghush,durniti k support krc..taa na..ei obostar poribortonr jonno proyojon government r shunojor aar mullobodher obokkhoy rodhe proyojon poribarer maa babar shontaner proti daaittobodh..
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৬
শামীম আরা সনি বলেছেন: অবশ্যই টাকার তো প্রয়োজন কিনতু এই গরীব দেশে কিছু মানুষ দুর্নীতি করে বিলাসিতা করবে আর সেটা কে মানুষ সাপোর্ট করবে তা আমি চাইনা।
দেশের শিক্ষা ব্যবস্হা, সরকারী চাকরীজীবী,বেকার ছেলে মেয়ে, পরিবহন ব্যবস্হা কোন কিছুতেই তো সরকারের কোন কার্যকর পদক্ষেপ দেখতে পাইনা তেমন
৪| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১৬
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
অনেক কিছুই বললেন কিন্তু আপনি কি পারবেন এখন যেখানে আছেন ঐ জায়গা থেকে বেরিয়ে আসতে আর যদি নাও পারেন তবে ঐ জায়গা থেকে পরিবর্তন করতে শুরু করেন দেখবেন আস-পাশে ও পরিবর্তন শুরু হয়েগেছে।
ভাল থকবেন, ধন্যবাদ।
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:২৯
শামীম আরা সনি বলেছেন: এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
অনেক কিছুই বললেন কিন্তু আপনি কি পারবেন এখন যেখানে আছেন ঐ জায়গা থেকে বেরিয়ে আসতে আর যদি নাও পারেন তবে ঐ জায়গা থেকে পরিবর্তন করতে শুরু করেন দেখবেন আস-পাশে ও পরিবর্তন শুরু হয়েগেছে।
আমি যদি সব অন্যায় মেনেই নিতাম তাহলে এই পোস্ট আমার লেখা হত না ভাইয়া।
আমি আজকে ঢাকার ভাংগা বাসেও ঘুরতামনা । স্প্লিট এসি তে বসে হয়ত উলালা গানই শুধু শুনতাম।
৫| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১৮
ব্লগার ইমরান বলেছেন: অসাধারন লেখা। তবে কথা পছন্দ হোক বা না হোক এই কথা সত্য যে, মানুষ যেদিন আবার পুরোপুরি ধর্ম মানবে, সেদিনই একমাত্র সুখি-সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠিত হবে।
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৭
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনাদের সবসময় পাশে চাই।
৬| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১৮
আবু সালেহ বলেছেন: আমাদের মত একদল শিক্ষিত তরুন তরুনী যারা সমস্ত নোংরামি কে কোননাকোনভাবে সাপোর্ট দি্চ্ছি।....স্মার্ট এর প্রয়াশের নামে...নোংরামিকে উচকে দিচ্ছি......
সেই সাথে ঐ যে হিন্দি সিরিয়াল.....এ দেশের কালচারটাকে যা একেবারেই ধ্বংস্ব করে দিয়েছে........
বিয়ের পরও মেয়ের প্রেমের স্বাদ জাগে....ঘরে ব্উ থাকতে ছেলে অন্য মেয়ের সাথে প্রেম পিরিতিতে মত্ব থাকে.........
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৫
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া শুধু সিরিয়াল দায়ী না । ঐটা একটা আছে কিনতু এতকিছু বিযয় জড়িয়ে আছে সমস্যার মূলে।
১। দেশের অর্থনৈতিক মন্দা
২। সত্যিকারের সুশিক্ষার অভাব
অন্যতম দুটি কারন বলে আমার মনে হয়।
কেউ যদি নিজের মতে বিয়ে করতে না পারে,আর টাকা টাকে প্রাধান্য দিয়ে ২০ বছরের মেয়ে যখন ৪০ বছরের বুড়োকে বিয়ে করতে বাধ্য হয়, ঔ মেয়েকে কয়দিন আটকানো সম্ভব? সেতো চায়নি সেই ব্যক্তিকে চেয়েছে শুধু টাকা কে। কিনতু ব্যাপারটা কি মেয়ে বা ছেলের একার দোষে হচ্ছে?
ভাবুনতো ভাইয়া একবার
৭| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:১৯
নজরুল ইসলাম ভূঁইয়া বলেছেন: আপু্ আমরা আল্লাহ্ থেকে যত দুরে সরে যাব তত খারাপ দিন আসবে। আমি মাঝখানে আল্লাহ্ থেকে সরে খূব বিপদে ছিলাম। আলহাদূল্লিলাহ এখন ভাল আছি।
ইসলামের মাঝেই শান্তি।
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৯
শামীম আরা সনি বলেছেন: আপনি আরও ভালো থাকুন। সবাইকে ভালো থাকতে অনুপ্রানিত করুন। আপনার কাছে এটা আমার প্রত্যাশা রইলো।
৮| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:২৯
গোলাম রব্বানী রাব্বি বলেছেন: আমি নির্বাক। আমার কিছুই বলার নেই। কারন আমি ক্ষুদ্র। সমাজে আমি গুরুত্বহীন। রাষ্ট্র আমার ব্যাপারে নির্বিকার। আমার ফ্ল্যাট ও নেই, গাড়িও নেই, ৭০ লক্ষ টাকাও নেই। তাহলে আমি কি সভ্য ? আর এইসব কারনে যদি আমি সভ্য না হই তাহলে আমি দুঃখিত যে আপনার একটা প্রশ্নের উত্তর ও আমি দিতে পারলাম না। হয়তো আমার অসভ্যতাই উত্তর দিতে না পারার অযোগ্যতা। আর এইসব প্রশ্নের উত্তর হয়তো সমাজের সেই সব সভ্য মানুষেরাই জানে।
আপনাকে ধন্যবাদ চমৎকার লেখনীর মাধ্যমে সমাজের একটি অসংগতি তুলে ধরার জন্য।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯
শামীম আরা সনি বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লেখাটি পড়েছেন যত্ন করে।
আপনারা তো কেউ বলছেন না দেশের মধ্যবিত্ত সিংহভাগ মানুয যে আগে ঙ্গানের চর্চা করতো তারা এখন যে পথ ধরেছে তাতে কি করা যায়?
৯| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৩৫
sushama বলেছেন: একেবারে বাস্তব চিত্র আপু ,আর সবচেয়ে দুঃখের ব্যাপার এখন অনিয়মটাই নিয়ম হয়ে গেসে !
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:২৮
শামীম আরা সনি বলেছেন: সবচেয়ে দুঃখের ব্যাপার এখন অনিয়মটাই নিয়ম হয়ে গেসে !
আপু অনিয়ম কে নিয়ম মেনে কি কোনদিন কেউ সুস্হ থাকতে পেরেছে?
আমার মেলানকলি লেখাটা পড়ে দেখেন, আমি অনিয়ম করে চলেছি বলে আজ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছি, অনিয়ম কে যদি কেউ নিয়ম মনে করে তবে সে ধ্বংস হবেই একদিন। এই সমাজ যদি প্রতিকারের ব্যবস্হা না নেয় সমাজ মুখ থুবড়ে পড়বে। ঠিক তেমনভাবে যেমনভাবে ডায়েবেটিস শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দেয়।
১০| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৫
যাযাব৮৪ বলেছেন: মতামত জানানোর মত বুদ্ধিও আমার লোপ পেয়ে গেছে।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
শামীম আরা সনি বলেছেন: কেনো?
১১| ২০ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৭
মদন বলেছেন:
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৩১
শামীম আরা সনি বলেছেন:
১২| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০০
মিকন মোদক বলেছেন: আজ একটা ডিসিশন নিয়েছিলাম যে হয়ত আর এই ব্লগে আসব না , যেখানে মানুষ ভাল কিছু তুলে ধরার চেষ্টা করে না। ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং সাধ্যনুযায়ী প্রতিবাদ করার জন্য। দেখবেন আপনার কারনেই হয়ত দুএকজন এই উলালা থেকে সরে আসবে।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৭
শামীম আরা সনি বলেছেন: আসবেন না কেনো?
আপনিও বলুন,ভালো পোস্ট দিন।
দেশে তো হাজারো সমস্যা,একটা নিয়ে পোস্ট দেন আপনার দেখা।সাথে কি করা যায় না ভেবে সরাসরি এ্যাকশনে যাওয়ার জন্যও কিছু করুন।
কমেন্টের জন্য ধন্যবাদ।
১৩| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৩
মনে নাই তো কি করার বলেছেন: বলা হয় পরিবার একটা শিশুর প্রথম বিদ্যাপীঠ । একটা শিশু প্রথমে তার পরিবার , মা,বাবা এর কাছে থেকে শিখবে তারপর শিখবে স্কুলে । কিন্তু এখন আমাদের সমাজে পরিবার এর ডেফিনেসন পালটায় গেছে । এখনকার বাচ্চারা পরিবার বলতে বুঝে - একটা ছোট বাসা , বাবা মা অফিসে , আর সারাদিন বুয়া আমাকে দেখাশুনা করে । বাচ্চারা বাবা মা কে কাছে না পেলে বুয়ার কাছে থেকেই ত শিখবে । আগের যৌথ পরিবার পাল্টায় এই বুয়া পরিবার হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন অধপতনের মুল কারন ।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৪
শামীম আরা সনি বলেছেন: একটাই ঘটনা কি মুল কারন হয় ভাইয়া?
চাকরীজীবী মায়েদের উচিত যৌথ পরিবার ব্যাপারটাকে গুরুত্ব দেয়া।ছুটির দিনগুলো বাচ্চা কে দেয়া।
মা মাই মা কখনো চায়না বাচ্চার কষ্ট হোক। চাকরি বলেন,চুরি বলেন মা, বাবা বাচ্চার জন্যই করে। কিনতু আমার চাই আমাদের মা,বাবা পরিশ্রম করে আমাদের ডাল ভাত খাওয়াক, আমরাও অনেক সময় অন্যায় আবদার করি বাবা মার কাছে ঠিকনা?
মা বাবার কাছে সুন্দর,মার্জিত শিক্ষা চাই আমরা।
১৪| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:০৭
গাজী খায়রুল হাসান বলেছেন: একদিন গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি স্বভাবতই কিছু পরিচিত মুরুব্বীর সাথে দেখা।কিছু আলাপচারিতার পর আমাকে আমার বেতন জিজ্ঞাসা করলেন আমি বললাম। তিনি বললেন উপরি ইনকাম কিরকম হয়?আমি বললাম আমার চাকরিতে উপরি ইনকাম নাই চাচা।তিনি বললেন টাও কই সম্ভব?ভাবুন অবস্থা।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
শামীম আরা সনি বলেছেন: এইতো হলো অবস্হা
১৫| ২০ শে জুন, ২০১২ বিকাল ৪:২০
ভাইটামিন বদি বলেছেন: ২। সত্যিকারের সুশিক্ষার অভাব-------------------আপনার এই একটি লাইনের সাথে ভয়াবহভাবে একমত।
এখন আমাদেরকেই ঠিক করতে হবে সুশিক্ষা বলতে আমি-আপনে কি মিন করছি। আমাদের অনেকেই আছি যারা শিক্ষার সাথে ধমকে জড়িত করতে রাজী নন। আমি ধম বলতে প্রতিটি ধমের কথাই মিন করছি। কারন প্রতিটি ধমেই নৈতিকতাকে গুরুত্ব দেয়া হয়েছে।
----আমি জেনি অনেকেই এখন আমাকে ব্যাকডেটেব বা আরো আরো নানা অভীধায় সম্ভাষন জানাবেন। কিন্তু ব্যাপারটা সবাইকে একটু ভেবে দেখতে বলি। আবারো বলছি, প্রতিটা ধমই কিন্তু ভাল মানুষ হওয়ার কথা বলে, নৈতিকতার কথা বলে।
২০ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৬
শামীম আরা সনি বলেছেন: আপনার কথায় একমত।
দেশের অর্থনৈতিক মন্দা, বেকারত্ব এখন বিশাল বড় সমস্যা বাংলাদেশের জন্য।
সত্যিকারের সুক্ষিকার হয়ত একেকজন একেক ডেফিনেশন দিবে কিনতু হাতে বই এর বদলে যে ছেলে বা মেয়ের মাথায় ২৪/২৫ বছর থেকে ফ্ল্যাট,প্লট আর কার ঘুরছে সে ছেলে বা মেয়ে দেশকে কি দিবে বলেন?
১৬| ২০ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০
ঠানডুমিঞা বলেছেন: হা একদম ঠিক কথা.... এই পচে যাওয়া সমাজকে সামনাসামনি কয় জন ফেস করে বল?? তোমার উপস্থাপনা সুন্দর হইছে...। সমাজের অনেক অসংগতির মধ্যে এইগুলা আজ মরণব্যাধী আকারে দেখা দিয়েছে..। কিন্তু আমার মনে হ্য় এখন আর কোন ওষুধ এ এই রোগ সারবে না..। সমাজের গুটি কয়েক জায়গায় যদি এই সমস্যা গুলা দেখা দিত তাহলে হ্য়তো সারানো যেত..। কিন্তু সমাজের আজ প্রতিটা বাকে বাকে অসামজিকতা দেখা দিচ্ছে...।
গাজী খায়রুল ভাই যেমন বললেন ঘুষ কত পায় তা আজ বেতন কত পায় তার সংগে মিলাইয়া বলা হয়..। এবং তা আজ একেবারই কমন..। যেন ঘুষ না খাইলেই বেটা একটা ছাগল..।
ডিজুস কালচার এর সদুরপ্রভাবী প্রভাব আজ কি আপনাদের চোখে পড়ে না...। রাত জাগো আর ফ্রি কথা বলো..। রাত জেগে কি কামের কথা বলে মানুষ???? যত আকাজের কথা... ছাএ এবং শিক্ষক ২ জনই পরদিন ক্লাসে এসে ঘুমায়.। রাত যেগে কি তারা প্রেম শিক্ষা দিত নাকি ভন্ডামি শিক্ষা দিত আপনারাই বলেন???? সরকারের কি কোন দায়িত্ব নাই এইসব দেখার.....।
আর বিয়ের বেপারে আমি ছেলে মেয়ে সবাইকে সমান দায়ি করব..। ছেলেরা চায় বড়লোকের বেটিরে বিয়া করতে...। আর মেয়েরা চায় বড়লোকের ছেলেরে বিয়া করতে..। আর এর সংগে যোগ হইছে আমাদের লোভী মনমানসিকতা...। আমাদের পিতা মাতাও কম যান না.....। তারা এখন মেয়ে বা ছেলে দেখেন না তারা খুজেন টাকা এবং প্রতিপত্তি.।
২০ শে জুন, ২০১২ রাত ৯:১৮
শামীম আরা সনি বলেছেন: অবশ্যই আমিও দুইপক্ষকেই সমানভাবে দায়ী করি। এরা নিজেরা একদিন ধ্বংস হবে এদের নির্বুদ্ধিত্তার জন্য।
খেয়াল করবা গরীবের বাচ্চারাই প্রায় সময় রেজাল্ট ভালো করে।
বড়লোকের ছেলে সব পেয়েও পারেনা টেক্কা দিতে।
শোনো বুকের মধ্যে কোটি টাকা জরায়া ধরে ঘুমায়া তুমি কোন শান্তি পাবানা যদি তোমার ছেলেমেয়ে পড়ালেখায় খারাপ হয়,মানুষ না হয়।
অন্যায়কারী তার শাস্তি ঠিকি একদিন পায় কোন না কোন ভাবে। তুমি অন্যায় কে কখনো সাপোর্ট করোনা তাহলেই হবে।
১৭| ২০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২
সিলেটি জামান বলেছেন: নিজের মতামত জানানোর মত বুদ্ধিও আমাদের লোপ পেয়ে গেছে।--সহমত।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
২০ শে জুন, ২০১২ রাত ৯:২১
শামীম আরা সনি বলেছেন: মধ্যবিত্ত তো মননশীলতায় সবচেয়ে এগিয়ে ছিল এই বাংলায়।
মধ্যবিত্ত রা যে এলিট হবার জন্য এভাবে গড্ডালিকা প্রবাহে গা এলিয়ে দিবে এটা কারো কাম্য ছিলনা।
আপনাকেও অনেক ধন্যবাদ।
১৮| ২০ শে জুন, ২০১২ রাত ৯:১৬
অগ্নি দগ্ধ বলেছেন: আমরা আমাদের মধ্যবিত্তের মানসিকতা , নিজেদের গায়ে আঁচ না লাগলে যেমন নির্বিকার থাকি সেটা পরিবর্তন না করলে কোন কিছুই হবে না।
২০ শে জুন, ২০১২ রাত ৯:২২
শামীম আরা সনি বলেছেন: সহমত
১৯| ২০ শে জুন, ২০১২ রাত ৯:৩০
কান্টি টুটুল বলেছেন:
কারন উনার মুখের ভাষা নাকি খুব খারাপ।এন্ড এই ভদ্রমহিলার কারবার সবাই জানেন কম, বেশী। যে সমাজে একজন টিচার কাজের লোকের চেয়ে নীচু শ্রেনীর অন্তর্ভুক্ত সেই সমাজ আজ কোথায়
কথাগুলো পড়তে এক ধরনের অস্বস্তি বোধ করলাম,
ভাল মন্দ মিশিয়ে আমি যে বৈশিষ্ট ধারণ করি সেটাই চলনসই এবং স্বাভাবিক,
এভাবে না ভেবে ভালমন্দ সবার মাঝেই আছে ....কম আর বেশী,এভাবে ভাবা যায় না?
