নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধাপরাধীদের মামলার রায় আমিই দিয়ে দিচ্ছি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

যুদ্ধাপরাধীদের মামলার রায় আমিই দিয়ে দিচ্ছি।

রায় নিন্মরুপঃ



১. গোলাম আযম, সব অভিযোগ প্রমাণিত,

রায়ঃ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

২. মতিউর রহমান নিজামী, সব অভিযোগ প্রমাণিত,

রায়ঃ দুই বছরের বিনাশ্রম কারাদন্ড

৩. আলী আহসান মুজাহিদ, সব অভিযোগ প্রমানিত

রায়ঃ তিন বছরের সশ্রম কারাদন্ড

৪. দেলোয়ার হোসেন সাঈদী, সব অভিযোগ প্রমাণিত

রায়ঃ বেকসুর খালাস।

৫. কামরুজ্জামান, সব অভিযোগ প্রমাণিত

রায়ঃ শর্তসাপেক্ষে যাবজ্জীবন বিনাশ্রম কারাদন্ড



৬. সাকা চৌধুরী, অভিযোগ আংশিকভাবে প্রমাণিত

রায়ঃ ফাঁসি

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

দুরন্ত ইসলাম বলেছেন:




হবু মন্ত্রী!!!!!!!!!!!!!!!!!















২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

তামিম ইবনে আমান বলেছেন: সাকা বিনপি, তাই ;)

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

শিক কাবাব বলেছেন: আপনার রায়ের আন্দাজ ঠিক হয় নাই। পলাতকগুলি ফাসি পাবে। আর যেগুলিকে বাইন্দা রাখছে সেগুলিকে যদি ৭০ বছর জেল দেয়, লাভ কি? কারণ ১ বছর পর বিম্পি সরকার আসলে "রাজাকার পুনর্বাসন কর্মসূচির" অধিনে সবগুলিকে জেল থেকে ছুটায়া মন্ত্রী বানায়া দিবে।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: হইতে পারে। ফাঁসি দিলে তো জামাতে সাথে রাজনীতি করা যাবে না। তাই ভবিষ্যতে হাসিনার রাজনীতির গুটি হিসেবে হাতে রাখা আর কি

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: ঘুমাইলে চোখে দেখি না ভাল কথা বলেছে। এককালের বন্ধুকে কি ফাঁসিতে ঝোলানো যায়? কে জানে যদি কদিন পর আবার কাজে লাগে।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

টুনা বলেছেন: আম্বা,বিম্পি কাউকেই পছন্দ করিনা। শুধুমাত্র রাজাকারদের বিচারের জন্য আম্বার প্রতি সহানুভুতি ছিল। সেইটাও আজ নিঃশ্বেষ হইলো। দিক আম্বাকে মানুসের সাথে, নতুন প্রজন্মের সাথে প্রতারনা করার জন্য। X( X( X( X( X( X(

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

খুব সাধারন একজন বলেছেন: রায়ের উপর থুহ্! দিলাম।

বিচার চাই, বিচার।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

উৎস১৯৮৯ বলেছেন: ৪. দেলোয়ার হোসেন সাঈদী, সব অভিযোগ প্রমাণিত
রায়ঃ বেকসুর খালাস। =p~ =p~ =p~ =p~ =p~

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

বন্ধুহারা বলেছেন: ++++++++++++++++++

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

পাগলা রাজু বলেছেন: বলতে ভুলে গেছি, সাজাপ্রাপ্ত সকলকে কারাগারে সুরা, সাকিন এবং গেলমান সরবরাহ করা হবে।
প্রয়োজনে আরো অনেক কিছুই দিতে রাজি হবে কারা কতৃপক্ষ। থাকবে রাজার হালে।
আমি ভাবছি বাইরে থেকে কষ্ট করে ভাত খাওয়ার কি দরকার চলেন সবাই মিলে কারাগারে যাই। অবশ্য সাজাপ্রাপ্তদের সাথে আমি কোনভাবেই থাকবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.