![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/anup.rupoq
অদৃশ্য ল্যাজটাকে মুখে পুরে চোষো,বুরবক
এ ডাল থেকে সে ডাল ঝুলে বেড়ানোর ছক
ফাল দ্যাও, কাঁধে ওঠো।
ফিরে লাফ,এ পাশ ওপাশ-
কখনো ধপাশ।
কলা চেনো খালি,কলা-
শিল্প,সাহিত্য সব কলা খাও।
বান্দরজীবনে ফাঁকা খা খা কলা
মতান্তরে আর্ট চোদায়া বেড়াও।
বোদ্ধা হও,যোদ্ধা হওনা।ক্যান?
কম্বলের তলে রাত জেগে কাব্য কর,কাব্য।
ল্যাজটাকে লুকিয়ে রাখো যত্নে।
জ্ঞানত অজ্ঞান ধ্যান
ধারণাতে বশীভূত সাহিত্য -ল্যাজের সৌজন্যে।
নামো ঘাড় থেকে,
নামো ঘর থেকে।
ত্যাল কম খোঁজো আঁতেল
রদ্দি মালামাল।
একে তাকে গাল-
দিতে পারা বাঁদুরে সাফল্যে নেচে ওঠো।
বোঝাও ল্যাজের ঝাল,
আগে চেখে পরে চাখাও।
ল্যাজটা গুটিয়ে বোসো-
চা খাও।পত্রিকাতে লেখা পাঠাও-
কেয়ার অফ অপরাপর ল্যাজঝোলা-
পাখি নয়-বান্দর।মিছিলে যাবার অবকাশ নাই
বাঁদুরে ছলা -কলায় ব্যস্ত বাহির ও অন্দর।
এর চেয়ে ভালো বুঝি
চিড়িয়াখানার মুখে বাঁদরের ঘর!
২| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৬
১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ----ভাল লাগায় ভাল লাগলো
৩| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪৪
দালাল০০৭০০৭ বলেছেন: ভাল লাগল ভাইয়া,
আপনি পুরাতন ব্লগার এত কম সময় সামুতে দিলে চলবে ভাইয়া।
৪| ৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫০
১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
আসলেই এত কম সময় সামুতে দিলে চলেনা।কোন অজুহাত নয়,কিন্তু কিছু মানুষ মানুষ কম, আইলসা বেশি হয়-----------হা হা হা
৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৯
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৪
১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ
৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:১৮
বাকপ্রবাস বলেছেন: মতান্তরে আর্ট চোদায়া বেড়াও।
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২২
১৯৭১স্বাধীনতা বলেছেন: এই লেখাটা প্রথম ফেবুতে নোট হিসেবে দিছিলাম।শুধু এই লাইনটার জন্যে বয়ানের রেলগাড়ি গ্যাছে আমার উপর দিয়া।সুশীল তো আমি নই---পুরাপুরি দুঃশীল ।তো এই লাইনটা বোধহয় সেই পরিচয় তাগোরে জানায়া দিছে।আগে উনারা আমারে হবু সুশীল ভাবতেন হয়ত।
থাক, ম্যালা প্যাঁচাল বাদ।ধন্যবাদ পড়ার জন্যে--এবং সুন্দর লাল জিহ্বা্গুলি দ্যাখানের জন্যে।
৭| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কেয়ার অফ অপরাপর ল্যাজঝোলা-
পাখি নয়-বান্দর।মিছিলে যাবার অবকাশ নাই
বাঁদুরে ছলা -কলায় ব্যস্ত বাহির ও অন্দর।''-------------- ভাল লাগলো
৮| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:২৬
১৯৭১স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ,আবার আসবার নিমন্ত্রণ।
৯| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬
মামুন রশিদ বলেছেন: ঝাঁঝ আছে কবিতায়!
৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫০
১৯৭১স্বাধীনতা বলেছেন: ভাই,ঝাঁঝ কি সরিষার নাকি কাঁচামরিচের!হা হা
ঝাঁঝালো ধন্যবাদ।আবার আসবেন।
১০| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১:৪১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: কলা চেনো খালি,কলা-..........আইট্টা কলা........
রণ ক্লান্ত কবিতা ...............
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:১২
১৯৭১স্বাধীনতা বলেছেন: রণক্লান্ত এখনও না ---বরং রণপা লাগিয়ে রণাঙ্গণে রানিং কবিতা।
পড়বার জন্যে ধন্যবাদ।
১১| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
হাসান মাহবুব বলেছেন: কঠিন ঝাঁঝালো!
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:১৫
১৯৭১স্বাধীনতা বলেছেন: বেশি ঝাঁঝালো না,অন্তত যতটা ঝাঁঝ ভিতরে আছে তার তুলনায় অনেক কম ভাই।পুরাটা তো আর বাইর কইরা দেওয়া যায়না।আফসুস।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: কাব্য কথা খুবই সুন্দর
ভাল লাগল