নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

নারী শ্রমিকেরা কি আর কখনও গার্মেন্টসে কাজ করতে যাবেন?

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

সাংবাদিক গার্মেন্টস শ্রমিককে জিজ্ঞেস করলেনঃ আপনি কি আর কখনো গার্মেন্টসে কাজ করতে যাবেন? উত্তরে ঐ নারী শ্রমিক বললেনঃ জীবন থাকতে আর কখনও যাবো না। দরকার লাগলে ভিক্ষা করে খাবো।

শ্রমিকের এই মৃত্যু ভয়ংকর। লজ্জায় মাথা নত হয়ে আসে। ঐ মালিকদের প্রতি ঘৃণায় শরীর বিষিয়ে উঠে। কিন্তু আমরা চাই না গার্মেন্টস শ্রমিকেরা ভিক্ষুক হয়ে ওঠুক।

দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পথে শক্তিশালী ভূমিকা রাখা এই শিল্পের প্রতি দায়িত্বহীনতার প্রমাণ দিয়েছে মালিকগোষ্ঠী। দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে সাংবাদিকেরাও। সাংবাদিক শ্রমিকদেরকে এই প্রশ্ন করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমাদের এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখতে হবে শ্রমিকদেরকে।আমরা চাইনা আর একজন শ্রমিকও মারা যাক। তেমনি চাইনা আমাদের শ্রমিকেরা ভিক্ষুক হয়ে যাক।

তাই সাংবাদিকের এই প্রশ্নটি অযৌক্তিক ও অসংলগ্ন। সাংবাদিক প্রশ্ন করতে পারতেন- নিরাপত্তা নিশ্চিত না হলে আপনি কি আর গার্মেন্টসে কাজ করতে যাবেন? এই ধরণের প্রশ্ন হলে, শিল্পও বাঁচতো ভিক্ষুক হতে হতো না শ্রমিককে।

আমরা একটি উন্নত রাষ্ট্র চাই। ভিক্ষুকদের রাষ্ট্র চাই না। গার্মেন্টসে নানান ‘দুর্ঘটনায়’ সাংবাদিকেরা, মালিকেরা, সরকার, জনগণ সবাই দায়িত্বশীলতার পরিচয় না দিলে টিকবে না শিল্পটি। পিছিয়ে যাবে দেশ। তাই আমাদের সমস্ত প্রতিবাদ হতে হবে, অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে। শিল্পের বিরুদ্ধে নয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মোঃ_হাসান_আরিফ বলেছেন: সাভারে রানা প্লাজা বিপর্যয় ঘটার পর এপর্যন্ত আলোচিত উক্তি

লিংক
Click This Link

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫

আজমান আন্দালিব বলেছেন: Sohomot.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.