| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাভার এর ট্র্যাজেডি র সরাসরি সম্প্রচার দেখছিলাম। মোটামোটি সব চ্যানেল ই দেখাছে। একটি চ্যানেল এ অবশ্য দেখাছিল না। আমাদের খুব পরিচিত "বাংলাদেশ টেলেভিশন " এ।
বাংলাদেশ টেলেভিশন এ দেখাছিল দেশ কিভাবে উন্নতির জোয়ারে ভেসে জাছে।
অবশেষে খবর এ সাভার এর কথা বলা হল।তাও ২ মিনিট র জন্য । কিন্তু খবর দেখে মনে হল না যে গুরুতর কোন ব্যাপার।
জানি না সেই সময় হাসা উচিত হয়েছিল কিনা,কিন্তু আমি হেসেছি। লজ্জিত ও আমি সেই কারণে।
আমাদের অনেক বড় সংখ্যা র মানুষ কেই এ টিভি দেখতে হয় যেহেতু ডিস গ্রামে অনেক স্থান এ পৌছায়ে নি। হয়ত সাভার এর ভয়াবহতা তাঁদের কাছে অজানা ই থেকে যাবে।
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
আকাশপরী সাদিয়া বলেছেন: সত্যি ই তাই।।ঃ(
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
একজন আরমান বলেছেন:
বিটিভির কথা বলে কোন লাভ নেই !