আপনার ব্লগে প্রথম কমেন্টে ই প্রশংসার দিকটা এড়িয়ে গেলাম
২০ শে জুন, ২০১২ রাত ৯:৪৩
শামীম আরা সনি বলেছেন: আমি এই স্কুলের টিচার ছিলাম। আমিতো না জেনে লিখিনি। ঠিক না?
আমি জানি আমি যদি এই বিষয়ে বিস্তারিত লিখি।ব্লগের অনেকেই পোস্টের আসল সুর টার চেয়ে এইটা নিয়ে প্রশ্ন করতে পারে বেশী। আমার বিশ্বাস ব্লগের অনেকেই স্কুলের নাম না বললেও এই পোস্ট পড়েই অনুমান করতে পারবে কোন স্কুল। যাইহোক সেটাও আসল বিষয় না।
আসল বিষয় হচ্ছে এই যে মধ্যবিত্ত শিক্ষিত মানুষগুলো টিচিং করতে এসে এলিট ক্লাস একজন তথাকথিত ভদ্রমহিলার কাছে ভয়ঙ্কর মুখ খারাপ,আর অশ্রাব্য,এবং ইরোটিক গালিগালাজ শুনে যাচ্ছে এটাও কি এলিট শ্রেনীর শোষন না?
প্রশংসার দাবিদার হলে প্রশংসা পাবো,না হলে পাবোনা,এইটা স্বাভাবিক।
কমেন্টের জন্য ধন্যবাদ।
২০| ২০ শে জুন, ২০১২ রাত ৯:৩৬
অসহায় নাগরিক বলেছেন: আপু, বলেন কি? ২০ লক্ষ টাকা লাগে বিয়ে করতে!! আমার তো বিয়েই হবে না
২০ শে জুন, ২০১২ রাত ৯:৫০
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া আমিতো বলছিনা যে বিয়ে করতে ধরাবাধা ২০ লাখ বা ৭০ লাখ বা ২/৪ কোটি টাকা লাগে।
আমি যে দুইটা গল্প দিয়েছি দুইটাই তো সত্যি ঘটনা।
চোখকান খুলে দেখেন কি হচ্ছে ইদানিং বিয়ে শাদী নিয়ে। যে দেশে লোক ভাত পায়না সে দেশে কত টাকার হীরার আংটি একে অপরকে দিয়েছে, কোন চাইনিজে এংগেজমেন্ট হয়েছে, বিয়ে মেয়ের বাবা দরবার হলে আয়োজন করেছে নাকি গলফ ক্লাবে, মেয়ের শাড়ীর দামের বিষয়টি বহু পুরোনো, গয়না তো আছেই...ছেলে কি ঘোড়ার পিঠে করে আসলো নাকি হেলিকপ্টার হেনতেন বলে শেষ হবে না..এত প্রতিযোগিতায় নেমেছে মানুষ!!
ম্যাক্সিমাম মানুষের এইসব টাকা কে আজ আর বৈধ ভাবার তো সুযোগ নেই!
২১| ২০ শে জুন, ২০১২ রাত ৯:৩৮
মাহিরাহি বলেছেন: ভয়ংকর একটি ছবি।
আজ কঠোর পরিশ্রম করছেন, সুন্দর একটি ভবিষ্যতের জন্য, তাদের জন্য খুবই একটি দু:সবাদ।
কেননা নৈতিকতা একটি জাতির মেরুদন্ড।
২০ শে জুন, ২০১২ রাত ৯:৫২
শামীম আরা সনি বলেছেন: নৈতিকতা একটি জাতির মেরুদন্ড
কথাটা ভালো লাগলো।
আর অবশ্যই ধন্যবাদ
২২| ২০ শে জুন, ২০১২ রাত ৯:৪৭
ইকরাম উল্যাহ বলেছেন: হুম।
২০ শে জুন, ২০১২ রাত ৯:৫২
শামীম আরা সনি বলেছেন: হুম
২৩| ২০ শে জুন, ২০১২ রাত ৯:৪৯
ইকরাম উল্যাহ বলেছেন: বিবাহ করা দুঃসাধ্য!
২০ শে জুন, ২০১২ রাত ১০:০২
শামীম আরা সনি বলেছেন: ব্যাপারটা কিণ্তু শুধু বিয়ের না। এলিট প্রথা ফলো করতে করতে আমরা যে কোন গোল্লায় গেছি আমরা ভাবতেও পারছিনা।
আর যেকোন উচ্চাভিলাষিতা একটা গরীব দেশে বেমানান। বাংলাদেশে তো এইটাই সবচেয়ে বড় দুঃখ। কেউ ৫০ লাখ টাকা দিয়ে গাড়িতে চড়ে।২/১ বছর পর পর মডেল চেন্জ করে । কেউ সারাজীবন ২০ টাকার ভাংগা বাসে চড়ে বাদুরঝোলা হয়ে।
এইভাবেই কি চলতেই থাকবে?
সরকার পারেনা এই ৪১ বছর বয়সী দেশটায় ঢাকা শহরে এই খেটে খাওয়া মানুষগুলোর জন্য সবগুলো রুটে বিআরটিসির পর্যাপ্ত পরিমান বাস দিতে,যাতে মানুষ সময়ে বাস পায়, বাসে সিট পায়। এইটা তো ঢাকা শহরের সবচেয়ে বড় প্রবলেমের একটা।মানুষ কিন্তু এমনি কার কার করে সব ছাড়খার করে দিচ্ছেনা । ঢাকার পরিবহন সমস্যা এই জন্য সিংহভাগ দায়ী।
২৪| ২০ শে জুন, ২০১২ রাত ১০:০০
কান্টি টুটুল বলেছেন:
আমার বিশ্বাস ব্লগের অনেকেই স্কুলের নাম না বললেও এই পোস্ট পড়েই অনুমান করতে পারবে কোন স্কুল
সমস্যাটা এখানেই,
আপনি গুলশান ২ এ কত নম্বর রোডে ওই নামকরা স্কুলটি আছে সেটির উল্লেখসহ মহিলার বৈশিষ্ট্যের আপত্তিকর দিকটি তুলে ধরেছেন যা পোষ্টের জন্য অপ্রাসঙ্গিক,সর্বোপরি যার সম্পর্কে বলছেন তিনি,যুক্তির খাতিরে ধরে নিচ্ছি,ব্লগে অনুপস্থিত
লেখায় রোড নম্বর উল্লেখ না থাকলে চোখে অতোটা লাগত না
২০ শে জুন, ২০১২ রাত ১০:০৮
শামীম আরা সনি বলেছেন: ভদ্রমহিলার শোষন এলিট শ্রনীর ই একটি শোষন। আপনার কাছে অপ্রাসঙ্নিক আমার কাছে লাগেনি। আপনি আপনার মতামতে জানাতেই পারেন যে আপনার কোন দিক ভালো লেগেছে কোনটা লাগেনি।
আর আপনার কথার প্রতি শ্রদ্ধা রেখে রোড নং বাদ দিলাম।
২৫| ২০ শে জুন, ২০১২ রাত ১০:১০
তাজদীদ বলেছেন: বদলে যাও বদলে দাও- পত্থম আলু
প্লেয়িং ভাইটাল রোল...
২০ শে জুন, ২০১২ রাত ১০:১৪
শামীম আরা সনি বলেছেন: পত্থম আলু?
কটাক্ষ করে কি কিছু বলতে চাইলেন নাকি?
আপনার কমেন্ট টা তেমন ক্লিয়ার না। যদি একটু খোলাসা করতেন....
২৬| ২০ শে জুন, ২০১২ রাত ১০:১৪
সংবাদিকা বলেছেন: খানিকটা সরলীকরণ তবে অনেক ক্ষেত্রে মিলে যায় উচ্চ বিত্ত - উচ্চ মধ্যবিত্ত সমাজের সাথে....... আমার বাবা বিয়ে করেছিলেন ২৭ বছর বয়সে এবং আমি জন্মগ্রহণ করি যখন তাঁর বয়স ২৯...... আজ আমি ২৬ বছর বয়সে নিশ্চিত নই ৩০ এর আগে আমি বিয়ে করতে পারবো কিনা লোলযয.........
যাই হোক....... আমি প্রথম চাকরি (শত ভাগ নিজ যোগ্যতায় পাওয়া - নো লিঙ্ক) পেয়ে আমার এক মেয়ে এডমায়াড়ারকে জিজ্ঞেস করেছিলাম ২০০০০ টাকা তো ভালোই; ফ্রেস অবস্থায়...... সে কিছু বললনা সাথে সাথে.......... তবে বেশ কিছুক্ষন পর বলল গত কাল তার মা তাকে একটি ড্রেস কিনে দিয়েছে ৩০০০০ টাকা যার মূল্য
আর আমার জানা মতে মেয়েরা তাদের শরীরের পালিশ করা এবং এর বিভিন্ন মেইনট্যানেন্স ( পেডিকিউর, মেনি কিউর, ফেসিয়াল, হেয়ার ডো, প্লাগিং ইত্যাদি) এর পেছনে প্রায় ৫-৬০০০ টাকা খরচ করে মাসে.......... ( স্যাটারিক ভাষা, আপুরা মাইন্ড নিয়েন না )
এখন আমি বুঝতে পারি আমার কাজিন বিয়ের জন্য চাকুরি জীবি মেয়ে কেন খুঁজছে....... যেন অন্তত হাত খরচ দিতে না হয়.......
ছেলেরা এখন অনুধাবন করেছে......... যে খারাপ সে গৃহ বধূ থাকলেও খারাপ কর্মজীবি হলেও খারাপ এবং যে ভালো সে গৃহ বধূ থাকলেও ভালো কর্মজীবি হলেও ভালো
২০ শে জুন, ২০১২ রাত ১০:১৯
শামীম আরা সনি বলেছেন:
হুম । খারাপ না। কাজিনের প্ল্যান বলছেন, আপনার প্ল্যান কি?
২৭| ২০ শে জুন, ২০১২ রাত ১০:২৩
সংবাদিকা বলেছেন: আমি এই মূহুর্তে এই বিষয় নিয়ে চিন্তাই করছিনা.........
২০ শে জুন, ২০১২ রাত ১০:২৭
শামীম আরা সনি বলেছেন: ওকে নিজের টা নিয়ে পরে ভাবেন । এখন নাহয় সবাইকে নিয়ে ভাবেন!
২৮| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৩৮
চেয়ারম্যান০০৭ বলেছেন: সময় এসেছে এসব নিয়ে সিরিয়াসলি ভাবার।সমাজকে দোষ দিয়ে লাভ নেই।দোষ আমাদের নিজেদের ই।কারন সমাজকে তো আমরাই চালাই/প্রভাবিত করি।আপনার ভাবনার সাথে একমত।
২০ শে জুন, ২০১২ রাত ১০:৫৪
শামীম আরা সনি বলেছেন: আমিও আপনার সাথে একমত।
আসেন কোলাকুলি করি!!
২৯| ২০ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
তাজদীদ বলেছেন: এসব পশ্চিমা দালালদের কটাক্ষ না করে কিছু বলতে ইচ্ছে করেনা। তাই প্রথম আলো কে পত্থম আলু। এমন কিছু মিডিয়া(দালাল)ই হচ্ছে আপনার অভিযোগের মুল কারণ।
২০ শে জুন, ২০১২ রাত ১০:৫৫
শামীম আরা সনি বলেছেন: নির্দিষ্ট একটাই বিষয় এই সমস্যার মূল কারন না । কারন আছে পেছনে অনেকগুলো।
আমার তাই মনে হয়।
৩০| ২০ শে জুন, ২০১২ রাত ১১:০৮
ঘোড়ারডিম বলেছেন: অনেক ধন্যবাদ।
২১ শে জুন, ২০১২ রাত ১২:০৩
শামীম আরা সনি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
৩১| ২০ শে জুন, ২০১২ রাত ১১:১২
সাঈদ হাসান মনির বলেছেন: আজ একটু ব্যস্ত ছিলাম, আপনার লেখাটা অনেক পরে পড়লাম।
১। দেশের অর্থনৈতিক মন্দা
২। সত্যিকারের সুশিক্ষার অভাব
অন্যতম দুটি কারন বলে আমার মনে হয়।
কারন খুজতে গেলে অনেক কারন পাওয়া যাবে।
আমার মনে হয় সমাজের অসংগতিগুলো শুরু থেকেই অর্থাৎ পরিবার থেকেই প্রতিরোধ করা জরুরী। যেমনঃ- আমরা দেখতে পাই আমাদের সমাজে কোন ইভটিজার বা ধর্ষক ধরা পড়লে তার পরিবার তার পক্ষ নেয়, সাফাই গায়। তাকে বাচানোর চেষ্টা করে। প্রভাবশালী হলে তো কোন কথাই নেই। একবার তারা ভেবে দেখে না , তাদের পরিবারের মেযেটিকে কেউ যদি অপমান করে, তবে তাদের কেমন লাগবে।
একই ভাবে কোন দুর্নীতিবাজ, ঘুষখোর কে উচিৎ পারিবারিকভাবে এভয়েড করা।
আমরা কোন ক্ষমতাশালী ব্যাক্তিকে অনেক সময় নিরাপত্তার কথা ভেবে কিছু বলকত পারি না। কিন্তু তাকে র্ঘনা তো করতে পারি।
আমার এলাকার এক লোকের কথা বলি, জনৈক ভদ্রলোক টি সুস্থ থাকতে এমন কোন অন্যায় নেই যে তিনি করেন নি। তো কিছুদিন যাবৎ সতিনি অসুস্থ , অনেকেই তাকে দেখতে গেছে। আমি যাই নি। কারন মনেপ্রানে আমি তাকে র্ঘণা করি।তার কুকর্মের কথা বলতে পারি না পরিবারের নিরাপত্তার কথা ভেবে, তাকে র্ঘণা তো করতে পারি।আমার কথা হল তার পরিবারের লোকজন যদি তার অন্যায়গুলো প্রশ্্রয় না দিত, তাকে সংশোধনের ছেষ্টা করতো !!!!!!!!
