নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাবধান পাঠক, আগে মনের জানালা খুলে নিন

স্বত্ত সংরক্ষিত

১৯৭১স্বাধীনতা

https://www.facebook.com/anup.rupoq

১৯৭১স্বাধীনতা › বিস্তারিত পোস্টঃ

নাটের গুরুর (বে)গুণকীর্তন

১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নেতা তোমার মহান নাম-

গোলাম আজম

আর কে পারে তোমার মতন

মানুষ মারতে,গনিমতের মাল চাখতে?

সাবাস নেতা-তোমাকেই দরকার

রাজনীতিতে তোমারি তো অধিকার।

ফাইভস্টার হাসপাতালের আদর-

কাকরাইলে ভাংচুর করে তোমার পোষা বাঁদর।

ধর্ম তোমার কেনা-দোজাহানের নেকী হাসিলের পথও তোমার চেনা।

তোমার কথায় নাচে ধর্মের কল

ভাই বেরাদর আছে তোমার বহু

সাইদী আছে,নিজামী আছে-আদুরে ছাত্রশিবির আছে

ঝরাচ্ছে না রক্ত তারা-ঝরায় পাকি “লহু”।

তোমার ফাঁসি !-চাইতে পারি ছি ছি

আমরা কি আর তোমায় চিনিনা?

তোমার ক্ষমতা আর তোমার লম্বা হাত-

সেসব কি আর মিছেমিছি?-কাজে আসেনা?

কাজে আসে কাজে আসে

তাইতো তোমার শাস্তি হয়না

দুই নেত্রী আর কিছু না-তোমার গয়না।

তোমার যখন যেমন খুশি তুমি বেছে নাও

তারপর সব লুটে পুটে খাও।

তোমায় কি আর বলতে পারি

হারামজাদা,দূরে গিয়া মর

কিংবা ধরো –শুয়োর হায়েনা।

যায়না,তা বলা যায়না।

শুধুই তোমায় গালি কেন দেব?

চারিপাশে আছে এমন হাজার-

চতুরদিকে পাতি নেতার বাজার।

গণতন্ত্রের মুখস্থ বয়ান-মরচে ধরা মানবতার গান

এদের যদি কিছুই না হয় তোমার কেন হবে?

তোমায় কেন করবো অপমান?

তেমন কিছুই চাওনি তুমি –চেয়েছিলে

“জিয়ে পাকিস্তান”।

তোমার খা’বে দেখা পাকিস্তান

এখন তোমার থেকে বহুদূরে-

তবু তুমি ভালোই আছো নেতা।

তিনবেলাতে খাবার তুমি পাচ্ছো এটা সেটা,

দুধ মাখন ঘি,আন্ডা পোলাও এবং কবুতর

সিন্দাবাদের ভূতের মত করে আছো দেশের কাঁধে ভর।

সত্যি নেতা তোমার মত চিড়িয়া মেলা ভার,

বাংলাদেশের গরীব বুকে

চেপে বসা ওজন তুমি –

একলা নও পাকিস্তানের চর।

মানুষ হলে খুন করতাম- মানুষ তো নও

তাই তোমাকে সহজ ভাষায় সরানো দরকার।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: ...

২| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫১

১৯৭১স্বাধীনতা বলেছেন: -------------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.