![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গার্মেন্টস শিল্পকে বুর্জোয়া অর্থনীতি কিংবা বিশ্ব পুজিবাদের লেজুড় যে কোনটাই বলতে পারেন। কিন্তু দেশের নারী জাগরণকে প্রান্তিক পর্যায়ে নিয়ে গেছে এই গার্মেন্টস শিল্পে কর্মরত নারীরাই।
সাপ্তাহিক নতুনদিনের একটি রিপোর্টে (http://www.notun-din.com/?p=1845) উল্লেখ করা হয়েছে, জামায়াত নেতা গোলাম আযম ও কামরুজ্জামানের রায় এবং দেলোয়ার হোসেন সাঈদী ও কাদের মোল্লার হাইকোর্টের আপিলের রায়কে ঘিরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের কারাগার ও গার্মেন্ট কারখানাগুলোই জামায়াত-শিবিরের এখন মূল টার্গেট। এছাড়া হত্যাযজ্ঞ এবং মন্দির-গীর্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগসহ নানান নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। সূত্র মতে, দুই ধাপে জামায়াত-শিবিরচক্রটি এসব নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করার প্রস্তুতি নিচ্ছে। আগামী মে থেকে জুন প্রথম ধাপ আর আগস্ট থেকে অক্টোবরে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের পরিকল্পনায় রয়েছে।
নারী অধিকার ও স্বাধীনতা বিরোধী চক্র তাই এই গার্মেন্টস শিল্পের উপর চড়াও হবে এটাই স্বাভাবিক। তাই ২৭ এপ্রিল শাপলা চত্ত্বরে নারীদের সমাবেশে নারী মুক্তি নিয়ে যেমন কথা বলতে হবে তেমনি এই শিল্পের বিরুদ্ধে নানান চক্রান্ত রুখে দেবার ব্যাপারেও নারীদের সচেতন করে তুলতে হবে।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
ওয়াহিদ হিমেল বলেছেন: নিছক দুর্ঘটনা ! এবং আমাদের আল্টিমেটাম
Click This Link
৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
স্বাধীন জামিল বলেছেন: সব কিছুতে ষড়যন্ত্র খোজা একটা সমস্যা। গত কয়েকদিন ধরেই ফাটল দেখা যাচ্ছিল বিল্ডিং এ। এখন বলেন হেফাজতে জামাত এর ষড়যন্ত্রে ভুমিকম্প হইতেছে সাভারে।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫
অস্তিত্বহীন বলেছেন: ফাইজলামি বন্ধ করেন।আর কত ....আপনাদের কি ক্লান্তি নাই?
৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
taarokaraawaj বলেছেন: গার্মেন্টস কর্মীদেরকে জামাত-শিবিরের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয়ার জন্য ভালই প্রচারে নেমেছে কিছু লোকজন। ভাল, বেশ ভাল।
৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮
পাগলা রাজু বলেছেন: এই পোস্টটিতে উল্লেখ করা হয়নি যে, সাভার ট্র্যাজেডি ষড়যন্ত্রের ফল। একটি একটি দুর্ঘটনা। কিন্তু গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে কিছু ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। এ নিয়ে আমি আমার মন্তব্য প্রকাশ করলাম মাত্র।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
সাইবার অভিযত্রী বলেছেন: হুম।
হতে পারে ।
সবই হতে পারে ।
যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে হেফাজত - জামাত গার্মেন্টস -এ নাশকতা চালিয়েছে ?