২১ শে জুন, ২০১২ রাত ১২:০৯
শামীম আরা সনি বলেছেন: অসুস্হ ব্যক্তির উপর সিমপ্যথি থাকাটাই স্বাভাবিক।
দেখতে যান সমস্যা কি?
আমরাও কিনতু তার অন্যায়ের ভাগীদার কারন আমরা মৌন থেকেছি সবসময়।
পরিবারের দায়িত্ব ছিল তাঁর প্রতি, দায়িত্ব এ সমাজেরও ছিল।
আমরা সবাই তো চুপ ওলওয়েজ।
৩২| ২০ শে জুন, ২০১২ রাত ১১:১৩
ভিজামন বলেছেন: অসাধারণ সত্য এই কথাগুলো লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলে সব কিছু নষ্টদের দখলে চলে গেছে।
আমার বাবা-মা আমাকে বার বার বি.সি.এস দিতে বলেছিলেন কিন্তু আমি বারবার তাঁদের শুধু একটাই উত্তর দিয়েছি "আমি এত কষ্ট করে ঘুস খেতে চাই না, কারন ঘুস না খেলে বি.সি.এস ক্যাডারের যে বেতন তাতে ঢাকা শহরে চলা যায় না।"
কিণ্তু তারপরও কি ভাল আছি!!??
ফুটওয়্যার ইন্জিনিয়ারিং পাশ করে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি কিন্তু তারপরও বিয়ে করার সাহস পাইনা কারন বিয়ে করার টাকা নাই... যে বেতন পাই তাতে সংসার হয়তো চালাতে পারব কিন্তু বিয়ের খরচ যোগানো অসম্ভব...
হায়রে জীবণ...
সাবাস বাংলাদেশ
পৃথিবী অবাক তাকিয়ে রয়..
২১ শে জুন, ২০১২ রাত ১২:১৩
শামীম আরা সনি বলেছেন: যোগানোর দরকার কি?
সাধারন ফ্যামিলির সাধারন মেয়েকে বিয়ে করেন, যাদের টাকার লুকোনো বস্তা ও নেই টাকার জন্য যারা লোলুপ না। যারা মেয়ের জন্য ভালো একটা জামাই চান।জব তো করেনই। আর কি দরকার একটা সুস্হ মানুষের?
৩৩| ২০ শে জুন, ২০১২ রাত ১১:১৭
মুগ্ধ মাহি বলেছেন: ** এদেশের প্রতি ঘরে ঘরে সব বাপ-মার সুপ্ত বাসনা থাকে ইন্জিনিয়ার/ডাক্টার জামাই পাওয়া।(মধ্যবিত্ত পরিবারে বেশি)
আপুরা আপনারাও কিন্তু এটাই চান।
সবাই ইন্জিনিয়ার/ডাক্টার হলেই কি দেশ চলবে?যারা এই দুই পেশার বাইরে তারা কি অমানুষ নাকি অছ্যুত সমাজ?
আমাদের পড়ালেখা শেষ করতে লাগে ২৩-২৫ বা তারও বেশই সময়।চাকরি পেতে বা ফিক্সড চাকরি পেতে আরও ২-৩ বছর।এই পজেশনে এসে গড় বেতন ২০-৩০ হাজার হতে পারে।এই আয়ে কি বিয়ে করা চলে?বাসা ভাড়া দিতেই তো ১৫ হাজার চলে যায়।
কতজন ছেলে এই বয়সে নিজ চরিত্র ধরে রাখে???
তখন কি নৈতিক অবক্ষয় হয় না?????
কি আর করা, অপেক্ষা আর অপেক্ষা -কবে বেতন ৫০ এর উপরে যাবে।বৈধ-অবৈধ যে উপায়েই হোক না কেন টাকা টাকা টাকা আর টাকা চাই....।
এই পজেশনে আসতে আসতে ৩৩-৩৫ বয়স পার হয়ে যায়।তার পর মেয়ের বাবারা হুমড়ি খেয়ে পড়ে ঐ ছেলের পেছনে।
বাঙালিদের আবার বরাবরই "কচি" মেয়ের প্রতি টান থাকে,যা হবার তাই হয়- ৩৫ বছরের ছেলে আর ১৮-২০ বছরের মেয়ের বি্য়ে।স্বভাবতই এই অসম বয়সের মাঝে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না, অত:পর পরকিয়া..।
২১ শে জুন, ২০১২ রাত ১২:১৮
শামীম আরা সনি বলেছেন: পেশা বিষয়ে বাঙালির ধারনা অনেক বদলেছে। বাঙালি এখন কর্পোরেট কালচারের সাথে পরিচিত।
মানুষ এখন যেকোন উপায়ে সবকিছু রেডি চায়।
কতজন ছেলে এই বয়সে নিজ চরিত্র ধরে রাখে???
তখন কি নৈতিক অবক্ষয় হয় না?????
কি আর করা, অপেক্ষা আর অপেক্ষা -কবে বেতন ৫০ এর উপরে যাবে।বৈধ-অবৈধ যে উপায়েই হোক না কেন টাকা টাকা টাকা আর টাকা চাই....।
এই পজেশনে আসতে আসতে ৩৩-৩৫ বয়স পার হয়ে যায়।তার পর মেয়ের বাবারা হুমড়ি খেয়ে পড়ে ঐ ছেলের পেছনে।
বাঙালিদের আবার বরাবরই "কচি" মেয়ের প্রতি টান থাকে,যা হবার তাই হয়- ৩৫ বছরের ছেলে আর ১৮-২০ বছরের মেয়ের বি্য়ে।স্বভাবতই এই অসম বয়সের মাঝে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না, অত:পর পরকিয়া..।
কঠিনভাবে সহমত।
৩৪| ২০ শে জুন, ২০১২ রাত ১১:২০
সাঈদ হাসান মনির বলেছেন: আমার মন্তব্য লিখতে একটু সময় লেগেছিল, ফিরে এসে দেখি আমার কথারই পায় সারমর্ম দিয়েছেন চেয়ারম্যান, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব।
২১ শে জুন, ২০১২ রাত ১২:১৯
শামীম আরা সনি বলেছেন: ওকে আমিও চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ দিলাম
৩৫| ২০ শে জুন, ২০১২ রাত ১১:২৮
অবস্িকউর বলেছেন: sotti kotha bolte gele apnar moto manosikota amader sobar hok..ei prarthona kori...r baba ma der hote hobe socheton ta na hole tader product o valo hobe na.....sundor likhar jonno dhonnobad....r asha kori ei lekhata pore amader choitonno kisuta holeo nara dibe..
২১ শে জুন, ২০১২ রাত ১২:২১
শামীম আরা সনি বলেছেন: আপনি লেখাটা বোধহয় মোবাইল থেকে পড়েছেন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ
৩৬| ২০ শে জুন, ২০১২ রাত ১১:৫১
যাযাব৮৪ বলেছেন: যুগে যুগে কত দেখবো...................
২১ শে জুন, ২০১২ রাত ১২:২৩
শামীম আরা সনি বলেছেন: কি দেখলেন শেয়ার করেনতো
৩৭| ২১ শে জুন, ২০১২ রাত ১২:২৩
হিবিজিবি বলেছেন: সবাই সমাজকে বদলাতে চাই.........কিন্তু নিজে বদলাতে চাই না!!
২১ শে জুন, ২০১২ রাত ১২:২৯
শামীম আরা সনি বলেছেন: আমার লেখাটা পড়ে কি বুঝেন নি যে আরাম কে হারাম করে আমি কষ্টটাই বেছে নিয়েছি?
কারন আমার কাছে মনে হয়েছিল এই টাইপের বিয়ে নামক প্রহসন করার তুলনায় আমার নিজের মাঝে কিছু অন্যরকম যোগ্যতা রয়েছে।
চাইলে আপনিও পারবেন।
আর হ্যাঁ এটাতো ঠিক শুধু বিয়ের ব্যাপার নিয়ে বলছিনা পুরো সমাজ ব্যবস্হা নিয়ে বলছি, যেটা অল্প সময়ে পাল্টানো কঠিন হবে। কিন্তু সেইজন্য অন্যকে ব্লেম না করে নিজের ভিতরে অনেক অন্যায়ের প্রতিবাদ করার সাহস আনতে হবে।
৩৮| ২১ শে জুন, ২০১২ রাত ১২:৫৯
নানাভাই বলেছেন: আপনারে স্যালুট মারলাম!
সো কলড এলিটরা আর তাগো বউ, পুলা-মাইয়ারা একসময় ডিপ্রেশনে ভূগতে ভূগতে নেশা শুরু করে। আর এইভাবেই তারা আস্তে আস্তে আত্মহননের দিকে এগিয়ে যাবে!
২১ শে জুন, ২০১২ রাত ১:২৪
শামীম আরা সনি বলেছেন: আত্মহনন কোন সমাধান না।এটাতো আমরা এতোদিনে বুঝি। তাইনা?
আমি তো পিচ্চি মাইয়া স্যালুট ক্যান নানাভাই?
৩৯| ২১ শে জুন, ২০১২ রাত ১:৪২
নানাভাই বলেছেন: স্যালুট মারছি বিশ্লেষনের লইগ্যা। খুউব ভালা বিশ্লেষন মারছেন!
২১ শে জুন, ২০১২ রাত ১:৪৩
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ নানাভাই
৪০| ২১ শে জুন, ২০১২ রাত ২:০৬
এবার তোরা মানুষ হ বলেছেন: আপনার লিখাটা পড়লাম .সাথে কমেন্টস ..আর কমেন্টসের জবাব.।সত্যি কথাটা বলেছেন অনেক গুছিয়ে..এরকম কিছু কিছু কথা মনে ঘুরপাক খায় কিন্তু কিছু বলতে বা করতে পারি না..সারারাত ভেবেও সকালে ঠিকঠাক প্রাত্যহিক নিয়মে জীবনটাকে ঢেলে দেই...ভাবনা তক রয়ে যায় স্বপ্ন গুলা।আমার যে খালু এলজিইডির ডাইরেক্টর তাকে কত সম্মান দেই.অথচ সে একজন সামান্য চোর ব্যতিত কিছু না।এরকম সবার কেউ না কেউ আছে সব সেক্টরেই অনেক বড় মাপের চোর .।একটা পকেটমারকে পিটাইতে হাত নিশপিশ করে অথচ খালুর কথা সবাইকে বলি গদগদ করে...সবচেয়ে বড় যেই সমস্যা মনে হয় আমার কাছে সেটা হলো সামাজিক মুল্যবোধ কমে যাচ্ছে।কে কার চাইতে বেশি টাকা কামাতে পারবে সেদিকেই নজর সবার সেটা যেভাবেই হোক না কেনো..এ এক অসুস্থ প্রতিযোগিতা.।
আমার মাকে সবাই বলে আমি কেনো সরকারী চাকুরী করলাম না.কেনো আব্বুর মুক্তিযোদ্বা পরিচয়টা কাজে লাগালাম না..ঢুকলেই নাকি বাড়ি গাড়ি বলেন আমার তথাকথিত এডুকেটেড স্বজনরা..আমার মাকে দেখেছি সরকারী বড় অফিসার হয়েও কত কষ্টে সংসার চালাতো..আমি পারলেও আমার মাকে আমি ঐ রকম রাখবো না, আমার মাকে আমি অনেক সুখে রাখবো.তাই অনেক দৌড়ের উপর আছি প্রাইভেট চাকুরী নিয়া .খুব শীঘ্রই এগ্রো বেজ প্রজেক্ট দাড়া করাবো ইনশাআল্লাহ , কাজ চলছে .দিন বদলাবেই।
অনেক অপ্রাসংগিক কথা বলে ফেললাম ..আরেকটা বলি আম কি খাওয়াবেন? না খাওয়াবেন না..আর নাহয় আমি আপনার কাজিনদের দলে যোগ দিলাম.ভালো থাকবেন
২১ শে জুন, ২০১২ দুপুর ১:২২
শামীম আরা সনি বলেছেন: প্রাসঙ্গিক কথা আসতে আসতেই তো অপ্রাসঙ্গিক চলে আসলোতো!!
সিরিয়াস কথার মাঝে আম কেনি?
আমিতো ভালো থাকবোই
৪১| ২১ শে জুন, ২০১২ রাত ৩:৩৩
হিবিজিবি বলেছেন: আপনি মনে হয় মন্তব্যটা নিজের গায়ে মাখলেন, কিন্তু কেন বুঝলাম না!! আমি যা বুঝাইছি হয়তো আপনি তা বুঝেন নাই!! আমি কিন্তু আমরা বলছি আপনি বলিনি! আমার কথা ছিল পরিবর্তনের জন্য নিজেকে আগে পরিবর্তন করতে হবে! আমরা অনেকেই অনেক আদর্শের কথা বলি, কিন্তু নিজে কি সেই আদর্শ পালন করি?
ভালো থাকবেন। শুভকামনা!
২১ শে জুন, ২০১২ দুপুর ১২:৫২
শামীম আরা সনি বলেছেন:
২১ শে জুন, ২০১২ দুপুর ১:০৫
শামীম আরা সনি বলেছেন: নিজের গায়ে মাখিনি ভাইয়া। আপনিও যেমন সমাজের সব মানুষের কথাই বলেছেন যে পরিবর্তন দরকার দরকার কিনতু সবার আগে তার মাঝেই হয়ত সেটা অনুপস্হিত। আমিও আপনার কমেন্টে আমার নিজেকে দিয়ে সবাইকে বলতে চেয়েছি ভাইয়া।
সত্যি কথা বলতে আমি কখনোই ভাবিনি আমার আব্বু এই সমাজের নেগেটিভ দিকগুলোকে ভেরি পজিটিভ হিসেবে নিয়ে সেটাকে লালন করছে। দ্যাট টাইম ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মী।
আর আমি কিছু পাইওনি অনেকগুলো ব্যাপার কে রিজেক্ট করে।
পাওয়ার আশা ও করিনি।
আমার মত একটা মেয়ে নির্লোভ হতে পারলে সমাজের বিরাট একটা অংশ কেনো পারবেনা?
বিত্ত বড় না মান বড়?
এগুলো আমার প্রশ্ন
এই প্রশ্নগুলো বারবার করছি।
আপনি যে আমাকে বলেন নি এটাতো জানি। আমি আমাকে দিয়ে সবার কাছে জানতে চাই আমি পারলে আর কেউ কেনো পারবেনা?
অন্তত অন্যায় এ সায় টা না দিক, সেটাও কেউ করছেনা।
যাক এর আগে আমার বলার স্টাইলটা হয়ত সুন্দর হয়নি। নিজের অজান্তে হার্ট করে থাকলে সরি ভাইয়া
ভালো থাকবো। আপনিও ভালো থাকবেন।
৪২| ২১ শে জুন, ২০১২ সকাল ৭:৫৯
ফরহাদ মাহমুদ সোহাগ বলেছেন: আপু ঘুণে ধরা সমাজের বাস্তব প্রতিফলণ আপনার এই লেখা, My Hats Off to you. এই সমাজে এই রকম অবস্থাই চলতে থাকবে!!!। Pleas keep writing in this issue..
২১ শে জুন, ২০১২ দুপুর ১:২৭
শামীম আরা সনি বলেছেন: My pleasure
কিনতু এই সমাজ এভাবে চলুক আমরা চাইনা!
