![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবধান সতর্ক থাকুন
এবার এক অদ্ভুত ভয়াবহ খেলায় মেতে উঠেছে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত-শিবির চক্র। শাহবাগকে কেন্দ্র করে যে উত্তাল গণজাগরণের সৃষ্টি হয়েছে তা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা জঘন্য সেক্স মিশন নিয়ে মাঠে নেমেছে তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, যে সব নেতৃবৃন্দ শাহবাগ গণ আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশির ভাগই তরুণ ব্লগার। এদের মধ্যে থেকে জামাত শিবির চক্র কমপক্ষে ৫০ জনকে টার্গেট করে সেক্স মিশন বাস্তবায়নের দিয়ে এগুচ্ছে। তাদের মুল উদ্দেশ্য তরুণ ব্লগারদেরকে সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে আন্দোলনকে বিভ্রান্ত এবং ক্ষতিগ্রস্ত করা। অন্যদিকে সেক্সের মতো স্পর্শকাতর একটি বিষয় নিয়ে ব্লগারদেরকে জড়ানো গেলে দেশবাসী ঘৃণাভরে তাদেরকে প্রত্যাখান করবে। এছাড়া যেসব ভদ্র পরিবারের মেয়েরা এখন নির্ভয়ে রাত বিরাতে শাহবাগ যাচ্ছেন, তারা ভবিষ্যতে আন্দোলন কেন্দ্রে যাবেন না।
গোয়েন্দাদের একটি সূত্র জানিয়েছে, এই চক্রটি ঢাকার অভিজাত এলাকা গুলশান ও বারিধারাতে খন্ডকালীন যেসব সুন্দরী তরুণী বিভিন্ন হোটেল ও গেষ্টহাউজে গিয়ে দেহ ব্যবসা করে তাদের মধ্যে থেকে চৌকুস ৫০ জনকে আগামী এক মাসের জন্য উচ্চ বেতনে ভাড়া করেছে। এসব আর্কষণীয়া তরুণীরা দেখতে অভিজাত পরিবারের সন্তানদের মতো এবং তারা প্রায় সবাই বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এরই মধ্যে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মাঠে নামানো হয়েছে।
রোববার এব্যাপারে গুলশান, উত্তরা ও বাড়িধারার বিভিন্ন সূত্রের সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।
চক্রান্ত মতে, সুন্দরীরা শাহবাগ চত্ত্বরে এসে আগত আন্দোনকারীদের সঙ্গে মিশে যাবে এবং সুযোগ বুঝে আন্দোলনের নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলবে।
প্রয়োজনে আন্দোলনকারীদেরকে তাৎক্ষনিক আর্থিক সহযোগীতা প্রাদানের জন্য কিছু নগদ অর্থও তাদের দেয়া হয়েছে। কিছু কিছু সুন্দরীর নিকট ফেনসিডিল, গাঁজা এবং ইয়াবাও সরবরাহ করা হয়েছে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যাতে করে নৈতিকভাবে দুর্বল যে কোন লোক তাদের ফাঁদে আটকা পড়ে ঘটনাস্থলেই অনৈতিককাজে জড়িয়ে পড়ে।
শাহবাগ আন্দোলনের প্রতি সহানুভুতিশীল একাধিক অভিজ্ঞমহল এরই মধ্যে বিষয়টি ব্লগার নেতৃবৃন্দকে মৌখিকভাবে জানেয়েছেন। যেভাবে ব্লগাররা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং জামাতী চক্রান্ত প্রতিহত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
পথিকের ডায়েরীর পাতা বলেছেন: জামাত শিবিরের জন্য এ জঘন্যকাম কোন ব্যাপারই না।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
এ্যানড্রোমিডা বলেছেন: জামাত!!!! - ওরা আসলে কি? আমি আমার জানা সবচেয়ে খারাপ গালিটাও আর ওদের জন্য দিতে পারছিনা।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
নিয়েল ( হিমু ) বলেছেন: কোন চক্রান্তই গন জাগরণ রুখতে পারবে না ।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭
এসএমফারুক৮৮ বলেছেন: কোন চক্রান্তই গনজাগরন রুখতে পারবে না।
সত্যের জয় হবেই।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯
অপরিচিত অতিথি বলেছেন: jamat ato khachor. Sala go kopano uchit.
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
পলাশ০১৯১১ বলেছেন: কোন চক্রান্তই গন জাগরণ রুখতে পারবে না ।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
খুব সাধারন একজন বলেছেন: পলাশ০১৯১১ বলেছেন: এসএমফারুক৮৮ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: সামুর ডাইনোসর বলেছেন:
কোন চক্রান্তই গনজাগরন রুখতে পারবে না।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
গাজী সালাহউদ্দিন বলেছেন: অস্তাগফিরুল্লাহ - নাউজুবিল্লাহ । আপনার খবরের সূত্র কি ?
খবর সঠিক হলে - এটার ব্যাপক প্রচার হওয়া উচিত এবং তাদের নিযুক্ত সুন্দরীদের ধরে জন সমক্ষে আনা উচিত ।
তবে পোলাপান সুন্দরী দেখলে মাথা ঠিক রাখতে পারবে কিনা এটাই বিবেচ্য বিষয় ।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
জান্নাতুন নাইম রাজন বলেছেন: গোয়েন্দা তথ্য আপনি জানলেম কেমনে
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
সামুর ডাইনোসর বলেছেন: কোন চক্রান্তই গনজাগরন রুখতে পারবে না।