![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকতাও করেছেন! তিনি সাংবাদিক ছিলেন! ব্যক্তিজীবনে তার পোশাকও ছিল অনেকটা তখনকার কবি, লেখক, সাহিত্যিক, সাংবাদিকদের মতো! চোখে মোটা ফ্রেমের কালো চশমা, মুজিব কোটের ওপর কাঁঠালচাপা রঙের চাদর জড়ানো, মুখে পুরনো পাইপ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েও ব্যক্তিজীবনের পোশাক-আশাকের সাধারণ সাজে কোনো পরিবর্তন হয়নি সাংবাদিকতা, শিল্প-সাহিত্য-সংস্কৃতিপ্রেমী রাষ্ট্রনায়ক শেখ মুজিবের। বইটির শুরু এমন কথা দিয়ে। বঙ্গবন্ধুর প্রতি এমন শ্রদ্ধা-আবেগ বইজুড়ে। হাসান শান্তনু রচিত 'সাংবাদিক বঙ্গবন্ধু' বইটিতে পাই আমরা এমনই বিনম্র শ্রদ্ধার নিদর্শন।
একজন রাজনীতিবিদ, ভৌগোলিক সীমারেখার স্রষ্টা তো বটেই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিপীড়িত-শোষিতদের অধিকার আদায়, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অর্জন বা সবশেষে মুক্তিযুদ্ধ পর্যন্ত নানাভাবে পত্রিকা প্রকাশ এবং সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন। কখনও মালিক, কখনও সাংবাদিক, কখনও পূর্ব পাকিস্তান প্রতিনিধি, কখনও পরিবেশক, কখনও উৎসাহদাতা, সাহসের বাতিঘর, উদ্যোক্তা, প্রেরণা, আদর্শ ও অভিভাবক ছিলেন তিনি।
বইটির তথ্যমতে, তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রকাশিত ইত্তেহাদ, মিল্লাত, ইত্তেফাক, নতুন দিন, স্বদেশ ইত্যাদি পত্রিকা বঙ্গবন্ধুর গণমাধ্যমপ্রেম বা উজ্জ্বল সাংবাদিক জীবনের নানা ঘটনার সাক্ষী, যা মুজিবের বর্ণময় জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক; বাঙালির ইতিহাসের বিশেষ অধ্যায়। গণমাধ্যমের ইতিহাসের জন্যও যা গৌরবদীপ্ত।
বঙ্গবন্ধুর শতাব্দীতে কয়েকটি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদও ছিলেন কোনো না কোনো পত্রিকা বা রাজনৈতিক সাংবাদিকতার সঙ্গে যুক্ত। মহাত্মা গান্ধী নিউ ইন্ডিয়া, মতিলাল নেহরু ইন্ডিপেনডেন্ট, মাওলানা মোহাম্মদ আলী কমরেড, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বেঙ্গলি, জওয়াহেরলাল নেহরু ন্যাশনাল হেরাল্ড, অরবিন্দ ঘোষ বন্দেমাতরম, সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড, বিপিন চন্দ্র পাল ইয়ং ইন্ডিয়া, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ নারায়ণ, ফজলুল হক কৃষক ও নবশক্তি পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ছিলেন নতুন দিন, ইত্তেহাদ, ইত্তেফাক, মিল্লাতসহ কয়েকটি পত্রিকার সঙ্গে।
পাকিস্তানি ঔপনিবেশিকতার ২৩ বছরে মুজিবের পত্রিকা প্রকাশ, পরিচালনা, বিক্রির ব্যবস্থা করা, তার সাংবাদিক জীবন, পাকিস্তানি শাসকের রোষানলে পড়ে বন্ধ হয়ে যাওয়া সংবাদমাধ্যমগুলোর পক্ষে তার দৃঢ়তম অবস্থান এবং সংগ্রাম করে পত্রিকাগুলোর প্রকাশনা ফিরিয়ে আনার ইতিহাস মুক্তিযুদ্ধের ৪৪ বছর পরও বেশ অনালোচিত।