৪৩| ২১ শে জুন, ২০১২ সকাল ১১:৩৭
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
আপু আপনি হয়ত বা আমার লেখাটি বুঝতে পারেনি বা আমি বুঝাতে পরিনাই। আপনার বিবেক জাগ্রত বিধায় আপনি এ লেখাটি লিখতে পেরেছেন।
সমাজের কিছু গন্ডি বা বাধা আছে যা পেরোন যায় না। যেমন আপনি আপানার বাবার পছন্দের ছেলেকে বাদ দিতে পারেননি এখানে আপনার বাবার কথাই ফাইনাল। আবার খেয়াল করেন আপনি চাইলে ঢাকার ভাংগা বাসেও ঘুরতে পারেন বা স্প্লিট এসি তে বসে হয়ত উলালা গানও শুনতে পারেন এখানে কেউ বাধা দিবেনা কারন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার।
কিন্তু আপনি আপনার বাবা কিংবা সঙ্গীর সংগে যখন বাহিরে বের হবেন তখন কিন্তু আপনি তাদের সাথে না গিয়ে ভাংগা বাসেও উঠতে পারবেন না। আমি আপনাকে এই জায়গা গুলো থেকে পরিবর্তনের কথা বলছি, কারন যদি তাদের বুঝাতে পারেন যে মাঝে মাঝে আমরা যদি বাসে চড়ি বা এসি বন্ধ রাখি তাহলে সাধারন জন গন কিভাবে জীবন-যাপন করে হয়তোবা কিছুটা অনুভাব করা যাবে।
এমন করে যদি ঐ বাচ্চ গুলারো কোনটা ভাল বা মন্দ বোঝাতে থাকেন দেখবেন ১০০টা বাচ্চার মধ্যে একজন হলেও বুঝবে আর বড় হয়ে আপনাকে মনে করবে এবং দোয়া করবে। আমি এই পরিবর্তন গুলোরই কথা বলছি................... হয়ত বা আপনি এটা করে থাকেন।
আর বিয়ের কথা বললেনা সেটাতো এখন বাস্তেবে দেখতে পাচ্ছি
পকেটে পয়সা আছেতো আপনার জন্য সব আছে বয়স /চরিত্র এটা কোন ব্যপার না। আপনি ভাল ছেলে বা মেয়ে সৎ ও চরিত্রবান, নামাজি এগুলোর কোন দাম নেই যদি পয়সা না থাকে..............
আসলে হয়েছে কি আপু আমার এখন সবাই আকাশ ছুতে চাই কিন্তু আকাশটা ছোয়া আর হয় না.......................
আমরা নিচের দিকটাতে যদি একটু খেয়াল করতাম হয়তবা আমার সবাই আরো ভাল থাকতে পারতাম।
ভাল থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আসুন আমার সবাই মিলে চেষ্টা করি পরিবর্তন আসবে ইনশাল্লাহ।
২১ শে জুন, ২০১২ দুপুর ১:২০
শামীম আরা সনি বলেছেন: আমি বাধা দিতে পারিনি এটা কেনো মনে হলো?
ঢাকার ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম স্কুলে নিজে থেকে একটা অতিরিক্ত শব্দ বলার পারমিশান নাই।
পড়ানোর ফাকে ফাকে লাইট দু একটা কথা আসতে পারে।
বাট আপনি ভালো করতে যাবেন নিজেই জানেন না হয়ত কখন কিভাবে আপনার নামে রিপোর্ট হয়েছে।
ওরা যত ভয়ঙ্কর রকমের বেয়াদবী করুক, নিজের অজান্তে আপনার মুখ ফুটে বেয়াডব শব্দটা বের হলে আপনার খবর আছে!!!
ধারনা করতে পারবেন না ঢাকার সেরা ১০/১২ টা ইংলিশ মিডিয়ামে ৯০/৯৫ ভাগ বাচ্চা কি পরিমান টাকাওয়ালা ঘর থেকে আসে, এদের লাইফস্টাইল সম্পূর্ন ভিন্নরকম । এদের মা বাবা সামান্য স্কুল টিচার কে কেয়ার করেনা ৯৯ ভাগ ক্ষেত্রে।
উফফফফফফফফফফ!!!!!!!!!!!!!!!!!
পরিবেশটা খুব কেমন যেনো।
আমি পারিনি জব ৬মাসের বেশী কন্টিনিউ করতে।
আমি আগে ডিওএইচএস এরিয়ায় থাকতাম। এখানে ১৩/১৪ বছরের ছেলেরা গাড়ি নিয়ে বের হয় বেপরোয়াভাবে এই বাচ্চারা গাড়ি চালায়।
একদিন আমি রিকশা নিয়ে বাসায় আসছিলাম।
এক পিচ্চি ছেলের গাড়ির সামনে পড়লাম।ছেলেটা ঔ বুড়া রিকশাওয়ালাকে খারাপ আংগুল ইঙ্গিত করলো!!!!!!!!!!!!!
আমি জাস্ট থানডারড!
যারা চোরাকারবারীর টাকায় গাড়ী চালায় ওরা এসি বন্ধ রাখবে? হাসালেন।
দুর্নীতি বন্ধ করতে হবে। এই একটা উপায় আছে শুধু।
ভালো থাকবেন।
৪৪| ২১ শে জুন, ২০১২ রাত ১০:২২
ভিজামন বলেছেন: জব করলেই কি সব হয়..!!??
খুঁজেই নাকাল..
২২ শে জুন, ২০১২ রাত ১২:৩৮
শামীম আরা সনি বলেছেন: ????
আপনার কমেন্ট টা আমার কাছে ক্লিয়ার না।
আপনার মতামতটা স্পষ্ট হলে ভালো হতো
৪৫| ২২ শে জুন, ২০১২ ভোর ৫:১৯
বিকল্প ধারা বলেছেন: আই ফাক উ। আই লাইক ফাকিং। আই ওয়ান্ট টু ফাক ..একজনের নাম। দুইটা ছেলে এমন লিখেছে।
বাথরুম লক করা হয়।
ওরা নাহয় বাথরুমে লিখে ভুল করেছে।
কিন্তু ওরা অলটাইম এই ভাষা ব্যাবহার করে এটা আমরা টিচার রা জানি।
এই বাচ্চাদের আবার কিছু বলা যাবেনা।
কারন এদের এলিট বাবামা লক্ষ লক্ষ টাকা ঢেলে এদের এখানে পড়াচ্ছে।
দুইটা বাচ্চা কে একটা কিছু বললে ইনকাম কতো কমবে খবর আছে?[/sb
সামু তো ওই স্কুল থেকে কম না । সামু তো গালির ইউনিভার্সিটি । আর এখানে কিছু গালি স্পেশালিস্ট আছে । এরা ও নিশ্চই বাপ মায়ের সাথে ও একই ভাবে কথা বলে । সামু যেইদিন গালি মুক্ত ব্লগ হিসাবে নিজেদের প্রকাশ কোর্টে পারবে , সেই দিন থেকে সামুর হিট ২ গুন বেশি হইবে
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
শামীম আরা সনি বলেছেন: সামুর হিট তো ভিন্ন জিনিস কথা।
ঘুনে ধরা সমাজ যে অলরেডি ছোবল দিচ্ছে আমাদের। সেটার পরিবর্তনে সবার ভূমিকা চাই।
৪৬| ২২ শে জুন, ২০১২ সকাল ৭:৪৪
রিফাত হোসেন বলেছেন: Lol
samu bolan yahoo chat roombolan , online bd game room bolan shob jaegatai slang achhe !
tai samur kotha boila lav nai :-(
kintu bahirar somaz to ato galir upor chola na. Ontoto kothae kothae na , karon aro onno vasha vashidar shathe choli. Ki bolbo ar . . . Tobe bati krom o ache .
Tobe mona hoy amader shamagik chokro
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:১৪
শামীম আরা সনি বলেছেন: হুমমমমমমম
অফটপিক:আর্মির খবর কি?
৪৭| ২২ শে জুন, ২০১২ সকাল ৭:৫৬
মেলবোর্ন বলেছেন: সময় নিয়ে লিখা ও কমেন্ট গুলো পরলাম, জানি দেশে দূর্নীতিবাজ লোকের অভাব নেই তবে খুব কম সংখক হলেও ভাল লোক এখনো আছে যাদের বিবেক মরে যায়নি।
২০০০ সালের দিকে চাকরি করেছি মতিঝিলে বেতন ৩০০০ টাকা লোকাল বাস ছিল সম্বল, এখন ২০১২ বেতন সেই ৩৫০০ তবে ডলারে কোন দুনীতি না করে নিজের কস্টে এতদুর আসা , আর আমার এতদুর আসার কারন আর কিছু নয় শুধু নিজের প্রতি বিশ্বাস আর সৎ পথে লেগে থাকা,আর আছে ধর্ম ও নৈতিকতার শিক্ষা আর পরিবারের সাপোর্ট।আমার উদাহরন দেয়ার কারন একটাই ইচ্ছে থাকলে সৎ পথেও আয় করা সম্ভব সবাইকে যে দূর্নীতি করতে হবে এমন কথা নেই, আমার অনেক ব্যবসায়ি বন্ধু রয়েছে যারা দেশে থেকেই ভাল লাইফ লীড করছে আই মিন ভাল উপার্জন করছে দূর্নীতি না করেই তাদের কে হাইলাইট করা হয় না তাদেরকে মেয়েরা পছন্দ করেনা উপরি ইনকাম নাই বলে।
আমি জীবনের দুটো দিকই দেখেছি আপনার সেই ইংলিশ মিডিয়ামের ছাত্রদের মত হাই ক্লাস ছেলেদের সাথেও সিটি কলেজে পড়েছি তবে তাদের এত বেয়াদব বা উচ্ছিংখল দেখিনি কারন একটাই করাকরি নিয়ম আবার সাধারন সরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছি সেখানেও অন্যরকম সমস্যা তা হলো রাজনীতি করা বেয়াদব গুলো,
তো এখন আমি যদি দেশে থাকতাম আমার বেতন বেশি হলে হয়ত ২০০০০ হতো আর আমার বর্তমান অবস্থা দুটোর মধ্যে কোনটা বেছে নেবে মেয়েরা আর তাদের বাবারা?, আমি ৯৯% নিশ্চিত বতমান অবস্থা সবাই বেশি প্রিফার করবে কারনটা তবে কি আমার ডলার নিস্চই আমি নই ?
সেখানেই সমস্যা আমরা মানুষকে ভুলে তার টাকা/সম্পদ কে চিনতে শুরু করেছি আর তার জন্যই মনুষ্যত্ব মরে যাচ্ছে টাকাই সব হচ্ছে।
আর আপনি তো বলেছেনই এখনতো সবার প্রত্যাশা এলিট হওয়ার
দোষ কার? ঢাকার পরিবহন ব্যবস্হার? অর্থনৈতিক মন্দার?
টিভি সিরিয়াল? দেশের সরকার? নাকি আমাদের মত একদল শিক্ষিত তরুন তরুনী যারা সমস্ত নোংরামি কে কোননাকোনভাবে সাপোর্ট দিচ্চি।
কারন আমরা চুপচাপ আছি।
নিজের মতামত জানানোর মত বুদ্ধিও আমাদের লোপ পেয়ে গেছে।
আর মৌনতা তো সম্মতির লক্ষন তাইনা?
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:১৮
শামীম আরা সনি বলেছেন: আপনার কমেন্ট ভালো লাগলো।
দেশের বেকার সমস্যা, অর্থনৈতিক মন্দা সমস্যা সমাধানে সচেতন নাগরিক + সরকারের যদি অবদান না থাকে কার ক্ষমতা আছে এইসব পরিরর্তন করার বলেন?
৪৮| ২২ শে জুন, ২০১২ সকাল ৮:২৪
হাবীব কাইউম বলেছেন: বার্ট্রান্ড রাসেল বলেছেন, একজন মানুষ খুব মজাসে পাপের কাজ করেও সে পরে শান্তি পায় না। কারণ ছোটবেলা তার মা তাকে কোলে নিয়ে গল্প শোনাতেন আর বলতেন এটা পাপ, এটা পুণ্য। হুমায়ুন আজাদও আমার অবিশ্বাসে এই কথাটা বলেছেন। আর হাদিসে আছে : প্রত্যেকটা মানুষই স্বাভাবিক প্রবৃত্তির ওপর জন্ম নেয়। [স্বাভাবিক প্রবৃত্তি বলতে সত্য বলা, লজ্জাবোধ করা, অন্যের জিনিশে হাত না দেয়া ইত্যাদি।] কিন্তু পরবর্তীতে তার মা-বাবা তাকে একেক জীবনপদ্ধতির অনুসারী বানায়। সুতরাং পারিবারকিভাবে নৈতিকতা শিক্ষার কোনো বিকল্প নেই। আমি একবার এক সেলুনে বসে ছিলাম। সেখানে এক বাবা তার বাচ্চাকে নিয়ে চুল কাটাতে এসেছেন। নাপিত যতদূর মনে পড়ে আখ কিনেছিলো। সেই বাচ্চাকে কোনোভাবেই নাপিত আখ ধরাতে পারেনি।
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৪
শামীম আরা সনি বলেছেন: শেষের ঘটনা যেটা বলেছেন সেটার মর্মার্থ আমি বুঝিনি
৪৯| ২২ শে জুন, ২০১২ সকাল ৯:০২
মামদোভুত বলেছেন: আঁতলামির যায়গা পাস না? শালা ছাগু কোথাকার!
এই শালা নাকি টিচার!
একটা সেন্টেন্স পর্যন্ত ঠিকমত সাজিয়ে লিখতে পারেনা, বানান ভুল!
২২ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৩
শামীম আরা সনি বলেছেন: আপনার আমাকে নিয়ে কতটুকু ধারনা আর কতটা ভদ্রতা নিয়ে আপনি এমন কমেন্ট করলেন?
এইটা কি খাতা?
বানান ভুল যে টাইপিং এর জন্য হতেই পারে এটা সবাই বুঝলেও আপনি বুঝলেন না কেনো?
এইরকম নেকসট করবেন তো রিস্টার্ট রিফাতের মত ব্লক
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১১
শামীম আরা সনি বলেছেন: আপনার এই কমেন্ট টা রাখলাম, মুছলাম না।
প্রমান থাকুক একটা আপনাদের নোংরা আচরনের।
৫০| ২২ শে জুন, ২০১২ সকাল ৯:৫২
আমিনাথিং বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: সময় এসেছে এসব নিয়ে সিরিয়াসলি ভাবার।সমাজকে দোষ দিয়ে লাভ নেই।দোষ আমাদের নিজেদের ই।কারন সমাজকে তো আমরাই চালাই/প্রভাবিত করি।..........
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৫
শামীম আরা সনি বলেছেন: ঠিকি বলেছেন।
আমিও এই কথাটিই বারবার বলছি
৫১| ২২ শে জুন, ২০১২ সকাল ৯:৫৩
ভয়ংকর বোকা বলেছেন: বাস্তব চিত্র। লেখার সাথে একমত।
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
৫২| ২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১০
s r jony বলেছেন: আপনার বন্ধু "মমিন"ভাইডুর সাথে আমি একমত/একই পথের পথিক তো, (কোলা-কুলির ইমো হবে)
আর আপনার মন-মানষিকতা কে স্যালুট।
রাগ কইরেন না, আপনার কোনো ছুটো বইন আছে??
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:১২
শামীম আরা সনি বলেছেন: ভালো কথা ।
কিন্তু আমার ছোট বোনের খোঁজ কেনো হচ্ছে?
৫৩| ২২ শে জুন, ২০১২ দুপুর ১২:২৩
ঘরের ছেলে বলেছেন: মেয়ের বাবা ডাকাতির টাকা দিয়ে লাখ টাকার হীরার আংটি দিয়ে দরবার হলে বিয়ের দরবার করবে আর বিবাহ পরবর্তী মেয়ে করবে পরকীয়া , ছেলে অফিসে নিংরামী। কিন্তু কোই বাত নেহি। যতই নিংরামী করিনা কেনো আমরা এলিট ক্লাসে নাম লিখিয়েছি আমরা এলিট !!!!!!!!
