নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল নীল দীপাবলী

সামুর মডারেশন টিমের নোংরামি, এবং সামুর বর্তমান মেধাহীন রেসিডেন্ট গং এর কদাচারে দূষিত মুহূর্ত হতে আপাতত বিদায় :)

শামীম আরা সনি

আবেগী,মনভোলা আমার লেখার কোন অংশ কপি/কাট/পেস্ট করে কোন ব্লগ বা অন্য কোন মাধ্যমে প্রকাশ করতে পারবেননা।ধন্যবাদ।। আমাকে মেইল করতে পারেন[email protected]

শামীম আরা সনি › বিস্তারিত পোস্টঃ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এমবিএর খরচ কেমন জানতে চাই

১৩ ই জুলাই, ২০১২ রাত ১:৪২

আমার অনার্স মাস্টার্স শেষ। এখন এইচ আর এ এমবিএ করতে চাচ্ছি। নর্থ সাউথে ইচ্ছাটা বেশী। কিন্তু আমার জানামতে এইখানে খরচ ৫-৬ লাখ টাকা।

কিন্তু অনেকেই বলছেন ২-৩ লাখ টাকা। আমিও নেটে তাই দেখলাম। তবে প্রথম আলো তে ৫-৬ লাখ টাকা খরচ পড়েছিলাম। প্রকৃত যারা জানেন তারা প্লিজ একটু হেল্প করবেন খরচটা জানিয়ে। ৫/৬ লাখ টাকা একটু বেশী ই হয়ে যায়। এছাড়া বসুন্ধরা বা বনানী এলাকার আর কোন প্রাইভেট ইউনি ভালো হতে পারে? খরচটাও জানাবেন প্লিজ

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১২ রাত ২:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: EWU ,NSU, IUB , Brac , AIUB

মোটামোটি ভালো AIUB বাদে তবে অনেক ব্যাংক বা প্রতিষ্টান শুধু এই পাচঁটা ভার্সিটি টানাইয়া দেয় তাই পাচঁটার নাম দিলাম

২| ১৩ ই জুলাই, ২০১২ রাত ২:১১

বল্টু মিয়া বলেছেন: এটা তো ওদের ওয়েবসাইটেই ভালো করে দেওয়া আছে। এখানে না খুজে ওদের সাইট ভিজিট করলে ভালো হত না?

১৩ ই জুলাই, ২০১২ রাত ৩:১১

শামীম আরা সনি বলেছেন: ভিজিট করেছি। আমি আরো খোঁজ নিবো সরাসরি। ব্লগে তো এনএসইউ এর অনেক স্টুডেন্ট ই আছে তাই জানতে চাওয়া

৩| ১৩ ই জুলাই, ২০১২ রাত ২:৩৮

জাহুমুজামা বলেছেন: 185000-370000...depends on whether u r getting any financial aid or not

৪| ১৩ ই জুলাই, ২০১২ রাত ২:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
পোস্টে চোখ রাখলাম।

৫| ১৩ ই জুলাই, ২০১২ রাত ২:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নর্থ সাউথ ইউনিভার্সিটি এমবি তে খরচ পড়বে প্রায় ৪,৫০০০০/- এর মতন।
নর্থ সাউথে প্রতি ক্রেডিট ৫,৫০০ টাকা করে। ৩ ক্রেডিটে এক সাবজেক্ট, তাই প্রতি সাবজেক্টে আপনার খরচ হবে ১৬,৫০০ টাকা করে। সেই হিসেবে আপনার টিউশন ফী আসবে, ৩,৩০০০০/- টাকা। বাকিটা ভর্তি ফী, স্টুডেন্ট এ্যাক্টিভিটি ফী, কম্পিউটার ল্যাব ফী, লাইব্রেরী ফী ইত্যাদি।

খরচের তারতম্য হতে পারে আপনি কয়টি কোর্স ওয়েভার পাবেন তার উপর ভিত্তি করে। সাধারনত প্রথম সারির কোন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যদি আপনি আন্ডার গ্রাজুয়েশন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ফাউন্ডেশন কিছু কোর্স থেকে ওয়েভার পাবেন। এইখানে মূল বিবেচ্য বিষয় আপনি যেখান থেকে আন্ডার গ্রাজুয়েশন করেছেন সেখানকার কোর্স কারিকুলাম যদি নর্থ সাউথের কোর্স কারিকুলামের সাথে মিলে যায় তাহলে আপনাকে সেই কোর্সটি করতে হবে না। যেমন, Accounting Principles, Computer Information Systems ইত্যাদি।

