নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাবধান পাঠক, আগে মনের জানালা খুলে নিন

স্বত্ত সংরক্ষিত

১৯৭১স্বাধীনতা

https://www.facebook.com/anup.rupoq

১৯৭১স্বাধীনতা › বিস্তারিত পোস্টঃ

সাইকাডেলিক অভিযোজন

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৮





ঈশ্বরের নাচঘরে জ্বলে জ্বলে যখন তারাগুলো ক্লান্ত হয়ে যায়

রাষ্ট্রায়ত্ব ব্যাংক আর শেয়ার বাজার থেকে লুটে নেয়া টাকার ওজনে

চোখে ঘুম নেমে আসে-

সাময়িক মৃ্ত্যুকে বরণের আগে

শেষবার উগরে দেয়া বিষের বাতাস জমা হয় ছায়াবদ্ধ ঘরে,

রূপ পরিগ্রহ করে।

রক্তাভ বিস্মিত চোখের সামনে

উড়ে আসে কাটা হাত কাটা পা ছিন্ন মস্তক;ফ্রাঙ্কেনস্টাইন জন্ম নেয়।

মস্তিষ্কে উঁকি দেয় ত্রস্ত চড়ুই-



আমি আমার জন্মদাতাকে খুঁজছি;ঘরের ভিতরে

গরজে ওঠে মেঘস্বর।

-এ ঘরে নেই কোন জন্মদাতা;নাকি আছে?



আমি লিমন কে খুঁজছি,আমার শরীরটাকে খুঁজছি

-কে বলে,কে বলে? –আমি লিমনের কাটা পা।

-লিমন তো নেই এখানে, নাকি আছে!



আমাকে ভাত দে,ভাত

-কে তুমি?-আমি আজাদ।শহীদ আজাদ।

-আমার শাড়ি খুঁজি,শাড়ি পাইনা

-চুপ থাক ইয়াসমিন,আগে রাজাকারগুলান রে খুঁজি।

-ফাঁসির দড়ি কই?দড়িতে ঝুলানোর লোক কই?

-তুই রাজাকার?রাজাকার তুই?



গলিত বিস্মৃত মানবপ্রত্যঙ্গ একতাবদ্ধ একই শরীরে;

অনেক কণ্ঠ অনেক প্রশ্নের ভিড়ে

সমস্বরে হাহাকারে সন্ত্রস্ত চড়ুই,

মগজের ভাঁজে ফের ডানা ঝাপ্টায়।



ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত হয় হৃদয়;

চড়ুইটার অন্তিম ডানা ঝাপ্টানিতে বিব্রত-থমকে দাঁড়ায়।

ডান হাতটা উঠে আসে বাঁদিকের পাঁজরে,

যাহ শালা,হৃদয়টা বোধহয় মরেই গেলো !



এক জোড়া চোখ বেঁচে থাকে-

গোঙ্গানোর শব্দ শোনা যায়,হৃদয় কই,হৃদয়?

তোমার কাছে তো ওটাও নেই আর,নাকি আছে!

--- --- --- --- --- --- --- --- ---



পরদিন সকালে জনৈক জীবন্মৃত

পাবলিকের ছদ্মবেশে,

বাদুড়ঝোলা বাস ধরে অফিস যাবার উদ্দেশে।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৪

ঋনাত্মক তড়িৎদ্বার বলেছেন: জোস...!! :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬

১৯৭১স্বাধীনতা বলেছেন: থ্যাঙ্কু---

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৩

লেডি বার্ড বলেছেন:
গলিত বিস্মৃত মানবপ্রত্যঙ্গ একতাবদ্ধ একই শরীরে;
অনেক কণ্ঠ অনেক প্রশ্নের ভিড়ে
সমস্বরে হাহাকারে সন্ত্রস্ত চড়ুই,
মগজের ভাঁজে ফের ডানা ঝাপ্টায়।


+++++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৭

১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৬

মাহমুদ০০৭ বলেছেন: ফাইন ।
ভাল লাগা রেখে গেলাম ।++++++++++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৭

১৯৭১স্বাধীনতা বলেছেন: ভালো লাগা সঞ্চয়ে থাকলো------

৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পরদিন সকালে জনৈক জীবন্মৃত
পাবলিকের ছদ্মবেশে,
বাদুড়ঝোলা বাস ধরে অফিস যাবার উদ্দেশে
দুর্দান্ত এই লাইন গুলো

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৮

১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ

৫| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২১

বিলিভ ইট অর নট (শ্যামল বিশ্বাস) বলেছেন: জোটিল লাগল ++++++++++++++++++++++++++

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪২

১৯৭১স্বাধীনতা বলেছেন: কই------বেশি জটিল না তো-----সহজ ই তো মনে হয়----------হা হা হা

ধন্যবাদ

৬| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

রোমেন রুমি বলেছেন: বাহ!
বেশ সুন্দর!

১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:০৮

১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ---------ফের আসবার আমন্ত্রন

৭| ১৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.