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৬
শামীম আরা সনি বলেছেন: জি
৫৪| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এ প্লাস পোস্ট।
সুন্দর পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।
তবে কথা হলো এই সমাজকে নষ্ট করেছে আমাদের পূর্বসুরীরা ।
সমাজ বদলানোর কঠিন কর্মটির ভার পড়েছে আমাদের উপর। '
এ কাজ বড় সহজ কাজ নয়।
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৭
শামীম আরা সনি বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫৫| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:১২
মরু প্রান্তর বলেছেন: খুবি বাস্তব আর সত্য কথা বলেছেন। অনেকেই এগুলু বিশ্বাস করবেন না। কিন্তু আমার কাছে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য আছে। লিখতে ইচ্ছে করেনা। কারন ব্লগে অনেকেই আসে শুধু গালাগালি করতে। এসব শুনতে একদম ই ভাল্লাগেনা। পারিবারিক ও সামাজিক জীবনে ব্লগের আচরন প্রভাব ফেলে।
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৮
শামীম আরা সনি বলেছেন: প্লিজ লিখবেন।
আমার রিকোয়েস্ট থাকলো।
৫৬| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:১৮
sumon3d বলেছেন:
চাচাত ভাই শুনে বলেছিল বুড়োদের পাশাপাশি এখনকার পিচ্চিগুলাও তো দেখি কামুক!!!
ওকেও দিলাম এক বকা!!
কি বলিস না বলিস বড় বোনের সামনে?
আই ফাক উ। আই লাইক ফাকিং। আই ওয়ান্ট টু ফাক ..একজনের নাম। দুইটা ছেলে এমন লিখেছে।
আপনার বক্তব্যের এই দুইটা অংশ আমার কাছে দুই রকম লাগলো। প্রথমটা শুনে মনে হল আপনি ভীষন রক্ষনশীল। চাচাতো ভাইয়ের এই সামান্য কথাতেই আপনি দিলেন ঝাড়ি।
যখন ধরে নিলাম আপনি অতি রক্ষনশীল একজন, কোন অশ্লীলতার কাছ দিয়ে হাটেন না, আলোচনার খাতিরেও অশ্লীল কথা শুনতে চাননা, তখনই আপনার এই দ্বিতীয় অংশটা আমাকে কনফিউসড করে দিলো।
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:২৩
শামীম আরা সনি বলেছেন: আপনি কি পড়েছেন পুরো পোস্ট মন দিয়ে?
ঔ গুলো কার কথা বলেনতো?
পুরোটা ঠিকমতো পড়েন প্লিজ।
৫৭| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:২৬
আলোকন বলেছেন: মামদোভুত বলেছেন: আঁতলামির যায়গা পাস না? শালা ছাগু কোথাকার!
এই শালা নাকি টিচার!
একটা সেন্টেন্স পর্যন্ত ঠিকমত সাজিয়ে লিখতে পারেনা, বানান ভুল!
আরে পাকি ভারতীয় + কুকুরের বাচ্চা জারজ অভ্র কীবোর্ড দিয়ে লিখে লেখা এইরকমি হয়...
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৫
শামীম আরা সনি বলেছেন: এই পোস্টে গালিগালাজ না। প্লিজ প্লিজ প্লিজ
৫৮| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৭
সাইফুল আলী বলেছেন: ঠিক বলেছেন।আমাদের সামাজ দুর্নীতিগ্রস্থ।আর এই দুর্নীতিগ্রস্থ সমাজের সবচাইতে খারাপ টিচার নামের লোকেরা।না আমি আগের টিচারদের কথা বলছি না।বর্তমানকালের টিচারদের কথা বলছি।টাকার জন্য পারেনা এমন কোন কাজ তারা করে না।শিক্ষা দেওয়া তাদের উদ্দেশ্য না টাকা কামনো তাদের উদ্দেশ্য।কিন্তু টাকা তো আর গরিবে দিতে পারে না।এজন্য টিচাররা ধনীদের ছেলে-মেয়ে পড়ায়।কিন্তু ঐখানেও সমস্যা।তাদেরকে গরিবের ছেলেদের মত মন ভরে পেটাতে পারবেন না।ইউরোপ-আমেরিকা তো ভুল করেছে।ছাত্রদের পেটানর জন্য আইন করা উচিৎ।আসলে বর্তমানে বাংলাদেশের টিচার সমাজই খারাপ(কিছু ভাল টিচার বাদে)
২২ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৫
শামীম আরা সনি বলেছেন: আপনি কি আমার ব্যাপারে সিওর?
টাকার জন্য আমি কোনদিন টিচিং করিনি।
৫৯| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১০
নুভান বলেছেন: ফ্ল্যাট/গাড়ি এগুলোর কথা বাদ দেন, বিয়ের অনুষ্ঠানের খরচ-ই তো লাখ ২৫ ছাড়িয়ে যায়। ৬-৭ ভরি গহণা, বিয়ের বাজার এগুলোর-ই তো খরচ ১০ লাখের বেশী, এরপর আবার হলুব, বিয়ে, বৌভাত হাবিজাবির খরচ সব মিলে ১৫ লাখেও কভার হয় না। যে যুগ পড়েছে কিডনি বিক্রি করেও বিয়ের খরচ মেটানো সম্ভব না। তাই বিয়ে-শাদির চিন্তা মাথা থেকে টোটালি বাদ
কিন্তু তাই বলে কি থেমে আছে? টাকা অনেক মানুষের হাতেই কিন্তু আছে, ব্যাবসায়ী আর দুর্ণীতিবাজ আমলা এদের হাতেই টাকা-পয়সা কুক্ষিগত। এদের ছেলে-মেয়েরাই সমাজের এলিট শ্রেণী। ভয় হয়, আগামী ২০ বৎসর পরে বাংলাদেশে মধ্যবিত্ত বলে কিছু থাকবে কিনা এটা নিয়ে। হয় থাকবে উচ্চবিত্ত অথবা নিম্নবিত্ত, যার অনুপাত হতে পারে উচ্চঃনিম্ন=১ : ১০০০০০০
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৪
শামীম আরা সনি বলেছেন: আমি সেটাই বলছি।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬০| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১০
মেংগো পিপোল বলেছেন: টিচার বিষয়ক আমার একটা পোষ্টের লিংক দিলাম, দেখেন পড়ে ভালো লাগে কিনা?
View this link
আপনার লেখা ভালো হয়েছে। আমি যে সমাজ দেখতে চাই হতয়তো আপনারও সে সমাজের স্বপ্ন দেখছেন, সম্ভাবনাময় সেই ভবিষৎ এর প্রতিক্ষায় দিন গুনছি, একদিন আমরা হবো বিশ্বসেরা, এই সমাজ বহু কষ্টে পাওয়া, আর এই কষ্টের সমাজ নিয়ে আমি নিরাশা বাদী নই, একদিন কেউ আশবে, তাকে আশতেই হবে, আর সেদিন আমরা জেগে উঠব নতুন সম্ভাবনায়।
২২ শে জুন, ২০১২ রাত ১০:৪৬
শামীম আরা সনি বলেছেন: সময় নিয়ে পড়ব তারপর জানাবো।
লিংকের জন্য ধন্যবাদ।
৬১| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬
তাশা বলেছেন: আপনি কি ওই ছেলেটাকে বিয়ে করেছিলেন?? যদি করে থাকেন........... তাহলে সাবাস............. আর করে থাকলে বোঝা যাবে আপনিও আর দশটা মেয়ের মত............. টাকা আর স্ট্যাটাসওয়ালা বর খোজেন................. আসলে আগে বদলাতে হবে নিজের........... তারপর না বলতে হবে মানুষকে.............. আর আমি কখনোই এই সমাজের সাথে তাল মেলাবো না........... কোন চাকরিও করব না............ আমি নিজেই হব আমার জগতের নিয়ন্তা............. আর যদি কেউ, সে যত বড়ই হোক আমার নিজের মতামতকে অগ্রাহ্য করবে............. তাকে উস্টা মেরে আমি আমার নিজের পথে, আমার বিবেক, আমার স্রষ্টার দেখানো পথে চলব................
আর পুস্টে পেলাস....................
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
শামীম আরা সনি বলেছেন: ভদ্র ভাষার মন্তব্য আশা করছি
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
শামীম আরা সনি বলেছেন: জি প্লাস মানে হলো ৩৪+১=৩৪
এনিওয়ে প্লাস এর দরকার নাই কখনও আমার, জাস্ট ভাষাটা ভদ্র করেন, তাহলেই হবে
৬২| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২০
তাশা বলেছেন: দুঃখিত!!! লেখাটা হবে............ আপনি কি ওই ছেলেটাকে বিয়ে করেছিলেন?? যদি করে থাকেন........... তাহলে সাবাস............. আর করে থাকলে বোঝা যাবে আপনিও আর দশটা মেয়ের মত............. টাকা আর স্ট্যাটাসওয়ালা বর খোজেন........................... ভুলে মিস্টেক হই গেসিল..............
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৩
শামীম আরা সনি বলেছেন: ভদ্র ভাষার মন্তব্য আশা করছি
৬৩| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৭
তাশা বলেছেন: দুঃখিত............... উপরের মন্তব্যগুলো তাহলে মুছে দেন........... আমি জানতাম না খারাপকে খারাপ ভাষায় নিন্দা করলে অভদ্রতা হয়............ আর এটাই খারাপের শক্তি.............
২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
শামীম আরা সনি বলেছেন: আপনার নিন্দা করার ভাষা কি শোভন হয়েছে?
কমেন্ট এমন করেন কেনো যা একজন লেখককে ডিলিট করতে হয়?
২২ শে জুন, ২০১২ রাত ১০:৫৬
শামীম আরা সনি বলেছেন: আপনি কি ওই ছেলেটাকে বিয়ে করেছিলেন?? যদি করে থাকেন........... তাহলে সাবাস.............
প্রথমত, আপনার কথাতে কিছু ভূল আছে,দেখুন।
দ্বিতীয়ত,আপনি কি এটা বোঝেন যে বাংলাদেশে কয়টা মেয়ে মা, বাবার অবাধ্য হওয়ার সাহস পায়?
আমি এই বিয়ে করেছি জানালে আপনি আমাকে নেগেটিভলি কমেন্ট করতেন?
যে মেয়ে অবাধ্য হয় সে বেয়াদব মেয়ে,অবাধ্য মেয়ে এই সমাজে।কারন বাংলাদেশের সমাজে মেয়েরা নিজের মতামত দিবে এটাই ভাবা হয়না।
বিয়েতে আবার মেয়ের মতামত কি?
এরকমটাই ভাবা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ।
কতো মেয়েই তো বাধ্য হয়েছে নিজের অমতে বিয়ে করতে,কিন্তু তাদের আপনি গালি দিতে পারেন না।কেউ পারেনা।
দোষ কার বুঝুন সেটা।
ব্লগে কমেন্ট করে সেটা সাথে সাথে প্রকাশ না করে আগে একটু নিজে পড়ে নিবেন,বুঝার চেষ্টা করবেন আপনি কি বুঝাতে চান সেটা সুন্দরভাবে প্রকাশ হচ্ছে কিনা।
৬৪| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৭
যাযাবরমন বলেছেন: আমার দেশ, আমার গর্ব!
আমাদের শিক্ষা পদ্ধতিতেই সমস্বা আছে। আমরা আমাদের বাচ্চাদের অনেক কিছুই শেখাই কিন্তু জাতীয়তা/ভ্রাত্যিত্ব বোধ শেখাই না।
আমদের শিক্ষা ব্যাবস্থাটা এমন যে ফার্স্ট হলে পুরস্কার দেই কিন্ত ফেল করলে সহানুভুতি দেখাই না। ফলে একই ক্লাসের প্রত্যেক টা ছেলে পরস্পরের শত্রু হয়ে যায়।
আমরা সবসময় আমাকে নিয়ে ভাবি। ভাবি কিভাবে লাভ করবো। এই ভাবনা এতই গভির যে আমরা কি লস করছি তাও ভাবি না। কখনও কোন লস হলে চিন্তা করতে থাকি কিহাবে আরও লাভ করে এই লস পোশান যায়। এই লস যেন না হয় তা আমরা খুব কমই ভাবি।
আমরা যদি সচেতন হই যে, কিন লাভটা বেশি করতে যেয়ে লসটা হল, আর যদি ওই লাভের আশা না করি তবে অনেক দিক দিয়ে উপকার হয়।
---
কয়েক দিন আগে কাওরান বাজারে মাছ কিনতে গিয়েছি, ১ মাছওয়ালার কাছে ১টা বড় রিঠা মাছের লেজের বড় ১টা টুকরা দেখলাম। দাম চাইলো ২৫০ টাকা কেজি। বড় মাছ তাও ১৫০ বললাম, ভাবলাম মাথা কেউ নিয়েছে লেজ আছে। কিছুক্ষন পর মাছওয়ালা নিজেই ডাকলো নিয়ে যান। আমি ভাবলাম দাম কম হয়ে যাচ্চে, নিব কি না। তাও বড়মাছের লোভে নিয়ে নিলাম, ৩ কেজি ৪৫০টাকা। বাসায় এনে ধুয়ে ফ্রিজে রাখলাম, মাছ খারাপ মনে হল না। রান্না করে খেতে গিয়ে দেখি পুরাই পচা মাছ!!!! তখন বুঝলাম মাছওয়ালা পচা মাথা ফেলে দিয়ে আমার মত লোভি ক্রেতার জন্য লেজ সাজিয়ে রেখেছিলো।
বাজারে যখন জিনিষের দাম বাড়ে, আমরা সাধারনত কেনা কমাই না, বরং বারতি টাকার ধান্দা করি। এখন গার্মেন্টস কর্মীরা বেশি বেতন চাচ্ছে কারন তেদের বাড়ী ভারা বারছে। মালীক পক্ষ আরও বেশি বেতন দিতে পারে কি না আমি জানিনা, কিন্তু তারা গার্মেন্টস না ভেংগে বাড়ী ভাড়া বারানোর প্রতিবাদে একযোট হতেপারতো, হয়নাই।
আমরা সবকাজই এরকম উল্টো করি।
আমাদের জাতীয়তা বোধ জাগ্রত করা দরকার।
আমার দেশ, আমার গর্ব!
২২ শে জুন, ২০১২ রাত ১০:৪৪
শামীম আরা সনি বলেছেন: বাজারমূল্য,গার্মেন্টস,বাসা ভাড়ার বিষয়টা আনায় ভালো লাগলো।
রিয়েল লাইফ সমস্যাগুলো তুলে ধরা আর একজোট হওয়া খুব দরকার।
ভালো থাকবেন।
৬৫| ২২ শে জুন, ২০১২ রাত ১১:০১
তুতেন-খামেন বলেছেন: কেমন আছেন শনি আন্টি? আপনি কি এখনো আগের মতই কোমলহৃদয় সাহিত্যিকদের প্রতি পাষণ্ড আচরন করেন?
(পোষ্টের সাথে অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী। উত্তরটা জানার জন্য চিত্ত বড়ই আঁকুপাঁকু করছে।)
২৩ শে জুন, ২০১২ রাত ১২:২৬
শামীম আরা সনি বলেছেন: আপনার ছাবলামী থামান প্লিজ
৬৬| ২২ শে জুন, ২০১২ রাত ১১:২৩
তাশা বলেছেন: আরে দুই জায়গাতেই আমার লেখাটা ভুল এসেছে.............. খেয়ালই করিনি............. আসলে কথাটা হবে 'যদি করে না থাকেন........... তাহলে সাবাস.............'যদি করে থাকেন........... তাহলে সাবাস.............' নয়................... এই ভুলটার জন্য আন্তরিকভাবে দুঃখিত................ ছোট্ট একটা 'না' লেখার কারণে মনে হচ্ছে আমি গালি দিয়েছি............. এই ধারনার উদ্রেক করার জন্য আন্তরিকভাবে দুঃখিত.........
