নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

নিজেদের তৈরী ফাঁদে আটকে পড়ছে বিএনপি!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

নিজেদের তৈরী রাজনীতির ফাঁদে আটকে পড়তে যাচ্ছে বিএনপি-জামায়াত জোট। সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে বিরোধী দলীয় জোট একের পর এক হরতালের মত কর্মসূচী দিয়ে যাচ্ছে। দলগুলোর ডাকা হরতাল ও সহিংসতা বাড়তে থাকলে যেকোন সময় দেশে জরুরী অবস্থা জারী হতে পারে । রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, জরুরী অবস্থা জারি হলে বিরোধী দলই নানান নিবর্তনমূলক পদক্ষেপের শিকার হবে। ফলে, সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই ফাঁদে পড়ে যাচ্ছে বিএনপি-জামায়াত জোটের দলগুলো।



বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীতে ভেঙ্গে পড়ছে আইনের শাসন, বিঘ্নিত হচ্ছে জানমালের নিরাপত্তা। পুলিশের উপর আক্রমণ, অস্ত্র লুট, থানায় বোমা হামলা বিরোধী দলের হরতাল পালনের অনুষঙ্গ হয়ে উঠেছে। পর্যবেক্ষণে দেখা যায়, বিরোধী দলের হরতাল ও সহিংসতা সত্ত্বেও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবেই নিজেদের গুটিয়ে নিয়েছে। পুলিশ ও সরকারের কাছে সহিংসতা নিয়ে আগাম তথ্য থাকলেও প্রতিরোধে নেয়া হচ্ছে না কার্যকর পদক্ষেপ। ফলে, অনেকেই অনুমান করছেন, সরকার পরিকল্পিতভাবেই বিরোধী দলকে সহিংসতা ঘটাতে দিচ্ছে।



নিরাপত্তা বিশ্লেষকদের দাবি, সহিংসতা চলতে থাকলে দেশে জরুরী অবস্থা জারী হতে পারে। সরকার জরুরী অবস্থা ঘোষণার চেষ্টা করছে এমন অভিযোগ তুলেছে বিএনপিও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন সরকার দেশে জরুরি অবস্থা জারির পায়তারা করছে।



অনুসন্ধানে দেখা যায়, চলতি বছরের প্রথম দিকে বিরোধীদলের ডাকা হরতালগুলো প্রতিরোধে রাজপথে ছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু মার্চের শেষে ও এপ্রিলে বিএনপির দেওয়া হরতালের প্রতিবাদে আওয়ামী লীগকে রাজপথে সক্রিয় থাকতে দেখা যায়নি। যতই সময় যাচ্ছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কমে আসছে বিরোধী দলের কর্মসূচীতে প্রতিরোধ। অন্যদিকে, সময়ের সাথে সাথে সহিংস হয়ে উঠছে বিএনপি-জামায়াত জোট।



বছরের শুরুতে পুলিশের উপর হামলার ঘটনা তুলনামূলকভাবে কম হলেও চলতি মাসেই বিএনপি-জামায়াত জোটের কর্মীরা একের পর এক নির্মম হামলা চালিয়েছে পুলিশের উপর। পুলিশের উপর এই নির্মম হামলার সংবাদ প্রচার পেয়েছে বিভিন্ন মাধ্যমে। ফলে দেশের আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ফলে রাজনীতি বিশ্লেষকদের দাবি, এইভাবে সহিংসতা বাড়তে থাকলে যেকোন সময় জারি হতে পারে জরুরী অবস্থা।



নির্বাচনকে সামনে রেখে জরুরী অবস্থা জারী হলে বিএনপি-জামায়াত জোট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে। দলটির অনেক বর্ষীয়ান নেতাকর্মী কারাবন্দী আছেন। দুর্নীতিসহ নানান অভিযোগে জর্জরিত তারেক জিয়া দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে জরুরী অবস্থা জারি হলে বিরোধী দলগুলোর রাজনীতির পথে আরো একটি প্রতিবন্ধকতা যুক্ত হবে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।

সূত্র: http://www.notun-din.com

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

লাইট ইয়ার বলেছেন: হ! .. পাগলের সুখ মনে মনে ... দিনের আলোয় তারা গোনে ....

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

rainbristi বলেছেন: আরও শুনা গেছে সরকারী দল মানে আওয়ামীলীগ কে জামাই আদর করবে... =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.