![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগ আন্দোলনকে মহাসমাবেশের মধ্য দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। লাখো মানুষের প্রাণের দাবিকে অস্বীকার করে কাদের মোল্লাকে ফাঁসি না দিয়ে সরকার যে বেঈমানি বাংলার মানুষের সাথে করেছে, তার পরে আবারো বেঈমানি করার চেষ্টা করছে সরকার। এই আন্দোলনকে বন্ধ করতে সরকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ব্যক্তিকে শাহবাগ মোড়ে পাঠিয়েছে।
যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছেন, তাদের কাছে আমার আকূল আবেদন কোন ষড়যন্ত্রের জালে আপনারা পা দিবেন না। আমাদের রাজনীতিবিদরা আমাদেরকে গত ৪০ বছর ধোঁকা দিয়েছে। দিতে চাইবে সামনেও।
যার অংশ হিসেবেই এই ষড়যন্ত্র।
তাই সকল ব্লগার এবং আন্দোলনকারীদের প্রতি আবারো আহবান জানাচ্ছি সরকারের এই ষড়যন্ত্রকে হারিয়ে আমাদের বিজয় আমাদের ছিনিয়ে আনতেই হবে। ততখন আমরা শাহবাগ ছাড়ব না যতক্ষণ না কাদের মোল্লার ফাঁসি না হবে।
এই আন্দোলন কেবল মাত্র কাদের মোল্লার ফাঁসির দাবিতে নয়, সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে। আমরা বিজয়ী জাতি। আমরা কোন শক্রুকে এই বাংলায় থাকতে দিবো না।
বিজয় শেষতক আমাদের হবেই। তরুণ প্রজন্ম হার মানতে জানে না। হারবে না।
আর সরকারকে বলতে চাই, অনেক নাটক করেছেন, আর না। এবার ভালো হয়ে যান। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। কেবল মাঝখান থেকে ক্ষমতা ছাড়তে হবে।যদি কাদেরকে বাচাতে আবারো কোন ষড়যন্ত্র করেন তবে এই আন্দোলন কাদেরকে ফাঁসি দেওয়ার পাশাপাশি আপনার পতনের আন্দোলনে রুপ নেবে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
দায়িত্ববান নাগরিক বলেছেন: রানার ব্লগ বলেছেন: সরকারকে বলতে চাই, অনেক নাটক করেছেন, আর না। এবার ভালো হয়ে যান। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য কোন ষড়যন্ত্রই কাজে আসবে না
একই বক্তব্য।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
িশশু দর্পন বলেছেন: ক্ষমতাসীনদের অংকে ভুল । জামাতকে বাচাতে গিয়ে এখন ক্ষমতা ও হারাতে হবে । আর বাংলাদেশ রাজাকার মুক্ত হবে এবারের আন্দোলনে ।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
পাগলা রাজু বলেছেন: আমিও ভরতৈ চাই কোন ষড়যন্ত্রে আমরা বিভ্রান্ত হবো না। কিন্তু এই সরকার নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নানা পাঁয়তারা করছে। ব্লগার ভাই ও বন্ধুরা একটু খেয়াল করবেন, যেন আমাদের আন্দোলনকে কোন ভাবেই ওরা বানচাল করতে না পারে। আমরা চট্টগ্রামে এটা নিয়ে আলোচনা করবো।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫
মুহাই বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: রানার ব্লগ বলেছেন: সরকারকে বলতে চাই, অনেক নাটক করেছেন, আর না। এবার ভালো হয়ে যান। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য কোন ষড়যন্ত্রই কাজে আসবে না একই বক্তব্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
রানার ব্লগ বলেছেন: সরকারকে বলতে চাই, অনেক নাটক করেছেন, আর না। এবার ভালো হয়ে যান। যুদ্ধাপরাধীদের বাচানোর জন্য কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।