বঙ্গবন্ধু পাকিস্তান আমলের ২৩ বছরে চৌদ্দবার গ্রেফতার হন ও প্রায় চৌদ্দ বছর কারাগারে থাকেন। তাকে দু'বার ফাঁসির মঞ্চ পর্যন্ত যেতে হয়! পাকিস্তান আমলে কারাগারের বাইরে থাকা রাজনীতিবিদ শেখ মুজিবের সাংবাদিকতার সময় কতটুকু ছিল? কেমন ছিল তার সাংবাদিক জীবন? কী ছিল তার সাংবাদিকতার দর্শন? পাকিস্তানিরা প্রকাশনা বন্ধ করে দিলেও তিনি কেন একটার পর একটা পত্রিকা প্রকাশ করিয়েছিলেন ঘনিষ্ঠজনদের দিয়ে? এসব পত্রিকার নীতিমালা, আদর্শ কেমন ছিল? যিনি একটা পর্যায়ে হবেন রাষ্ট্রপিতা, তিনি একদিন পত্রিকা বিক্রির কাজও করেন! মুজিব ছাড়া আর কোনো দেশের রাষ্ট্রপিতার জীবনে এ দিকটার খোঁজ মেলে? বাংলাদেশ জন্মের এত বছর পরও বঙ্গবন্ধুর সাংবাদিকতা দর্শনের ব্যাখ্যাসহ একটাও বই নেই কেন? এসব প্রশ্নের উত্তরও আছে 'সাংবাদিক বঙ্গবন্ধু' বইটিতে।
বইটিতে 'নতুন দিনের সাংবাদিক শেখ মুজিব', 'ইত্তেহাদের 'পূর্ব পাকিস্তান প্রতিনিধি' মুজিব', 'রাষ্ট্রপিতা মুজিব মিল্লাত পত্রিকার বিক্রেতা', 'ইত্তেফাক ও বঙ্গবন্ধু' এবং 'বঙ্গবন্ধুর প্রেরণায় সাহিত্য পত্রিকা স্বদেশ' শিরোনামে আছে পাঁচটি অধ্যায়।
(বি.দ্র. লেখাটি দৈনিক সমকালের কালের খেয়ায় ৪ ডিসেম্বর, ২০১৫ প্রকাশিত হয়। লিংক-http://bangla.samakal.net/2015/12/04/177461)
হা.শা.
যায়যায়দিন
ভালোবাসা সড়ক, তেজগাঁও, ঢাকা।
টুইটার- https://twitter.com/hshantonu
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
হাসান শান্তনু বলেছেন: ভাই, আপনি বঙ্গবন্ধুর লেখা 'অসমাপ্ত আত্মজীবনী' বইটি পড়েননি! ওই বই পড়লে এরকম মন্তব্য অবশ্যই করতেন না। বঙ্গবন্ধু যে ইত্তেহাদ পত্রিকার পূর্ব পাকিস্তান প্রতিনিধি ছিলেন, তা নিজের বইয়েও তিনি উল্লেখ করেছেন। তাঁর বইটি পড়লে আপনার আজকে অজ্ঞতা প্রকাশের দরকার হতো না। আপনি 'নতুন দিন' পত্রিকার পুরনো সংখ্যা দেখতে পারেন জাতীয় আর্কাইভে। আপনার প্রতি সম্মান রেখেই বলছি, না জেনে মন্তব্য করে অজ্ঞতা প্রকাশ করে নিজেকে জ্ঞানী হিসেবে প্রমাণ করতে যাওয়াটা উচিত নয়। বইয়ের এক কপিও বিক্রি হবে না বলে যে ভবিষ্যৎ বাণী করেছেন, তাতে আপনার জ্ঞান প্রকাশিত হয়েছে। আসুন, আগে পড়াশোনা করি, জানি- মন্তব্যটা না হয় পড়েই করলাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সংবাদ পত্রের পৃষ্ঠপোষকতা করা আর সাংবাদিকতা আর সংবাদপত্র বিক্রি কি এক জিনিষ ? বন্ধবন্ধ প্লেন চরেছেন বাংলাদেশের জন্য বিমান কিনেছেন তাই বলে কি বলা যাবে "পাইলট বঙ্গবন্ধু " ? যাবে । বঙ্গবন্ধু একজন নেতা একজন দেশ নায়ক । এটাই তার পরিচয় । তৈলাক্ত লেখা বা কথা দিয়ে বঙ্গবন্ধুকে মাপা যাবে না। এই বইয়ের এক কপিও বিক্রি হবে বলে মনে হয় না । সৌজন্য আর সৌজন্যের বদলে কিছু প্রাপ্তি এটাই এই বইয়ের ভবিষ্যত ।