![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপদেষ্টা ও জুলাই গণঅভ্যূত্থানের অন্যতম মুখ মাহফুজ আলমের গতকালের ফেসবুক পোস্ট নিয়ে এখন চারিদিকে আলোচনা-সমালোচনা চলছে।
সেখানে তিনি বলেছেনঃ
“মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়?
পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, '৬৯ এর গণ-অভ্যুত্থান আর '৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙ্গালি-বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে '২৪ এর গণ-অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়?
দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে? জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়েনা। কিন্তু, তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?”
তাঁর বক্তব্যের চুম্বক অংশ মোটামুটি এরকমই।
মেটিকুলাস ডিজাইনে' সত্যিই কোনো সমস্যা নেই। আমার অন্তত নেই! হাসিনার চরম দুঃশাসনের যুগে কেউ যদি বলত যে 'মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে' এই সরকারকে ফেলে দেওয়া হবে, তাহলে বিনাবাক্যব্যয়ে আমরা সেটা মেনে নিতাম এবং ওই পরিকল্পনা ও আন্দোলনে অংশ নিতাম।
কিন্তু, আপনাদের এই 'মেটিকুলাস ডিজাইন'-এর দৌড় কতদূর? দেশে বর্তমানে যে চরম অস্থিতিশীলতা, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী যেসকল কাজকর্ম চলছে, ম*ব স/ন্ত্রাস ও উগ্র মৌলবাদের উত্থান ঘটেছে, বর্তমান ইন্টেরিম সরকারকে যে অনেকেই হাসিনার সরকারের মতো ভ*য়ানক ও ক্ষতিকর বলে আখ্যা দিচ্ছেন, সেই সবকে কি বন্ধ করতে পারবেন কোনো 'মেটিকুলাস ডিজাইন' দিয়ে?? দেশে শান্তি, সুস্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন?? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে মাঝেমাঝে, সেটার কি দাঁতভাঙ্গা জবাব দিতে পারবেন? অনেকেই সামনে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি উদ্ভবের আশঙ্কা করছেন, এমনকি সরকারের সাথে জড়িত কিছু লোকও বারবার এমন কথাই বলেন…পারবেন কি মেটিকুলাস ডিজাইন দিয়ে সেই ধরনের মর্মান্তিক সম্ভাবনাকে রুখে দিতে?
আছে কি আপনাদের সেই হ্যাডম, হেই হিম্মত???
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৩
শেহজাদ আমান বলেছেন: এই আন্দোলনের পিছনে ষড়যন্ত্র ও প্লট থাকতে পারে; তবে দেশের মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিল। তাদের বেশিরভাগই হাসিনা সরকারের পতন চেয়েছিল। তবে, হাসিনার পতনের পর থেকে যা হচ্ছে, সেটা সম্ভবত ডিপ স্টেট আর পাকিস্তানের প্লটেই হচ্ছে।
২| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: মাহফুজ মুখ খুললেই ভুল কথা বলে ।
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৫৫
শেহজাদ আমান বলেছেন: এটা শুধু মাহফুজের একার দোষ না। মাহফুজ যতটুকু সলিড বলে, এর এনসিপির ভাইব্রাদারেরা তাও পারতেছে না। আরো বেশি ছাগল মার্কা, উগ্রবাদী কথা বলে, উগ্রতায় এদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গেছেআরিফুল ইসলাম আদীব, প্রীতমের মতো কথিত বিপ্লবীরা।
৩| ০৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:০৩
সৈয়দ কুতুব বলেছেন: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটাই শেষ বিপ্লব। যত লুটেরা ও দেশদ্রোহী আছে, তাদের খেদানোর জন্য মানুষ আবার রাস্তায় নামবে। সেদিন ভাদা ও পাদারা চোখে সরষে ফুল দেখবে।
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৯:৩৪
শেহজাদ আমান বলেছেন: সেটা ছাড়া উপায় নেই; কেননা জুলাইয়ের বিপ্লবীরা হয়ে গেছে এখন জুলাই ব্যবসায়ী ও দেশবিরোধী
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০২৫ রাত ৮:৩০
ওমর খাইয়াম বলেছেন:
সব ডিজাইন, সব ক্যু, শেখ হাসিনার পতন ঘটানো সবই আমেরিকার; শিবিরের জল্লাদেরা ভাড়া খেটেছিলো।