আগে সরকারী কোন ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করলে কোন ওয়েভার দেয়া হতো না। এটা এখন খুব সম্ভবত মডিফাই করা হয়েছে। তবে জাতীয় বিশ্ববিদ্যাল থেকে অনার্স পাস করলে কোন ওয়েভার দেয়া হয় না। তবে তাদের জন্য ফিনান্সিয়াল ওয়েভারের দরজা খোলা। যদি নূন্যতম ৩.৫ সিজিপি রাখতে পারেন, তাহলে আপনি আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচিত হলে নূন্যতম ১০% থেকে সর্বোচ্চ ১০০% শুধুমাত্র টিউশন ফী'সের উপর ফিনান্সিয়াল ওয়েভার পেতে পারেন। তবে এই প্রক্রিয়াটি অনেক কঠিন। নিয়মিত পড়াশুনা ছাড়া এটা পাওয়া সম্ভব নয়।

এরপর আসা যাক, বনানী বসুন্ধরার ভালো ইউনিভার্সিটি প্রসঙ্গে। আমি আপনাকে নির্দিষ্ট এলাকার না বলে সামগ্রিক একটা ধারনা দেয়ার চেষ্টা করি। দেখুন এটা বাস্তুবতা যে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো শিক্ষা নিয়ে কম বেশি ব্যবসা করছে। তার মধ্যেও কিছু কিছু ইউনিভার্সিটি তার স্টুডেন্টেদের সফলতার কারনে কম বেশি নাম কুড়াচ্ছে। বড় বড় কোম্পানি গুলো নর্থ সাউথের স্টুডেন্টদের বেশি পছন্দ করছে কারন, সেই বড় বড় কোম্পানির মালিকরা এই ইউনিভার্সিটির গর্ভনিং বডিতে আছে, ট্রাস্টি বোর্ড এ আছে। তাই নর্থ সাউথের ছাত্রছাত্রীদেরকে তাদের কোম্পানীতে চাকরী দিয়ে তারা নর্থ সাউথের একপ্রকার মার্কেটিং এ করছেন। একই কথা ইস্ট ওয়েষ্ট, এআইইউবি, আইইউবি, ব্রাক ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। তাই এইগুলোর কোন একটাতে ভর্তি হলেই হল।

আমাদের দেশে চাকরীর বাজারে এখন ব্রান্ড যুগ চলছে। নর্থ সাউথ সব চেয়ে দামী ব্রান্ড। তার কাছাকাছি ব্যান্ড হলো ইস্ট ওয়েষ্ট, এআইইউবি, আইইউবি, ব্রাক ইত্যাদি। নর্থ সাউথ ছাড়া বাকি সব ইউনিভার্সিটিতে খরচ ২,৫০,০০০/ থেকে শুরু করে ৩,৫০,০০০/- পর্যন্ত তারতম্য হতে পারে। আমি মনে করি, আপনি নর্থ সাউথ, ব্রাক, ইস্ট ওয়েষ্ট এই ৩টার যে কোন একটায় ভর্তি হয়ে যেতে পারেন। রেজাল্ট ভালো হলে যেখান থেকেই পাস করেন না কেন, দাম পাবেন। :)

শুভ কামনা।

১৩ ই জুলাই, ২০১২ রাত ৩:০৯

শামীম আরা সনি বলেছেন: ভাইয়া আমি দেখেছি এটা । আমি পাবলিক ইউনিভার্সিটির ইয়ার সিস্টেমের স্টু্ডেন্ট বলে বুঝছি না হয়তো কিছু ব্যাপার। যেমন কয়টা ক্রেডিট আর কয়টা সেমিস্টার থাকবে দুই বছরে?
আর তাহলে কি খরচ ৫/৬ লাখই দাঁড়ালো?

৬| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৩:৩৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এমবিএ তে সর্বমোট ক্রেডিট হলো ৬০টি।
বছরে হলো ৩ টি সেমিস্টার।
স্প্রীং, ফল, সামার। সামার সেমিস্টার কিছুটা ছোট হয়। একটা পূনাঙ্গ সেমিস্টার সাধারনত ৪ মাসের হয়। আর সামারটা হয় ৩ মাসের একটু বেশি বা কম। ২ বছরে আপনি ৬ টা সেমিস্টার পাবেন।

একটা পূনাঙ্গ সেমিস্টারে আপনি চাইলে মেক্সিমাম ২১ টা ক্রেডিট নিতে পারবেন। মানে ৭ টা সাবজেক্ট। এটা অনেক কঠিন। সাধারনত নুন্যতম ৯ ক্রেডিট (মানে ৩টা সাবজেক্ট। ) নেয়াটা বাধ্যতামুলক। সাধারন ছাত্রছাত্রীরা এভারেজে ৪টি করে সাবজেক্ট নিয়ে থাকে। এতে ২ বছরের মধ্যে আপনার এমবিএ শেষ হয়ে যাবে।

তবে যদি কোন বিষয়ে খারাপ করেন, সেটাকে আবার রিটেক করতে চাইলে টাকাও বেশি লাগবে, সময়ও বেশি লাগবে।

পাবলিক থেকে প্রাইভেটে গেলে প্রথম কিছু দিন একটু সমস্য অনুভব করতে পারেন। তারপর সব বুঝে যাবেন। :)

৭| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৩:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বুঝাতে পেরেছি কি?

