নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা রাজু

http://www.facebook.com/fazlurrahaman.raju

পাগলা রাজু › বিস্তারিত পোস্টঃ

ফরহাদ মজহার কি মওলানা নাকি আউল-বাউল

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

ফরহাদ মজহারের বৈবাহিক জীবন নিয়ে বাজারে প্রচলিত গোজামিল থেকে এই বুদ্ধিজীবির চারিত্রিক অস্পষ্টতা ফুটে উঠে। এই চারিত্রিক অস্পষ্টতার ছাপ দেখা যায় তার রাজনীতিতেও। একই সাথে লালনের আখড়ায় গঞ্জিকা সেবন ও হেফাজতে ইসলামের মিছিলে যোগদান- এই ব্যক্তিটির পক্ষেই সম্ভব হয়েছে। এই নিয়ে সচিত্র প্রতিবেদন দেখতে পারেন এই লিংকে (http://www.notun-din.com/?p=1759)।



আর সেই ফরহাদ মজহারের 'স্ত্রী' ফরিদা আখতার 'অধিকার' নামের একটি মানবাধিকার সংস্থার নেপথ্যে থেকে ছড়িয়ে যাচ্ছেন নানান গুজব ও রাজনৈতিক প্রতিহিংসার বিষবাষ্প (http://www.notun-din.com/?p=2544)।



ফরহাদ মজহার নয়া কৃষি আন্দোলনের নামে ব্যবসা করে হয়ে ওঠেছেন বিশাল পুঁজিপতি। হউক। তার এই মেধাকে সমীহ করি। কিন্তু তিনি ব্যাক্তি জীবনে যেমন স্পষ্ট তেমনি রাজনৈতিক জীবনেও গোজামিল সমৃদ্ধ। ফরিদা আখতারকে এখনও যেমন না বানিয়েছেন স্ত্রী কিংবা লিভ টুগ্যাদার পার্টনার'।

তেমনি রাজনীতির মাঠে তাকে মওলানা ফরহাদ মজহার বললে যেমন ভূল হবে তেমনি আউল-বাউল ফরহাদ মজহার বললেও ভূল হবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

মিতক্ষরা বলেছেন: কথিত স্ত্রী মানে কি? ফরিদা কি স্ত্রী নন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.