আর আমরা কি শুধু দেখেই যাবো, শুনেই যাবো............ নিজেরা পাল্টাবো না??? আর দোষ দেবো সমাজের??? আগে তো নিজেকে দাড়াতে হবে স্রোতের বিরুদ্ধে............... তারপর না বলব এই সমাজ ভুল, এই সমাজের মানুষেরা ভুল পথে চলছে................. আর বলুক না অবাধ্য, বেয়াদব............. আপনি নিজে কি সেটা তো আপনি নিজে বিচার করবেন.................. আর আজকে মানুষের বিশেষ করে নারীদের এই অবস্থাটার জন্য একমাত্র নারীরা দায়ী............. তারা মেনে নেয় তাই পুরুষেরা নারীদের ওপর অত্যাচার চালায়.............. যৌতুক চায়............ দিয়ে যায়........... তাতে যদি সমাজের চোখে 'আদর্শ মেয়ে' হওয়া যায়.............. অত্যাচার করে.......... নীরবে সয়ে যায়............. তাতে যদি সংসারটা বাচে আর সমাজের চোখে 'নস্টা, ভ্রস্টা' না হতে হয়................ এটাই আসলে এই সমাজের দোষ.............. আমরা সবার সাথে তাল মেলাতে চাই............ এবং মেলাইও............ কিন্তু সেমিনারে, ব্লগে, ফেসবুকে ভাব ধরি কত বড় প্রতিবাদী কন্ঠ................. আর সমাজ পরিবর্তন?? আরে ধুর.......... কে যায় এত কষ্ট করতে............. তারচেয়ে আমাদের মূল্যবোধ, বিবেক, সততাকে বিসর্জন দিয়ে যদি ধনী হওয়া যায়, একটা ফ্ল্যাট, গাড়ি কেনা যায়.............. তাহলে কে যায় ওইসব 'ব্যাকডেটেড' সততাকে ধারণ করতে............. সত্যিকারের ভালোবাসা??? হাসালেন.............. এই ফ্ল্যাট, গাড়ি, সামাজিক স্ট্যাটাস না থাকলে ভালোবাসা তো পেছনের দরজা দিয়ে পালাবে.............. আর একটা ছেলের সাথে/মেয়ের সাথে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বললে, ঘুরে বেড়ালে, ভালোবাসার কথা বললেই কি তাকে নিয়ে ঘর করা যায় নাকি?? লোকে কি বলবে?? আর এসব 'সস্তা' আবেগ দিয়ে জীবন চলে নাকি???
২৩ শে জুন, ২০১২ রাত ১২:৩১
শামীম আরা সনি বলেছেন: আজকে মানুষের বিশেষ করে নারীদের এই অবস্থাটার জন্য একমাত্র নারীরা দায়ী
একমত নই।
সেমিনারে, ব্লগে, ফেসবুকে ভাব ধরি কত বড় প্রতিবাদী কন্ঠ................. আর সমাজ পরিবর্তন?? আরে ধুর.......... কে যায় এত কষ্ট করতে............. তারচেয়ে আমাদের মূল্যবোধ, বিবেক, সততাকে বিসর্জন দিয়ে যদি ধনী হওয়া যায়, একটা ফ্ল্যাট, গাড়ি কেনা যায়.............. তাহলে কে যায় ওইসব 'ব্যাকডেটেড' সততাকে ধারণ করতে............. সত্যিকারের ভালোবাসা??? হাসালেন.............. এই ফ্ল্যাট, গাড়ি, সামাজিক স্ট্যাটাস না থাকলে ভালোবাসা তো পেছনের দরজা দিয়ে পালাবে.............. আর একটা ছেলের সাথে/মেয়ের সাথে কয়েকটা মিষ্টি মিষ্টি কথা বললে, ঘুরে বেড়ালে, ভালোবাসার কথা বললেই কি তাকে নিয়ে ঘর করা যায় নাকি?? লোকে কি বলবে?? আর এসব 'সস্তা' আবেগ দিয়ে জীবন চলে নাকি??
আর আপনার কমেন্ট কার দিকে ছুড়ে দিলেন?
আমাকে?
৬৭| ২৩ শে জুন, ২০১২ রাত ১:০০
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: অনেক সুন্দরভাবে অসঙ্গতি তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ। অনেকেই কমেন্ট করে প্রতিকারের কিছু উপাদান যোগ করেছেন। আমি বিশ্বাস করি, ব্যক্তিগত জীবন ও পরিবারে যদি ধর্মীয় আচারের অনুশীলন থাকে, তবে একজন ভাল মানুষ হিসেবে একজন শিশু বেড়ে উঠবে। ধর্মীয় অনুশীলন মানুষকে সহনশীল, অন্যের অধিকারের প্রতি মর্যাদাবান হিসেবে গড়ে তোলা এবং সুস্থ স্বাভাবিক চিন্তার খোরাক যোগায়। একক পরিবার প্রথাও বর্তমান অবক্ষয়ের জন্য অনেকাংশে দায়ী। যে শিশুটি অনাদরে, অবহেলায় ডে কেয়ার সেন্টারে, বা কাজের বুয়ার তত্বাবধানে বেড়ে উঠছে, তার কাছ থেকে ভাল কিছু কতটুকু আশা করা যায়। আপনার লেখা অনেকের মনেই দাগ কেটেছে, এত এত কমেন্টস দেখে নিশ্চিত বলা হয়। আপনার প্রচেষ্টা অব্যাহত থাকুক।
২৩ শে জুন, ২০১২ রাত ১:১৩
শামীম আরা সনি বলেছেন: ডে কেয়ারে থাকা সব বাচ্চা অমানুষ হচ্ছে, আর ঘরে থাকা সব বাচ্চা মানুষ হচ্ছে এটা কি বলা যায়?
আমি নিজেই যদি একটা বেয়াদব হই আমার বাচ্চা যেখানে যাবে বেয়াদব হবে যেখানে আমি ভালো হলেও বাচ্চার খারাপ হওয়ার সম্ভাবনা আছে।
তারমানে কি দাড়াঁলো?
আমরা খারাপটা ইজিলি নেই। ভালটা কম নেই।
ভাল, মন্দ প্রায় সময়ই আপেক্ষিক, কিন্তু কিছু কিছু জিনিস হয়ত সবার কাছেই ঘৃনিত, কিছু কিছু জিনিস সবার কাছে আদরনীয় তাইনা?
আমরা আজ অনেক মৌলিক জিনিসটাই গ্রহন করতে পারছিনা।
এটাই কষ্ট দেয়।
২৩ শে জুন, ২০১২ রাত ১:১৪
শামীম আরা সনি বলেছেন: ১০০ নং কমেন্ট টা দেখুন।
৬৮| ২৩ শে জুন, ২০১২ রাত ১:৪৭
ভিজামন বলেছেন: আরে.. সাধারন ফ্যামিলির সেই সাধারন মেয়েটাইতো খুঁইজা পাইটাছি না.... নাকাল হয়া গ্যাচি...
এইবার বুইচ্চেন...
২৩ শে জুন, ২০১২ রাত ২:৩৬
শামীম আরা সনি বলেছেন: সিরিয়াস পোস্ট অতিরিক্ত ফাজলামি ভাল্লাগেনা....
৬৯| ২৩ শে জুন, ২০১২ রাত ২:৫২
ভিজামন বলেছেন: আমি ফাজলামি করিনি আপনিই বললেন ক্লিয়ার না....
আসলে যার ব্যাথা সেই বুঝে..
তারপরও আমি দুঃখিত...
২৩ শে জুন, ২০১২ সকাল ১১:৩৩
শামীম আরা সনি বলেছেন: এতো দুঃখিত হতে হবেনা!!
দেশের সব সাধারান ফ্যামিলিগুলা কি সব অসাধারন হয়ে গেলো নাকি
৭০| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:২৮
শেখ মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন: মন্দ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ তো সহজাত। বর্জন করতে যে পারে সেই তো অনুকরণীয়। কমেন্ট টা দেখেছি।
"কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়
তাই বলে কি কুকুরেরে কামড়ানো মানুষের শোভা পায়?"
আমরা সবাই যেন যেটা সত্য ও সুন্দর সেটা গ্রহণ করতে পারি। ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১২ সকাল ১১:৫৫
শামীম আরা সনি বলেছেন: যেটা সুন্দর সেটা ঠিকি ১০০টা মানুষের ভালো না লাগলেও ৯৯/৯৮/৯৭ টা মানুষের ভালো লাগে।
যে বাঙালি ১৯১৩ তেই সাহিত্যে নোবেল পেলো, যে বাঙালি ভাষার জন্য জীবন দিল, যে বাঙালির মেধাবী সন্তান ৭১ এ প্রানের মায়া তুচ্ছ করলো।সে বাঙালি জাতির রুচি কেনো এত নিম্নমুখী হলো?
বিষয়গুলা কি ভাববার মত নয়?
আপনাকেও ধন্যবাদ।
৭১| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:৪৫
অতলঅর্ণব বলেছেন: সমাজটা দেখতে দেখতে ভোগবাদী হয়ে গেল। সবাই সুখী হবার প্রতিযোগিতায় লিপ্ত। কিন্তু সে সুখী হতে পারেনা। তখন ভাবে আরো উপরে উঠলে সুখী হবে। ফেসবুকে ছবি দেয় "দেখ আমি কত মজা করি!!!" বাকিরা সব লুজার। মূল্যহীন হইহল্লা আর সুখী হবার ভান করা তারুণ্য।
আপনার লেখাটা ভাল লাগল। নির্বানের পথকি খুঁজে পেয়েছেন?
২৩ শে জুন, ২০১২ দুপুর ১২:০৭
শামীম আরা সনি বলেছেন: সুখী হওয়ার বিষয়টা আপেক্ষিক।অনেক সময় আমরা নিজের দোষেই সুখী হতে পারিনা।
অনেক ধনসম্পদ সবসময় সুখ কে নির্ধারন করতে পারেনা।
অনেকে অল্পতেই সুখী।
আমি পঙ্গু হতে চাইনি।
নিজের যোগ্যতা কে প্রমান করতে পারাটা আমার টার্গেট।
শর্টকাটে নিজের ব্যক্তিত্ব বিসর্জন, অনেকসময় সততা বিসর্জন দিয়ে আমি কোটিপতি হতে চাইনা।
নিজে যোগ্যতা অর্জন করলে আমাকেই লুফে নিবে চাকরিদাতারা একদিন,এটা আমার বিশ্বাস।
আর আমি আমার মানষিকতার সাথে মিল, বয়সের সাথে মিল, সর্বোপরি যে আমাকে একটা মানুষ বিবেচনা করে আমাকে রেসপেক্ট করবে তাকে আমি স্বামী হিসেবে পাশে চাই।
কোন দুর্নীতিবাজ, ভন্ড, প্রতারক, অমানুষ কে চাইনা।
আমার ফ্ল্যাট, কার এখনই লাগবে এমন কোন কথা নেই।
আমার সবার আগে ভালো একজন সঙ্গী দরকার।
সবাই যদি মনে করে নিজের ফ্ল্যাট এখনই দরকার তো ভাড়া থাকবে কে!!!!!!!!!!!!!!!!
৭২| ২৩ শে জুন, ২০১২ সকাল ১১:৩৯
ইন্তাজ ভাই বলেছেন: দোষ আমাদের মানসিক অবস্থার
২৩ শে জুন, ২০১২ দুপুর ১২:০৮
শামীম আরা সনি বলেছেন: হুম!
৭৩| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
নীলঞ্জন বলেছেন: ক্ষয়িষ্ণু সমাজে বিদগ্ধ হৃদয়বান মানুষেরা এভাবেই গুমড়ে গুমড়ে মরে আর বলে : দাও ফিরে সে অরণ্য, লওহে নগর...............। সমাজের সব জায়গাই পচন ধরেছে। খসে খসে পড়তে শুরু করেছে হাড়, মাস। এরই মাঝে সংগ্রাম করে বেঁচে থাকতে হবে। বিলাতে হবে সুগন্ধী প্রতিষেধক।
২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:২৪
শামীম আরা সনি বলেছেন: দাও ফিরে সে অরণ্য, লওহে নগর..............
আমারও এমনটা মনে হয়
৭৪| ২৪ শে জুন, ২০১২ রাত ১২:১০
ভিজামন বলেছেন: নাহ!
সাধারণ ফ্যামিলিগুলো অসাধারণ হয়নি...
অসাধারণ হয়েছে সাধারণ ফ্যামিলির মেয়ে গুলো...
২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
শামীম আরা সনি বলেছেন: মেয়েদের দোষ দিয়ে লাভ আছে?
একটা মানুষ গড়ে ওঠে তার পরিবারের অবস্হান, আচরন এবং সামাজিক অবস্হান,দেশের অর্থনৈতিক, আশেপাশের মানুষদের আদর্শ, মূল্যবোধ কে কেন্দ্র করে। পচন টা যদি সেখানেই থাকে তাহলে কিছু মেয়েকে আমরা কি দোষ দেবার অধিকার রাখি?
যে কোন পচন, দেশের বা পরিবারের যে কোন সমস্যার জন্য দায়ী কিন্তু একজন হতে পারেনা। দায়ী আমরা সবাই।
৭৫| ২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৯
তাশা বলেছেন: স্যাটায়ার(উপহাসমূলক রম্য) লেখার ব্যার্থ চেষ্টা...................
............ লিখলাম এই সমাজের প্রতি...............
২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
শামীম আরা সনি বলেছেন: তাই নাকি?!!
৭৬| ২৫ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৭
রাতুলবিডি বলেছেন: ভোগবাদী- বস্তুবাদী চিন্তা।
আপোষকামিতা।
মন খুশি করে ভালমানুষীর চেষ্টা ।
২৫ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৪
শামীম আরা সনি বলেছেন: লাইনগুলো তো পূর্ন করেন নি। কাকে বলছেন , কেন বলছেন ক্লিয়ার করেন। তাহলে আমার উত্তর দিতে সুবিধা হয়!