১৩ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪৪

শামীম আরা সনি বলেছেন: বুঝলাম। মানে খরচ প্রায় ৪ লাখ। পোস্টের শিরোনাম খরচ নিয়ে কাজেই বুঝতে পারছেন, খরচ জানা আমার মেইন মোটিভ ছিল।

১৩ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪৫

শামীম আরা সনি বলেছেন: ঢাকা ইউনির বিজনেস ফ্যাকাল্টির এমবিএ কেমন হয়?

৮| ১৩ ই জুলাই, ২০১২ ভোর ৫:১৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@ কাল্পনিক ভালোবাসা

ভাই, অনেক প্রাইভেটের বিজ্ঞাপনেই থাকে শুক্র/শনি ক্লাশ।
পরে দেখা যায় আরো কয়দিন ক্লাশ হয়। (আমি রেগুলার এম বি এ'র কথা ই বলছি)
প্রকৃত অর্থে শুক্র ও শনি এই দুই দিন ই ক্লাশ করায় কোন ভার্সিটিগুলো, জানাবেন কি?
আর এ আই ইউ বি কিংবা ব্র্যাকে যেখানে সপ্তাহের অন্য দিন ও ক্লাশ করায়, স্টুডেন্ট এর জবের খাতিরে কি মাঝামাঝি সময়ে ই এম বি এ তে স্থানান্তর করে?
বিস্তারিত জানাবেন প্লিজ।

৯| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ৯:২৫

তামিম ইবনে আমান বলেছেন: B-)) B-)) B-)) B-)) B-)) B-))


এই ভার্সিটিতে আমি পড়ি,।

১৩ ই জুলাই, ২০১২ রাত ১০:২৩

শামীম আরা সনি বলেছেন: গুড। কোন সাবজেক্টে?

১০| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫০

অপুসোনামনি বলেছেন: এত্ত টাকা নষট না করে আইবিএ তে করতে পারেন। আপনি কিনা পাবলিক ইউনি র স্টুডেন্ট??

১৩ ই জুলাই, ২০১২ রাত ১০:২২

শামীম আরা সনি বলেছেন: আমি পিউর আর্টসের স্টুডেন্ট। ম্যাথে দুর্বলতা আছে।আইবিএ আমার জন্য অনেক অনেক টাফ

১১| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০

অদীত বলেছেন: ভাইরা বিবিএর খরচ কেমন হবে? ছোট ভাইটাকে ভর্তি করাতে চাই।

১২| ১৩ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @ আশরাফুল ইসলাম দূর্জয়ঃ শুক্র শনি বারের ক্লাসগুলো সাধারনত শুক্র শনি বারেই হয়। অনেক সময় অনেকে পরীক্ষা, প্রি শিডিউল ক্লাস মিস করেন নানা বিধ কারনে। অনেক সময় বেশি কোর্স নিয়ে ফেললে শুক্র শনি ছাড়াও অন্যান দিন ক্লাস করতে হতে পারে।

ইএমবিএর এর মানে ২ টা। কিছু ভার্সিটিতে ইএমবিএ বলতে এক্সিকিউটিভ এমবিএ কে বোঝায়। আবার কিছু ভার্সিটিতে ইএমবি বলতে ইভেনিং এমবিএ বুঝায়। ২টা ভিন্ন বিষয়। ইভেনিং এমবিএ মানে যেটা সন্ধায় হয়। এটাকে অনেকে আবার রেগুলার এমবিএও বলে। এটা চাকরীজীবি, সাধারন স্টুডেন্ট সবাই করতে পারেন। অধিকাংশ সবাই এমবিএর এই প্রোগ্রামটি নির্বাচন করেন।

আর এক্সিকিউটিভ এমবিএ চাইলেই আপনি করতে পারবেন না। এর জন্য কিছু সুনির্দিষ্ট মাপকাঠির অভিজ্ঞতা দরকার। যেমন, এআইইউবিতে ইএমবিএর করতে হলে আপনাকে সুপারভাইজার লেবেলে নুন্যতম ৩ বছর পুর্নকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নর্থ সাউথে ইএমবিএ করতে লাগবে কোন সিনিয়র লেভেলে নুন্যতম ৫ বছরের অভিজ্ঞতা।

