![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধুনিক মানুষের নাক ছোট। তারা সমস্ত কিছুতে নাক গলায় না। আমাদেরকেও সভ্য হতে হলে ছোট করে নিতে হবে নিজেদের নাক। কেউ তার প্রেমিকাকে চুম্বন করলেই আমরা ক্ষেপে ওঠতে পারিনা। আবার কারওর কোন আচরণে ‘ধর্ম গেল ধর্ম গেল’ বলে চিৎকার করতে পারিনা।
আমার এখনও মনে পড়ে- শৈশব কালে আমি গ্রামে থাকতাম। প্রায়শঃ কোন একটি নির্দিষ্ট বাড়ির দিকে সবাই হামলে পড়তো। আমি আগ্রহ বোধ করতাম। কেন সবাই এমন করছে? পড়ে বুঝতাম, ঐ বাড়ির কোন তরুনীর অসতর্ক প্রেমের ফসল প্রকাশ পেয়েছে গর্ভধারণের মাধ্যমে।
কোন নারী বিবাহপূর্ব গর্ভধারণ করলেই কি পুরো একটি গ্রাম এইভাবে হামলে পড়বে? প্রেমিক তার প্রেমিকাকে চুম্বন করলেই কি সকলে একসাথে ঐ প্রেমিক যুগলকে গালাগালি শুরু করে দিবে? কোন ব্যক্তির বিচ্ছিন্ন আচরণেই কি ধর্ম ধ্বংস হয়?
ভারতের ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনীও নাকি ধর্মানুভূতিতে আঘাত দিয়েছেন? সূত্র- http://www.notun-din.com/?p=2417 । আমরা যতদিন পর্যন্ত দীর্ঘ নাকের অধিকারী থাকবো ততদিন পর্যন্ত আঘাত পেতেই থাকবো। আমাদেরকে আধূনিক হওয়া চাই। অন্যের মতামতের প্রতি সহনশীল হওয়া চাই। অন্যের মতামতের প্রতি সহনশীল না হলে অন্যেরাও আমার মতামতের প্রতি সহনশীল হবে না। এতে করে, ভিন্ন মতের কথা হয়তো আমার কানে আসবে না। কিন্তু আমার কথা কি অন্য কেউ শুনবে। এইভাবে, আমাদের দীর্ঘ নাক সকলকে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ১২:৪১
অমৃত সুধা বলেছেন: ধর্মীয় মামলায় জড়ালেন ধনি
http://dhakajournal.com/?p=6096