৭৭| ২৫ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৮
মহসিন৭১ বলেছেন: সবচেয়ে বেশী আমার বাবার জান ধরকে গেছে যে কারনে(আনন্দে) ছেলের ধোকার শহর ঢাকার উত্তরায় আছে ফ্ল্যাট, কার মালে মালামাল
আচ্ছা ধোকার শহর ঢাকায় বুঝলাম না।
আর আপনার ওই ছেলে দেখার কী হল তা শেষ করেননি। বুয়েট পাশ সাহেবের সঙ্গে কি বিয়ে হয়েছিল।
গুলশানের অভিযাত স্কুলের চাকরি ছেড়ে এখন কী করছেন।
দেশের এসব পরিবর্তন করতে হলে সবার আগে প্রয়োজন ব্যক্তি চরিত্র পরিবর্তন।
আরো পরিবর্তন লাগবে- তা হলো আমলা নির্ভর সরকার ব্যবস্থার পরিবর্তন।
রাজনীতি বিদদের পরিবর্তন।
২৫ শে জুন, ২০১২ রাত ১১:০৮
শামীম আরা সনি বলেছেন: ধোঁকার শহর ঢাকা একটা উপমা অর্থে ব্যবহার করা হয়েছে।
না বিয়ে করিনি।
ইউনির্ভাসিটি অথবা কর্পোরেট জবে যাওয়ার চেষ্টা করছি।
৭৮| ২৭ শে জুন, ২০১২ সকাল ১০:০২
রাতুলবিডি বলেছেন: ভোগবাদী- বস্তুবাদী চিন্তা।
আপোষকামিতা।
মন খুশি করে ভালমানুষীর চেষ্টা ।
সমাজের ৯৯% মানুষকে বলেছি।
২৭ শে জুন, ২০১২ বিকাল ৩:১১
শামীম আরা সনি বলেছেন: জি বুঝলাম।
এটাই এখন বাস্তবতা। কিন্তু আমরা নতুনরা চাই পরিবর্তন। নাগরিক, আধুনিক সুযোগ সুবিধা প্রয়োজন সবার এটা গুটি কয়েক মানুষের মধ্যে থাকতে পারেনা, আর সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
৭৯| ২৭ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
জুল ভার্ন বলেছেন: প্রকৃতই সুলিখিত একটি পোস্ট।
৩৯তম ভাল লাগা।
২৭ শে জুন, ২০১২ রাত ৮:০৭
শামীম আরা সনি বলেছেন: জুল ভার্ন বলেছেন: প্রকৃতই সুলিখিত একটি পোস্ট।
আমাকে অনুপ্রেরনা দিয়েছেন এতেই আমি অনেক খুশি
৮০| ২৯ শে জুন, ২০১২ রাত ৮:৩৩
আজনবী বলেছেন: আমাদের সমাজ ব্যবস্থাটা হচ্ছে স্ক্রুর প্যাচের মত ঘুরতে ঘুরতে ক্রমশ নিচের দিকে যাচ্ছে। ফিরবে না কোনদিন। আমাদের নীতি নির্ধারকরাই ফিরতে দিবে না।
আপনার সম্পর্কে ধারনা পাল্টে যাচ্ছে, আপনার সবগুলো পোস্ট আরো পড়তে হবে।
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫২
শামীম আরা সনি বলেছেন: আপনার সম্পর্কে ধারনা পাল্টে যাচ্ছে, আপনার সবগুলো পোস্ট আরো পড়তে হবে।
আমার সম্পর্কে আগে কি ধারনা ছিল আর এখন কি.......
৮১| ৩০ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮
মুসাফির মাহমুদ বলেছেন: কালো টাকা সাদা টাকা টাকা মানে কেন সব
আজ টাকা যেন হয়ে গেছে মানুষের রব
৩০ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৫
শামীম আরা সনি বলেছেন:
টাকার তো জীবনে চলার জন্য প্রয়োজন অবশ্যই । কিন্তু টাকার পাহাড় গড়ার জন্য আমরা আমাদের নীতিটাকে যেন বিলিয়ে না দেই...
৮২| ০২ রা জুলাই, ২০১২ সকাল ১১:৪৬
রাতুলবিডি বলেছেন: যুক্তরাস্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তাঁর পুত্রের স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লিখেছিলেন যা পরবর্তীতে ঐতিহাসিক মর্যাদা লাভ করে। চিঠিটি অনেকেরই পড়া। তবুও আজ কস্ট করে না হয় আরেকবার পরলেন, যদি নতুন কিছু অনুধাবন করা যায়-
মাননীয় মহোদয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।
তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।
সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।
আমার পূত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।
ইতি
আপনার বিশ্বস্ত;
আব্রাহাম লিংকন
০২ রা জুলাই, ২০১২ দুপুর ১২:০১
শামীম আরা সনি বলেছেন: দারুন!
ভালো লাগে যখন আপনাদের মত পাঠক একটা লেখা মনোযোগ দিয়ে পড়ে এবং একটা মূল্যবান কমেন্ট করে
আমরা সবাই চাই আমাদের ছেলেমেয়েদের এই চিঠির কথাগুলোর আদর্শে মানুষ করতে।
৮৩| ৩০ শে জুলাই, ২০১২ সকাল ৮:৫৫
সাজজ্াদ রানা বলেছেন: দুইটা বাচ্চা কে একটা কিছু বললে ইনকাম কতো কমবে খবর আছে?
যে সমাজ দুইটা বইয়ের কদর করেনা। যে সমাজে আজ ভালোমানুষের মাপকাঠি ফ্ল্যাট।প্লট আর টাকা,ব্যভিচার, অথবা টিভি দেখা বলতে একমাত্র হিন্দি সিরিয়াল। আর বাচ্চাগুলো চলে গেছে এই পরযায়ে সেই সমাজের কাছে কি প্রত্যাশা আপনাদের?
দারুন বলেছেন। এমন কিছু পোস্টের জন্যই সামুতে আসা।
সামাজিক মূল্যবোধের অবক্ষয় একটি চলমান প্রক্রিয়া। স্যাটালাইট আর নেটের মত মাধ্যম এ প্রক্রিয়াকে আরো গতিশীল করেছে। আদৌ একে থামানোর কোন উপায় আছে। সামাজ তখনই পরিবর্তিত হয় যখন আপনি-আমি পরিবর্তিত হই। দেশে ধূমপায়ীর হার বেড়ে গেছে কি না জানি না, কিন্তু প্রকাশে ধূমপান বেড়ে গেছে। ছোটবেলায় দেখতাম বয়োজ্যোষ্ঠ কাউকে দেখলে সিগারেট আড়াল করতো, আর এখন.....। বদলে গেছি আমি নিজেও। বাসে এখন আর বড় কাউকে দেখলে সিট ছেড়ে দেই না। স্কুলে যেই শিক্ষকেই দেখতাম দূর থেকে সালাম দিতাম। কলেজে পড়ার সময় একবার ফাদারকে গুড মর্নিং বলার জন্য অনেকক্ষন করিডোরে দাড়িয়ে ছিলাম। এখন পাশ দিয়ে অন্য ডিপার্টমেন্টের শিক্ষক গেলে না দেখার ভান করি। সম্ভবত পারষ্পারিক বিশ্বাসের জায়গাটাও আর নেই। সেদিন পাশে বসা লোকটি দেখলাম বারবার উৎকন্ঠা নিয়ে জালানা দিয়ে বাইরে তাকাচ্ছে, ভাবলাম হয়তো রাস্তা চিনছে না। জানতে চাইলাম উনি কোথায় নামবেন, মুহুর্তের তার চেহারার রং বদলে গেলো, গভীর সন্দেহ নিয়ে আমার দিকে তাকালেন, মনে হলো কোন আসন্ন বিপদের শঙ্কা তার মুখে।প্রথম দিকে ভারতীয় চ্যানেলগুলো একা একা দেখতেও সংকোচ হত, এখন পরিবারের সবাই এক সঙ্গে দেখি। একবার মনে হয়, সব কিছু বদলে দিতে নেই। মুখবইতে যাকেই দেখি, সবাই না কি হিন্দি জানে!
বন্ধুদের আড্ডায় বলেছিলাম, বিয়েতে এই খরচগুলো অনেক বেশি লোক দেখানো মনে হয়, আমার বিয়েতে আমি এসব সামাজিকতার মান্য করবো না, যদি সম্ভব হয়, তবে অনাথালয় কিংবা শিশুপল্লীতে বিয়ে আনুষ্ঠানিকতা করবো, ওখানকার বাচ্চাদের খাওবো। কেউ একজন মন্তব্য করলো, আমি ক্ষ্যাত শ্রেনীর মত কথা বলছি। নিজে নিজে হাসলাম অনেকক্ষন।
ছোট বেলায় অনেক কিছু ভুল পড়েছি, এখন জানি; যে জনের আছে টাকা, সে জন সাজিছে ঈশ্বর। এখন জানি, আমার এই মানব জীবন স্বার্থকতা অর্থান্ষনে। এখন জানি, চরিত্র নয় অর্থই পরম সম্পদ। এখন জানি,একটা বাড়ি না থাকা আমার ব্যার্থতা, গাড়ি না থাকা আমার অপরাধ। এখন জানি, গত চার বছর যা পড়েছি মূল্যহীন,আমাকে এখন মুখস্ত করতে হবে ওবামার কুকুরের নাম কি, perception বাদ দিয়ে জানতে হবে ঘানার পতাকার রং কি, স্পাইনাল কর্ডের হাড়ের বিন্যাস জানার চেয়ে জরুরি পদ্মা সেতুর পিলার কয়টা জানা। এখন জানি, পৃথিবীর শ্রেষ্ঠ বই , বি সি এস প্রস্তুতি গাইড। এখন জানি, বি সি এস দেবো না বলে আমি না কি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি।
দু:খিত আপু অনেক উল্টো-পাল্টা কথা বলে ফেললাম।
৩১ শে জুলাই, ২০১২ রাত ১:১৯
শামীম আরা সনি বলেছেন: উলটো পালটা কথা হবে কেনো?
নিজের ভালোর জন্য অন্যের ক্ষতি না করে কিছু কাজ তো করতেই হবে। কিছু বাস্তবতাকে মেনে নিতেই হবে। বিসিএস প্রিপারেশন নেয়া তো খারাপ কোন বিষয় নয়। আর কি করবেন এখন বিসিএস এ আবোল তাবোল প্রশ্ন আসলে?
আমি ইংরেজী সাহিত্যের ছাত্রী, প্রচন্ড ম্যাথ ফোবিয়া আছে আমার। এখন কি করবো বলুন? ম্যাথ পারিনা বলেতো সবার কাছে ঝারি শুনছি কিন্তু আমার নিজের ভালোর জন্যই আমার এখণ ম্যাথ চর্চা করা উচিৎ তাইনা?
বিসিএস ছাড়াই কিন্তু অনেক ভালো ভালো জব রয়েছে।
যাইহোক, আসল ব্যাপারটা হচ্ছে যে নিজের ভালোর জন্য যে জবের ই চেষ্টা করি, আমরা একটা বড় পর্যায়ে পৌঁছে গেলে নিজেরাই অনেক কিছু ভূলে যাই, যেমন সবপেশাজীবীর মানুষকে সম্মান করার ব্যাপারটা।
সৎ পথের ইনকামকে আমরা আর সম্মান করিনা। ইনকাম যত কমই হোক বা বেশীই হোক সংযমী হওয়া উচিৎ, আর স্বার্থপরের মত শুধু নিজের কথাটা না ভেবে সবার কথা ভাবা উচিৎ।
৮৪| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সমাধানের পথ নিয়ে ভাবেন। এভাবে সারা জীবন লিখে ব্লগ ভরে ফেললেও সমস্যার সমাধান হবে না, হয় নি।
একমাত্র নিজের জীবন এবং পরিবার-সমাজে ইসলামী জিন্দেগী বাস্তবায়ন করতে পারলেই এইসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা এখন শয়তানের তাবেদারী করছি যেটা থেকে বেরিয়ে আসতে হবে।
৩১ শে জুলাই, ২০১২ রাত ১:০৮
শামীম আরা সনি বলেছেন: মোবাইল ফোনের খারাপ দিকগুলো নিয়ে কিন্তু ব্লগে অনেক আলোচনা হয়েছে,এবং একটা সময় মানুষ বুঝতে শিখেছে, আমার কাছে মনে হয় মোবাইল এ কথা বলার মাত্রাতিরিক্ত বাতিক বেশ কিছুটা কমেছে, কারন মানুষ এখন এর (অতিরিক্ত সময় মোবাইলে কথা বলে নষ্ট, মোবাইলের মাধ্যমে প্রেমের খারাপ পরিনতি) ইউজলেসনেস নিয়ে জানছে। এইখানে আমি মনে করি লেখালেখির একটা অনেক বড় ভূমিকা আছে।
তারপরও যদি আপনার কাছে মনে হয় লেখালেখির কোন ভূমিকা নেই তাহলে সেটি আপনার ব্যক্তিগত চিন্তাধারা।
ব্লগ লিখে ভরে ফেললে যদি লাভ না থাকে তাহলে আজ থেকে আপনিও ব্লগিং ছেড়ে দেন
৮৫| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৩
সত্য কথায় যত দোষ ! বলেছেন: নিচে নামতে নামতে আমরা যতক্ষণে সম্পূর্ন তলিয়ে যাবোনা-ততক্ষণে এভাবেই চলবে।
৩১ শে জুলাই, ২০১২ রাত ১:২০
শামীম আরা সনি বলেছেন: তলিয়ে যাবার আগেই ভাবার সময়
৮৬| ৩০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:২০
বোকা০০৭ বলেছেন: কমেন্ট করার জন্য অনেক নিচে নামতে হল
ভাল লেখছেন
৩১ শে জুলাই, ২০১২ রাত ১:২১
শামীম আরা সনি বলেছেন: হাহাহাহহ!! মজা পেলাম।
থ্যাংকস
৮৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১:২১
তামিম ইবনে আমান বলেছেন:
কিছু কমুনা আমি ছুডু মানুষ
তয় আপ্নেরে আমি অনুসরণ করলাম
৩১ শে জুলাই, ২০১২ রাত ১:২৩
শামীম আরা সনি বলেছেন: কত ছোট? ফিডার খাও নাকি!! একটু বড় হও বাবা
ভালো করছো
৮৮| ০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৩৪
একজন আরমান বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু। তবে আমার ও মোমিন ভাইয়ের মত ভয় করছে।
০৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
শামীম আরা সনি বলেছেন: কেনো!?
৮৯| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:২৪
একজন আরমান বলেছেন: আজকাল যে দিন পরেছে তাতে টাকাটাই সব ক্ষেত্রে মুখ্য হয়ে পড়েছে। ভালো লাগা, ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং এইগুলো টাকার কাছে কেমন যেন ফিকে হয়ে যাচ্ছে।
আমার গ্রাজুয়েশনের আর কিছু দিন বাকি। এখনই চিন্তা ধরে গেছে কি করবো? কোন লাইনে গেলে কত তাড়াতাড়ি বেশী টাকা উপার্জন করা যাবে। কারণ সময় থেমে থাকে না। দেখতে দেখতে এরই মধ্যে জীবনের ২২ টি বসন্ত পার করে ফেলেছি। এখন না ভাবলে পরে আর সময়ও থাকবে না।
আমার বাবা সব সময় আমাকে বলেন যে "মানুষের ভালভাবে বেচে থাকার জন্য বেশী টাকার প্রয়োজন হয় না।" কিন্তু আমি তার কথার সাথে বাস্তবের কোন মিল পাই না। বাস্তবতা বড়ই কঠিন।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ২:৪২
শামীম আরা সনি বলেছেন: অবশ্যই বাস্তবতা অনেক কঠিন!
৯০| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:১৬
স্যাম মার্ক্স বলেছেন: বাস্তবতা খুব বাজে। আমরা স্বপ্নবাজ দেখেই হয়তো এই বাজে সমাজে বেঁচে আছি। স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখে।
আমার একজন ভালোবাসার মানুষ ছিলো। দুবছর ভালোবাসাবাসি খেলার পর যখন চলে গেলো, তখন যা বুঝলাম - বেটার কিছুর জন্যই চলে গিয়েছে। আমার সিগারেট কিনার পয়সা যখন তাকেই দিতে হতো, তখন সেই চালচুলহীন মানুষটার জন্য সে কেমন করে অপেক্ষা করে? একটা অনিশ্চিত জীবনে সে কেমন করে জড়ায়?
