নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

আবারো বোকা বনলো বিএনপি!!!

০৭ ই মে, ২০১৩ রাত ৯:২৩

হেফাজতকে বোরাক বানিয়ে আবারো মকসুদে মঞ্জিলে পৌছতে চেয়েছিল বিএনপি। কিন্তু আবারো বোকা বনলো দলটি। এর আগে মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক হিসাব-নিকাশ বদলে দিতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। বলা চলে, তিনি ছ্যাকাই খেয়েছিলেন। অবশ্য হেফাজত গনহারেই ছ্যাকা দিয়েছে রাজনৈতিক দলগুলোকে। মহামতি এরশাদও কম ছ্যাকা খায় নাই চট্টগ্রামের এই গ্রুপটির থেকে।



হেফাজত ইসলাম অরাজনৈতিক সংগঠন হলেও প্রধান বিরোধী দল বিএনপি’র চেয়েও সাংগঠনিকভাবে অনেক সুশৃঙ্খল ও শক্তিশালী বলে ধারণা ছিল অনেকের। সংগঠনের প্রধানের নির্দেশে হেফাজতের কর্মীরা যে কোন কর্মসূচি সফল করতে সক্ষম, এ ধারণা বিগত আন্দোলনগুলোয় প্রতিষ্ঠিত হয়েছে। এই হেফাজতের কাঁধে ভর দিয়েই সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা রাখার পরিকল্পনা করেছিল বিএনপি। কিন্তু সেই আশা এখনও তাদের পুরণ হয়নি।



হেফাজতকে নিয়ে বিএনপির আশা-নিরাশার একটি ছক কষে নিলাম 'আবারো বোকা বনলো বিএনপি' http://www.notun-din.com/?p=2449

শিরোনামের একটি লেখা থেকে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.