রেগুলার এমবিএ করতে আপনার সময় লাগবে নুন্যতম ২ বছর। আর এক্সিকিউটিভ এমবিএ করতে লাগবে ১ বছর। রেগুলার এমবিএ তে মোট ৬০ ক্রেডিটস আর এক্সিকিউটিভ এমবিএতে মোট ৩৫ ক্রেডিটস আপনাকে কমপ্লিট করতে হবে। অনেক সময় অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ৩৫ ক্রেডিটস ও কমতে পারে।

কোন ইউনিভার্সিটিই আপনাকে এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রামে শিফট হতে দিবে না। তাই এমবিএ থেকে আপনি ইএমবিএতে যেতে পারবেন না। বড় জোর কমন ক্লাসগুলো একসাথে করতে পারবেন।

১৩| ১৩ ই জুলাই, ২০১২ দুপুর ১২:০৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@ কাল্পনিক ভালোবাসা

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনি যদি শুক্র ও শনি বার ক্লাশ করায় এমন কয়েকটা ভার্সিটির কথা বলতেন ভালো হয়।
আর যে কয়টায় কম কোর্স নিয়ে শুক্র ও শনিতে ক্লাশ করা যায়, সেখানে কি ২ বছরে কোর্স কমপ্লিট করা যাবে?
প্রকৃত অর্থে আমি এমন একটা প্রতিষ্ঠান চাচ্ছি, যেখানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনি) ই ক্লাশ করায়। এবং ক্যাটাগরি যথাসম্ভব ভালো হোক প্রাইভেট ভার্সিটির।

১৪| ১৩ ই জুলাই, ২০১২ রাত ১০:২০

শামীম আরা সনি বলেছেন: যাক পোস্টটা আরো অনেকের কাজে লাগলো:)
আজকে জাহাঙ্গীরনগর ইউনি এর এমবিএ সার্কুলার হয়েছে।

১৫| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @আশরাফুল ইসলাম দূর্জয়: আমি দুঃখিত, আপনাকে একদম লেটেষ্ট তালিকাটি দিতে পারছি না। তবে, আমার জানা মতে, শুধু শুক্র ও শনিবার ক্লাস করায় আইইউবি ছাড়া প্রথমসারির অন্য কোন বিশ্ববিদ্যলয়ে হয় না।

তবে, মাঝারি মানের যে বিশ্ববিদ্যলয় গুলো আছে, তাতে শুক্র ও শনিবার ক্লাস হয়। যেমন, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইর্স্টান ইউনিভার্সিটি এবং লিবারেল আর্টস অব বাংলাদেশ।

আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, না ২ বছরে শেষ করতে পারবেন না। সেই ক্ষেত্রে ১ সেমিস্টার বেশি লাগতে পারে।

শেষ যে প্রশ্নটি করেছেন, এর উত্তর দেয়ার জন্য কিছু প্রশ্নের উত্তর জানা দরকার। তাহলে আপনাকে আমি হয়ত সঠিক ইউনিভার্সিটি নির্বাচন করার ক্ষেত্রে সাহায্য করতে পারব। তাই, আপনার আপত্তি না থাকলে আপনার ই মেইল ঠিকানাটি দিতে পারেন। আমি মেইল করে আপনাকে ডিটেইলস জানাব।

ধন্যবাদ।

১৬| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
@ কাল্পনিক_ভালোবাসা


আপনাকে বার বার কষ্ট দিচ্ছি।
ইনফোগুলোর জন্য থ্যাংকস, কৃতজ্ঞ।

আমার মেইল টা দিলাম;

[email protected]

১৭| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১:৩৭

সাধারণমানুষ বলেছেন: আইবিএ ট্রাই দেন

১৮| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১:৪৮

ফারজুল আরেফিন বলেছেন: নর্থ সাউথ নাকি এআইইউবি - এই টেনশনে আছি।
নর্থ সাউথে এত টাকা দিয়ে এআইইউবি এর চেয়ে কত বেশী ওজনদার সার্টিফিকেট পাবো তাই ভাবছি। /:)

কেউ পারলে হেল্প করেন।

১৯| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৭

তুতেন-খামেন বলেছেন: ইবাইস বিশ্ববিদ্যালয়ে করুন। অতি মনোহর প্রতিষ্ঠান!

২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৬:৪১

ফারজুল আরেফিন বলেছেন: কোথায় ভর্তি হলেন? :(

চান্স পাওয়া খুব টাফ। :( :(

১২ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৪৭

শামীম আরা সনি বলেছেন: আমি আপাতত কোথাও ভর্তি হইনি।
চাকরি নিয়ে কয়েক জায়গায় গ্রিন সিগন্যাল পেয়ে এ ব্যাপারটা আপাতত স্হগিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.