তারপরেও একজনের সাথে জড়াতে চেয়েছিলাম সব ভুলে টুলে। কিন্তু মেয়ে শুরুতেই আমাকে কনফার্ম করে যে তার বাবা তার জন্য এমন ছেলে খুজছে যার ঢাকা শহরে একটি অন্তত বাড়ী থাকতে হবে। আমি বোকার মত প্রশ্ন করেছিলাম - আমি চাকুরি তে ঢোকার পর অন্তত ২০ বছর লেগে যাবে নিজের বাড়ী বানাতে। এখুনি বাড়ী পাবো কোত্থেকে! মেয়ে উত্তর দিয়েছিলো - সেটা আমার আব্বুকে বোঝাও।
আমি ওর আব্বুকে কিভাবে বুঝাতাম! কিভাবে ওর আব্বুকে বলতাম - আঙ্কেল, নিজের বিবেক কে নীচে নামাতে আমি পারবোনা। পারবোনা আমি ঘুষ খেতে। পারবোনা দূর্নীতি করতে।
আমার বাবা ভালো যায়গাতেই পড়াশুনা করানর চেষ্টা করেছে সবসময়। বাংলা মিডিয়ামে পড়া এই ছোটখাট আমি যখন ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের ভীড়ে যাই, তখন আন-স্মার্ট খেতাব অর্জন করি। স্টাইল করে জামা কাপড় পড়ে কথায় ইংলিশ শব্দের তুবড়ী ফোটানো কেই যদি স্মার্ট ধরা হয়, তাহলে গায়ানার সবাই কি স্মার্ট? গায়ানার জাতিয় ভাষা ইংলিশ যতদুর জানি।
বাজে শব্দের ব্যবহার আমর অনেকেই করি, কিন্তু বাজে শব্দটাকে যদি স্বাভাবিক ধরে নেই তাহলে বুঝতে হবে আমাদের সমাজের ভবিষ্যতে পঁচন ধরে গিয়েছে ইতিমধ্যে। আমরা উন্নতির পথে এগুচ্ছি না, অনুন্নতির পথে এগুচ্ছি।
এখন আমরা কবিতা পড়িনা, আইফোনের অ্যাপ্লিকেশনের ডিস্ক্রিপশন পড়ি। সময় খুব খারাপ। অন্তত বাঙ্গালির জন্য।
আপনার লেখা ভালো লাগলো। ধন্যবাদ এমন একটা লেখার জন্য।
০৬ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৯
শামীম আরা সনি বলেছেন: ভালো লাগলো আপনার জীবন থেকে বাস্তব অভিজ্ঞতা শেয়ারের জন্য।
নিজের বিবেক যেটাতে সাড়া দেয় সবসময় সেটাই করবেন।
কমেন্ট, রেটিং আর প্রিয়তে নেয়ার জন্য থ্যাংকস
৯১| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৪
নিম আল আশফাক বলেছেন: আপু, আগে একটা পার্সোনাল প্রশ্ন করি, মাইন্ড কইরেন না। বিয়েটা করেন নি, তাই না ? এড়িয়েছিলেন কিভাবে, জানতে পারি ?
এবার মূল কথায় আসি, আপনি ও অন্যদের কাছে আমার প্রশ্ন, টাকার প্রশ্নে না গিয়ে হলেও বর্তমানে জব সেক্টরের একটা বড় অংশ শুধু এই ধরনের পোলাপানের/লোকজনের হাতে চলে যাচ্ছে শুধু তারা ইংরেজী বেশী জানে (আসলে খালি ভংচং) বিধায়, এর থেকে পরিত্রাণের কোনো উপায় কি আছে ?
নীতির কথা বললে ছাগু বানিয়ে দিচ্ছে দেখি লোকজন সাবধানে থাকবেন, কেমন ?
২১ শে সেপ্টেম্বর, ২০১২ ভোর ৫:২৫
শামীম আরা সনি বলেছেন: পার্সোনাল প্রশ্ন না আসলেই ভালো!
আসলে যারা ভংচং তাদের হাতে জব সেক্টর চলে যাচ্ছে এটা ঠিক নয়। ভংচং এক জিনিস আর জানা টা হচ্ছে আরেক জিনিস।শুধু ভংচং একজন মানুষকে দিয়ে একটা কোম্পানী কি করবে?তারা টাকা দিয়ে কর্মী পোষে কাজেই তাদের দরকার কাজ।আর যাদের পারফেক্ট বলে মনে করছে তাদের কেই একটা প্রতিস্ঠান নিচ্ছে।
আর ভালো ইংরেজী জানাটা তো আসলে দরকার! শুধু ভংচং দিয়ে কোথাও কিছু হয়না।কেউই এত বোকা নয়।
মামদোভূতের কথা বাদ দেন। এ নিয়ে আমার সাবধানে থাকার কিছু নেই আমি ব্লগে রিলাক্সড থাকি সবসময়
৯২| ২১ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৮
বঙ সেনা বলেছেন: সাজজ্াদ রানা বলেছেন: ছোট বেলায় অনেক কিছু ভুল পড়েছি, এখন জানি; যে জনের আছে টাকা, সে জন সাজিছে ঈশ্বর। এখন জানি, আমার এই মানব জীবন স্বার্থকতা অর্থান্ষনে। এখন জানি, চরিত্র নয় অর্থই পরম সম্পদ। এখন জানি,একটা বাড়ি না থাকা আমার ব্যার্থতা, গাড়ি না থাকা আমার অপরাধ। এখন জানি, গত চার বছর যা পড়েছি মূল্যহীন,আমাকে এখন মুখস্ত করতে হবে ওবামার কুকুরের নাম কি, perception বাদ দিয়ে জানতে হবে ঘানার পতাকার রং কি, স্পাইনাল কর্ডের হাড়ের বিন্যাস জানার চেয়ে জরুরি পদ্মা সেতুর পিলার কয়টা জানা। এখন জানি, পৃথিবীর শ্রেষ্ঠ বই , বি সি এস প্রস্তুতি গাইড। এখন জানি, বি সি এস দেবো না বলে আমি না কি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি।
১০০ ভাগ সহমত।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:০৫
শামীম আরা সনি বলেছেন:
আচ্ছা।
৯৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমার পক্ষে এলিট হওয়া জীবনেও সম্ভব না। আজীবন ক্ষ্যাত থেকে যাব।
অসম্ভব সুন্দর লেখায় +
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৯
শামীম আরা সনি বলেছেন:
ধন্যবাদ কালা মনের ধলা মানুষ
৯৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৬
পড়শী বলেছেন: সরসরি প্রিয়তে। পরে এসে কমেন্ট করব। +++
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৫২
শামীম আরা সনি বলেছেন: আচ্ছা
পরে কিন্তু অবশ্যই এসে মতামত জানাবেন।
আর অনেক ধন্যবাদ পড়শী রেটিং এবং প্রিয়তে নেয়ার জন্য।
৯৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৮
ফাহিম আহমদ বলেছেন: পোস্ট থেকে পোস্টের কমেন্ট গুলো দারুন হইছে,,,,
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৭
শামীম আরা সনি বলেছেন: যেমন? কোনগুলো একটু শুনি!
চোখ টিপি কেনো
৯৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২২
মৃতস্বর বলেছেন: পোস্টটি দেখার পর (পড়ার পর) আপনার অন্যান্য পোস্টগুলো দেখলাম। আপনার লেখায় হতাশা আছে, বিদ্রোহ আছে, ক্ষোভ আছে, সমাজের আপাত প্রয়োজনীয় পরিবর্তনের কিছুটা রূপরেখা আছে। তাই পড়ে ভালো লেগেছে এবং এজন্যই মন্তব্য করছি।
মন্তব্যে কিছু নিজস্ব দৃষ্টিভঙ্গি উল্লেখ করলাম-
প্রথমতঃ এই দোষ আসলে আমাদের ভাগ্যের। নতুবা এতো কষ্টের স্বাধীনতার পরেও আমাদের নেতৃত্ব এতো অথর্ব কেন? আমরা কিভাবে ক্ষমতার লোভে দেশ বিক্রি করে দিতে পারি?
দ্বিতীয়তঃ বেশীরভাগ মানুষ, বেশীরভাগ নেতা-নেত্রীর দেশ প্রেম নাই।
তৃতীয়তঃ আমাদের পিতা-মাতারা চরম অসভ্য, বর্বর। এবং পুরো কলোনিয়াল সময়টার পরের প্রজন্মগুলো ভালো আসেনি।
এবার ভবিষ্যৎ কি? পৃথিবীর বেশীরভাগ সমাজ একটা ক্রান্তিকালীন সময় অতিবাহিত করেছে। এবং আমার মনেহয় বাংলাদেশ এখন সেই সময় অতিবাহিত করছে। ফলাফল দুটি হতে পারে, হয়ত একটা কাঠামোগত পরিবর্তন হয়ে দেশটির আমূল পরিবর্তন হবে। অথবা, একটি অসভ্য জাতি হিসেবে আমরা নাম লেখাব ইতিহাসের পাতায়।
৩০ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪৪
শামীম আরা সনি বলেছেন: একটি দরিদ্র দেশের সীমিত কিছু মানুষের হাতে বৃহৎ পরিমানের সম্পদ যখন চলে যাচ্ছে তখন সেটি অবশ্যই অনেক উদ্বেগের বিষয়।
আরও উদ্বেগের বিষয় হয় তখন, যখন একটা শিক্ষিত জন গোষ্ঠীর শয়নে, স্পপনে শুধুই সম্পদ গড়ার লালসা।
যেখানে স্হান নেই একটি কবিতার, একটি গানের, শুধুই কনক্রিটময় চিন্তাচেতনা ...যা একটা মানুষকে মানুষ রাখেনা, করে তোলে অমানুষ..আমাদের আজ কবিতা পড়ে শোনানোর কেউ নেই, ইতিহাস জানানোর কেউ নেই..কোথায় আছে প্লট, কোথায় আছে ফ্ল্যাট আর কোথায় আছে অপরুপ হীরার, সোনার জুয়েলারীর এক্সক্লুসিভ শপ এগুলোই যখন আমাদের ধ্যান ধারনা..তখন অনেকসময়ই কিছু বলতে ইচ্ছা করে না, চুপ থাকতেও ইচ্ছা করেনা!
৯৭| ০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
ফাহিম আহমদ বলেছেন: আমার চোখে কিছু দোষ আছে কোন কোন মানুষ দেখলে চোখ টি টিপ মেরে দেয়,,,,
০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫০
শামীম আরা সনি বলেছেন:
৯৮| ০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৮
রিফাত হোসেন বলেছেন: পড়লাম.. তবে মন্তব্যহীন মন্তব্য করলাম !
০১ লা অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫৬
শামীম আরা সনি বলেছেন: মানে কি কিছু হইলো!!
৯৯| ০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:১৬
ফাহিম আহমদ বলেছেন: এরকম করে দেখার কিছু নাই
০১ লা অক্টোবর, ২০১২ রাত ১১:১৯
শামীম আরা সনি বলেছেন:
১০০| ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৮
সাকিব বাপি বলেছেন: অসাধারণ লিখেছেন আপু .... হয়ত এই সমাজ আপনি পরিবর্তন করতে পারবেন না,আপনি নিজের কাছে তো ঠিক আছেন! আপনার মত করে কয়জন ভাবে আপু? আপনার এই চিন্তাশীলতা আর প্রজ্ঞাকে স্যালুট।
আপনার লেখায় অসংখ্য ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৮
শামীম আরা সনি বলেছেন: সমাজ পরিবর্তন করা কারো একার পক্ষে সম্ভব নয়। আর একবার একটা সমাজে যে ধারা শুরু হয়ে যায় সেটা আটকানোও স হজ নয়।
তবে সবারই একটা ব্যক্তিগত অভিরুচি আছে, সেই অনুযায়ী অনেকটা চলা সম্ভব।
অনেক অনেক থ্যাংকস
১০১| ২৩ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:২৯
বৈজ্ঞানিক বাংলা বলেছেন: অত্যন্ত বাস্তবধর্মী আলোচনা। প্রত্যেক মানুষ সুশিক্ষা, প্রকৃত বিজ্ঞান ও যুক্তির চর্চা করলে এবং পাশবিক প্রবৃ্ত্তি দূরে থাকলে এ ধরনের সমস্যার আর উদ্ভব হবে না।
ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৪
শামীম আরা সনি বলেছেন: ধন্যবাদ
কিন্তু আপনার দেখি সবকিছুতেই বিজ্ঞান
১০২| ২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:০৭
আমি ইহতিব বলেছেন: কোথায় আছি আমরা? এরা হবে আগামি দিনে দেশের কান্ডারী, ভয়াবহ অবস্থা।
ভালো লিখেছেন আপু।
২৩ শে অক্টোবর, ২০১২ দুপুর ২:১৩
শামীম আরা সনি বলেছেন: থ্যাংকস ইহতিব.....
১০৩| ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫২
স্পুতনিক বলেছেন: ঘড়ির কাটা যেমন ১২ টার পর ১টায় স্পর্শ করতে বাধ্য, বেলুনে যেমন অনবরত হাওয়া দিতে থাকলে এক সময় ফেটে যেতে বাধ্য, তেমনি এসবেরও শেষ অবশ্যই আছে। তবে এর পরের পরিণতি যে কি ভয়াবহ তা আমরা ভাবছিনা।
০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ১:০১
শামীম আরা সনি বলেছেন: জি ঠিকই বলেছেন।
তবে এলিট ক্লাস কে অনুকরন করতে গিয়ে আসল ভুক্তভোগী হয় মধ্যবিত্তরা।
১০৪| ০১ লা নভেম্বর, ২০১২ দুপুর ২:৫৬
শাকালাকা বুম বলেছেন: school er nam ta janthe chai please.
amar baby k kichudin por e school e dithe hobe....
০১ লা নভেম্বর, ২০১২ রাত ৮:৪৯
শামীম আরা সনি বলেছেন:
এইতো ঝামেলায় পড়ে গেলাম ভাই
আশেপাশের সবার সাথে কথা বলে দেখেন যাদের বাচ্চারা স্কুলে পড়ছে,আর আমার সাজেশন জানতে চাইলে মেইল দিতে হবে ভাই, কারন ব্লগ একটা ওপেন মিডিয়া এখানে আমি কোন প্রতিস্ঠানের নাম নিয়ে বলতে চাইনা, সেটা সাজেশনই হোক আর যাই হোক।
[email protected] আমার মেইল আইডি।
আর হ্যাঁ ঢাকা শহরে আমরা কে কোন এলাকায় থাকি, আমাদের কর্মস্হল, আমাদের বাজেট সবকিছু মিলিয়ে অবশ্যই স্কুলের ব্যাপারটা ডিপেন্ড করে,এটুকু বলতে পারি।
ভালো থাকবেন
১০৫| ০১ লা নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৮
জাহাঙ্গীর গুরু বলেছেন: আমার এক কাজিনের দুই বাচ্চা scholastica য় পড়ত। ওখানকার অবস্থাও কি এরকম? ঢাকায় এমন কোন ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই যেখানে বাচ্চারা উপযুক্ত শিক্ষা পাবে। থাকলে কোনটা? দয়া করে বলবেন ?
আপনার পোস্ট পড়ে ভাল লাগল। অনেক কিছু জানলাম।
ধন্যবাদ।
০১ লা নভেম্বর, ২০১২ রাত ৮:৫৫
শামীম আরা সনি বলেছেন: ভাইয়া খেয়াল করে দেখবেন আমি কোথাও কোন প্রতিষ্ঠানের নাম নেই নাই।
আমি পার্টকিউলার কোন প্রতিষ্ঠানের নাম নিয়ে কিছু বলতে চাইনা
প্লিজ ডন্ট মাইন্ড।
ভালো স্কুল অবশ্যই আছে, তা না হলে তো সবাই অমানুষ হতো তাইনা?
আপনাকেও অনেক ধন্যবাদ
১০৬| ০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:১৭
সিংঘাম বলেছেন: অনেক ধন্যবাদ
০৭ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:২৩
শামীম আরা সনি বলেছেন: আরি বাব্বা! এ যে দেখি অ্যাকশন হিরো অজয় দেবগান!
আপনাকেও ধন্যবাদ
আর আমার ব্লগে স্বাগতম অ্যাকশন হিরো
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১২ বিকাল ৩:০৬
অসাধু বালক বলেছেন: এই গুলি কইলেন তো ছাগু হইয়া গেলেন। চুপ থাকেন তাহলেই আপনি প্রগতিশীল !