![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের নেতৃত্ব পাকাপোক্ত করতে জনপ্রিয় ব্লগারদের ওপর খড়গহস্ত হয়েছেন গণজাগরণ মঞ্চের নেতা ড. ইমরান এইচ সরকার। অভিযোগ উঠেছে, আমারব্লগসহ কয়েকটি ব্লগকে বিটিআরসির সহায়তায় নিয়ন্ত্রণ করার অপচেষ্টা করছেন ড. ইমরান। খোঁজ নিয়ে দেখা যায়, শাহবাগ আন্দোলনের সমর্থক অথচ ড. ইমরান এইচ সরকারের সমালোচক ব্লগারদেরই মূলত নানান নিয়ন্ত্রণের শিকার হতে হচ্ছে।
সূত্র: http://www.notun-din.com/
এছাড়া জনপ্রিয় ব্লগারদেরকে ‘প্রজন্ম’ ব্লগে লেখার জন্য চাপ দিয়ে আসছেন ড. ইমরান। উল্লেখ্য ‘প্রজন্ম’ ব্লগ ড. ইমরান সরকারেরই নেতৃত্বাধীন ‘ওয়াইপিডি’ নামের একটি এনজিও পরিচালিত।
শাহাবাগ আন্দোলনে জনমত গঠনে উল্লেখযোগ্য কোন ভূমিকা পালন করতে পারেনি ড. ইমরানের ব্লগটি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, শাহবাগ আন্দোলন নিয়ে প্রজন্ম ব্লগের তুলনায় আমার ব্লগ ও সামহয়্যার ইন ব্লগে অনেক বেশি পোস্ট এসেছে। সামহয়্যার ইন ব্লগে শাহবাগ আন্দোলন নিয়ে পোস্টের সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়ে গেছে।
এছাড়া, ইমরান সরকারের বিরুদ্ধ-সমালোচক ব্লগারদের নিয়ন্ত্রণ চেষ্টার অংশ হিসেবে আইডি দিয়ে বিটিআরসিকে সহযোগিতা করছে ইমরানেরই ঘনিষ্ট সহযোগী ‘আওয়ামী লীগের মিডিয়া সেল’। অভিযোগ উঠেছে, ইমারান সরকার গংদের চাপেই বিটিআরসির পক্ষ থেকে ব্লগারদের ব্যক্তিগত তথ্যাদি- আই পি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর তাদের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
বিটিআরসির নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে আমার ব্লগের পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিটিআরসি কয়েকজন ব্লগারের ব্যক্তিগত তথ্য চেয়ে আমার ব্লগের পরিচালকের কাছে ই-মেইল করে। এসকল তথ্য ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসির কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তবে আমার ব্লগ কর্তৃপক্ষ তাদের ব্লগারদের ব্যক্তিগত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
পর্যবেক্ষণ করে দেখা যায়, গণজাগরণ মঞ্চের নেতৃত্বের দাবি মেনে নিয়ে বিটিআরসি বিভিন্ন সময়ে অনলাইনে নানান ধরণের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছিল।
ড. ইমরানের পক্ষ থেকে বিভিন্ন ব্লগের এডমিন হওয়ার নীতি-নৈতিকতা বর্জিত চেষ্টার অভিযোগও এসেছে।
ব্লগারদের নানান কর্মসূচীতেও বাঁধ সাধছেন গণজাগরণ মঞ্চের নেতারা। ইমরান সরকারের বিরুদ্ধ-সমালোচক ব্লগাররা বলছেন, গণজাগরণ মঞ্চের নেতারা এমন একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে যাতে মনে হয়, ইমরানের কর্মসুচি ছাড়া ব্লগারদের অন্য যে কোন কর্মসূচির মানে হচ্ছে আপনি শাহবাগের বিরুদ্ধে!
কয়েকজন ব্লগার দাবি করেছন, ড. ইমরান এইচ সরকার কখনোই ব্লগার ছিলেন না। তার নেতৃত্বে কয়েকজন তরুণ আওয়ামী লীগ সমর্থক ব্লগসহ অনলাইন জগতে দলীয় প্রচার-প্রচারণার কাজ করতো। এই গ্রুপটিই জনসম্মুখে কাজ করছে ‘ইয়ুথ ফর পিস এন্ড ডেমোক্রেসি(ওয়াইপিডি)’ নামে। ওয়াইপিডি মূলত ইন্টারনেট ব্যবহারকারীদের ওপরে প্রভাব বিস্তারের কাজ করলেও তাদের ঘোষিত কর্ম তালিকায় রয়েছে- তরুণদের জন্য কাজের সুযোগ-সুবিধা তৈরি করা, পরামর্শ সেবা দেওয়া, নতুন উদ্যোগ, চাকুরি ও ব্যবসায় বিষয়ে পরামর্শ দেওয়া ইত্যাদি। ওয়াইপিডি’র আর্থিক উৎস নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা থাকলেও কোন ব্যক্তিই এর টাকা-পয়সার সঠিক উৎস সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি।
২| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
জাতিস্বর বলেছেন: ইমরানের আদতে কোন ব্লগ নেই।সামু ও আমার ব্লগে তার আইডি আছে তবে কোন পোস্ট নেই।
প্রজন্ম ব্লগে ২টি পোস্ট পাওয়া গেছে আর বিডি নিউজ ও প্রথমআলো ব্লগে আইডি খোলা হয়েছে বেশিদিন হয় নি।
এর মাঝে পোস্ট আছে ১টি।
আর,তিনি যদি ব্লগার হন তাহলে এক্টিভ সকল ব্লগারের পদত্যাগ করা উচিৎ (দুঃখে)
৩| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
লক্ষ্যভেদী বলেছেন: ইম্রানটা আবার কে?
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
মাইন্ড ট্রাভেলার বলেছেন: আমি ইমরানের কোন লেখা আজো পড়িনি। পড়তে চাই। কেই কি তার ব্লগের লিংকটা দিতে পারবেন?