নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

রেশমা কি অলৌকিকতা না মৃত্যুকে কাচকলা দেখানোর দৃষ্টান্ত

১৫ ই মে, ২০১৩ রাত ১:৪৩

রেশমার বেঁচে থাকাকে অলৌকিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে মিডিয়া। এই দেশের মিডিয়া আশি ও নব্বইয়ের দশকে সংবাদ বলতে বুঝতো নানান কুসংস্কারকে সংবাদ বানিয়ে প্রচার। সংবাদের উৎস ছিল ভণ্ড পীরদের নানান কারিগরি। সেই মিডিয়ার উত্তরসূরী আজকের মিডিয়া নিরন্তর বেঁচে থাকার সংগ্রামে জয়ী রেশমাকে বলছে অলৌকিক।



বিধ্বস্ত ভবনে আটকে গেলে টিকে থাকতে যা যা করতে হয় সবই করেছিলেন রেশমা। সহায়ক ছিল পরিবেশও। সার্ভাইবাল এক্সপার্টদের মতে, আটকে পড়া ভবনে যদি তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রী সেলসিয়াস হয় তাহলে এইভাবে বেঁচে থাকা সম্ভব। রেশমার মতো বিপদে পড়ে গেলে কিভাবে বাঁচতে হবে তা নিয়ে আছে বিস্তর আলোচনা(http://www.notun-din.com/?p=2499)। রেশমার কোন প্রশিক্ষণ না থাকলেও কৌশলগুলো ত্রুটিহীনভাবেই প্রয়োগ করেছিলেন।



মিডিয়া এই বেঁচে থাকাকে অলৌকিকতায় রুপান্তরিত না করে যৌক্তিকভাবে দেখলেই সমাজের জন্য ভাল। তাতে মানুষ রেশমার অভিজ্ঞতা থেকে শিখে নেবে বেঁচে থাকার কৌশল। রেশমার লড়াই থেকে আমরা পাব মৃত্যুকে কাঁচকলা দেখানোর শিক্ষা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ রাত ১:৫৪

নতুন বলেছেন: মানুষ অলৌকিকতাই বেশি খায়... তাই মিডিয়াও তাই ব্যাচে.. :(

২| ১৫ ই মে, ২০১৩ রাত ৩:০৬

আব্দুল মোমেন বলেছেন: আপনার কথায় যুক্তি আছে। ধন্যবাদ।

৩| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:৩০

মতিউর রহমান১০০ বলেছেন: Click This Link

৪| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:৩৬

হাসান মাহবুব বলেছেন: একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.