![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণহত্যা কী?? কখন, কিভাবে, কোন হত্যা গণহত্যার পর্যায়ে পড়বে, এই নিয়ে বিস্তর গবেষণা করেছে এবং করছে ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্স। তবে তাদেরকে হার মানিয়ে নতুন সংজ্ঞা ও তত্ত্ব দিয়েছেন বেগম জিয়া।
কিন্তু তারা নিশ্চয় বেগম জিয়ার নাম শোনেন নি, যদি শুনতেন তবে তাদের এত কষ্ট করে বছরের পর বছর ধরে গবেষণা করতেন না।
বেগম জিয়া শুক্রবার সংবাদ সম্মেলনে ‘জামায়াত-শিবিরের উপর পুলিশের হামলা’(!!!!), সাধারণ মানুষকে পুলিশ হত্যা করছে দাবি করে একে গণহত্যা বলে দাবি করেন। এবং এই হত্যার জন্য বেগম জিয়া দায়ী করেন আওয়ামী লীগকে।
তবে বেগম জিয়ার এই বক্তব্য শুনে আমার মনে হয়েছিলো কোন গণহত্যা বিশেষজ্ঞ ব্যক্তির বক্তব্য শুনছি। তিনি তার সুললিত কন্ঠের ওঠানামা এবং নিখাদ ভালোবাসা দিয়ে যখন তার বক্তব্য পেশ করছিলেন, তখন তার চোখে জল ছিলো বলেই আমার মনে হচ্ছিল। যদিও বেরসিক মিডিয়া ম্যাডামের চোখের জল দেখাতে কোন ভাবেই পছন্দ করে বলে মনে হয়নি।
এই বক্তব্য এবং গণকত্যার নতুন তত্ব দেওয়ায় খালেদা জিয়াকে নোবেল কমিটি থেকে শান্তি এবং নতুন করে ‘গণহত্যা গবেষণা’ খাত সৃষ্টি করে দুটি শাখাতেই নোবেল দেওয়ার জোর দাবি জানাচ্ছি।
উৎস: http://www.sat-din.com
©somewhere in net ltd.